০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে রেডক্রিসেন্টের পক্ষ থেকে ৩০০ পরিবারে খাবার বিতরন

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে চলমান কঠোর লকডাউনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে রাজবাড়ী জেলার সর্বত্র ৩০ দিনব্যাপী খাবার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিন ৩০০ পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

তার অংশ হিসেবে মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ড কাইমদ্দিন প্রামানিক পাড়া ও মসজিদ পাড়ার ১৫০টি পরিবারের মাঝে পায়ে হেটে রান্না করা খাবার বিতরণ পৌছে দেওয়া হয়। খাবার বিতরণ কার্যক্রমে নাজমুস সাকিবের নেতৃত্বে জেলা রেডক্রিসেন্টের ৭সদস্যের একদল সদস্য অংশগ্রহণ করেন।

রাজবাড়ী জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক শামিমা আক্তার মুনমুন জানান, রেডক্রিসেন্ট রাজবাড়ী জেলা ইউনিট গত ২৪ জুন হতে ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা শুরু করেছে। তাছাড়াও প্রতিদিন ৩০০টি পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম চলেছে। এ সেবা জেলার পাঁচটি উপজেলায় আপাতত এক মাসের জন্য দেয়া হবে। গোয়ালন্দে খাবার বিতরণ কার্যক্রম ছিল আজ দ্বিতীয় দিন। কাইমদ্দিন প্রামাণিক পাড়া ও মসজিদ পাড়ায় দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, অতিসত্ত্বর আমরা অক্সিজেন সেবা দিতে পারবো। হাসপাতালে টীকা ও স্যাম্পল টেস্টের জন্য স্বেচ্ছাসেবক নিবেদিত হয়ে কাজ করে চলেছে। রেডক্রিসেন্ট জাতীয় সদর দপ্তর ও আইএফআরসি কর্তৃক প্রেরিত। আশা রাখছি নিরবচ্ছিন্ন এই সেবার মাধ্যমে করোনাকালিন এই দুর্যোগে কিছুটা হলেও অবহেলিত দরিদ্র জনমানুষ উপকৃত হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় রান্না করা খাবারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে বলে তিনি জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে রেডক্রিসেন্টের পক্ষ থেকে ৩০০ পরিবারে খাবার বিতরন

পোস্ট হয়েছেঃ ০৮:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে চলমান কঠোর লকডাউনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে রাজবাড়ী জেলার সর্বত্র ৩০ দিনব্যাপী খাবার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিন ৩০০ পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

তার অংশ হিসেবে মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ড কাইমদ্দিন প্রামানিক পাড়া ও মসজিদ পাড়ার ১৫০টি পরিবারের মাঝে পায়ে হেটে রান্না করা খাবার বিতরণ পৌছে দেওয়া হয়। খাবার বিতরণ কার্যক্রমে নাজমুস সাকিবের নেতৃত্বে জেলা রেডক্রিসেন্টের ৭সদস্যের একদল সদস্য অংশগ্রহণ করেন।

রাজবাড়ী জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক শামিমা আক্তার মুনমুন জানান, রেডক্রিসেন্ট রাজবাড়ী জেলা ইউনিট গত ২৪ জুন হতে ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা শুরু করেছে। তাছাড়াও প্রতিদিন ৩০০টি পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম চলেছে। এ সেবা জেলার পাঁচটি উপজেলায় আপাতত এক মাসের জন্য দেয়া হবে। গোয়ালন্দে খাবার বিতরণ কার্যক্রম ছিল আজ দ্বিতীয় দিন। কাইমদ্দিন প্রামাণিক পাড়া ও মসজিদ পাড়ায় দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, অতিসত্ত্বর আমরা অক্সিজেন সেবা দিতে পারবো। হাসপাতালে টীকা ও স্যাম্পল টেস্টের জন্য স্বেচ্ছাসেবক নিবেদিত হয়ে কাজ করে চলেছে। রেডক্রিসেন্ট জাতীয় সদর দপ্তর ও আইএফআরসি কর্তৃক প্রেরিত। আশা রাখছি নিরবচ্ছিন্ন এই সেবার মাধ্যমে করোনাকালিন এই দুর্যোগে কিছুটা হলেও অবহেলিত দরিদ্র জনমানুষ উপকৃত হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় রান্না করা খাবারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে বলে তিনি জানান।