Rajbarimail.com
ঢাকা, সোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি
  6. স্বাস্থ্য

গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবকে মোস্তফা গ্রুপের এ্যাম্বুলেন্স উপহার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ জুলাই ২০২১, ৭:৩৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ আর্তমানবেতর সেবায় নিয়োজিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব’। সংগঠনটির কাছে একটি এ্যাম্বুলেন্স উপহার হিসেবে প্রদান করেছে উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। বুধবার দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ব্লাড ডোনার ক্লাব চত্বরে এ্যাম্বুলেন্স সহ চাবি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্লাড ডোনার ক্লাবের সহসভাপতি মুহাম্মদ বাবর আলী, সহসভাপতি লুৎফর রহমান, সহসভাপতি ও সাংবাদিক রাশেদ রায়হান, সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মিলন সহ সকল সদস্যবৃন্দ।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন, এক ঝাঁক উদ্যোমী তরুনদের সমন্বয়ে গঠিত ব্লাড ডোনার ক্লাবের কর্মকান্ড দেখে আমি খুবই আনন্দিত। প্রতিনিয়ত তারা গোয়ালন্দের আনাচে কানাচে মানুষের স্বাস্থ্যবিধি নানা সমস্যা সমাধানে ছুটে বেড়াচ্ছেন। কার কখন রক্ত লাগবে, কার অক্সিজেন সেবা লাগবে তা দিয়ে বেড়াচ্ছেন। তাদের এই কর্মকান্ডকে আরো তরান্বিত করতে এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। এই ব্লাড ডোনার ক্লাবের মাধ্যমে সামনে আরো ভালো কিছু সামাজিক কাজ সম্পন্ন করতে চাই।

ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান বলেন, ২০১৯ সালের বিজয় মাসে একদল শিক্ষিত উদ্যোমী তরুণদের নিয়ে ব্লাড ডোনার ক্লাবের যাত্রা শুরু। এরপর থেকে সদস্যরা বিভিন্ন মানুষের রক্তের চাহিদা পূরন করে আসছে। গত দেড় বছরে অন্তত দেড় সহস্রাধিক মানুষের রক্তের চাহিদা পূরন করা হয়েছে। এখনো রক্তের চাহিদা পূরনের পাশাপাশি গত চার মাসের বেশি সময় ধরে চলছে অক্সিজেন সেবা। ‘সংযোগ’ নামক প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা এখন নিয়মিত করোনা আক্রান্ত জরুরি রোগীর বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সেবা দিচ্ছি। নতুন করে আমাদের এ্যাম্বুলেন্স সেবা যুক্ত হলো। এখন থেকে জরুরী যে কোন রোগীর ক্ষেত্রে বাড়তি এই সেবাও দিতে প্রস্তুত রয়েছে ডোনার ক্লাবের সদস্যরা।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম মুন্সী বলেন, দিন দিন মানুষের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবার চাহিদা বাড়ছে। বিশেষ করে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে মোস্তফা গ্রুপ এ্যাম্বুলেন্সটি প্রদান করেছে। এখন থেকে সরকারি হাসপাতালের সাথে ব্লাড ডোনার ক্লাবের পক্ষ থেকেও যে কোন সময় যে কোন মুহুর্তে এ্যাম্বুলন্স সেবা প্রদান করা যাবে। এক্ষেত্রে জরুরী প্রয়োজনে ০১৮২২-৮৯৪১২৯ নাম্বারে যোগাযোগ করতে হবে। এই নাম্বারে ফোন করলেই পৌছে যাবে এ্যাম্বুলেন্স। এক্ষেত্রে সরকার নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। তবে হত দরিদ্র মানুষের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে বলেও জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মামলায় ইউপি চেয়ারম্যান সহ আ.লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে

গোয়ালন্দে নানান আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রাজবাড়ীতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দেলনের মামলায় আ.লীগের ২০ নেতা কর্মী কারাগারে

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

শৃঙ্খলা ভঙের অভিযোগে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে অব্যহতি

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন