০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সাংবাদিক সম্মেলন

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অনিয়ম ও অগঠনতান্ত্রিক মিথ্যাচারের চলমান পরিষদ কতৃক মিথ্যা, ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক বৃন্দের আয়োজনে শ্রীপুর কেন্দ্রিয় বাস টার্মিনালে এ সাংবাদিক সম্মেলন করা হয়।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ক‌মি‌টির সা‌বেক নেতা শ্রী সুধীর রায় চক্রবর্তী। এসময় তিনি গত ৫ ন‌ভেম্বর চলমান কমি‌টির নেতা‌দের সংবাদ স‌ম্মেলন মিথ‌্যা ও‌ ভি‌ত্তিহীন দা‌বি ক‌রে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ স‌ম্মেল‌নে জানানো হয়, সব শেষ ২০১৫ সা‌লের ২৭ মার্চ রাজবাড়ী জেলা বাস মি‌নিবাস ও কোচ সড়ক প‌রিবহন শ্রমিক ইউনিয়‌ন (রে‌জিঃ নং-ঢাকা ২২৮৪) নির্বাচন অনু‌ষ্ঠিত হয়। এরপর ২০১৮ সালে নির্বাচন হওয়ার কথা থাক‌লেও তারা দেন নাই। ওই সময় নামমাত্র এক‌টি সাধারন সভা হয়, যেখা‌নে ৮ লক্ষ টাকার খরচ দেখা‌নো হ‌য়ে‌ছে। যা নি‌য়েও প্রশ্ন র‌য়ে‌ছে। মৃত‌‌ শ্রমিক‌দের ১ লক্ষ টাকা দেবার কথা থাকলেও দেয়া হয় নাই। তালবানা ও নানা অজুহা‌তে এখন পর্যন্ত ‌নির্বাচন দেন নাই। এই ক‌মি‌টি অ‌বৈধভা‌বে প্রায় ৮ বছর ধ‌রে ক্ষমতায় র‌য়ে‌ছে। কোন ব‌্যাখা ছাড়াই সা‌বেক সভাপ‌তি কুদ্দুস খা‌নসহ অ‌নে‌কের সদস‌্য বা‌তিল ক‌রে‌ছে। বর্তমান ক‌মি‌টি নেতা‌দের থেকে শু‌নে‌ছেন ২০২১ সা‌লে নির্বাচ‌নের আদেশ হ‌য়ে‌ছে, সেটাও তারা ক‌রেন নাই। বিগত দি‌নে গোয়ালন্দ মোড়, শ্রীপুর বাস টার্মিনাল, আলাদীপুর জুট মিল, ধাওয়াপাড়া ও মুর‌গি ফার্ম র‌শিদ দি‌য়ে চাঁদা তোলা হ‌লেও বর্তমা‌নে শুধু মুরগিফার্ম স্ট্যান্ড এলাকা থে‌কে চাঁদা তোলা হ‌চ্ছে। ত‌বে এর কোন সঠিক হিসাব নাই। এস‌ব বিষ‌য়ে জান‌তে চাইলে হুমকি-ধমকির সম্মু‌খিন হ‌তে হচ্ছে তাদের। এদিকে আগামী ১০ দি‌নের ম‌ধ্যে সমস্ত কিছুর হিসাব-নিকাশ ক‌রে ব‌্যাং‌কে টাকা জমা না দি‌লে শ্রমিক‌দের পক্ষ থে‌কে মামলা দেওয়া হ‌বে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।এ সময় শ্রমিক নেতা আলমগীর আল মামুন, সাজ্জাদ মোল্লা ওর‌ফে শরু, জাহাঙ্গীর, আরাফাত খোন্দকার, খোকন প্রামা‌নিকসহ অ‌নে‌কে উপ‌স্থিত ছি‌লেন।

এদি‌কে চল‌তি মা‌সের ৫ ন‌ভেম্বর রাজবাড়ী জেলা বাস মি‌নিবাস ও কোচ সড়ক প‌রিবহন শ্রমিক ইউনিয়‌নের কার্যাল‌য়ে সংগঠ‌নের সভাপ‌তি/সম্পাদকসহ তিন নেতার বিরু‌দ্ধে সা‌ড়ে ১০ কো‌টি টাকা দূর্নী‌তির মিথ‌্যা, ষড়যন্ত্রমূলক ও ভি‌ত্তিহীন সংবাদ প্রকা‌শের প্রতিবা‌দে সাংবা‌দিক স‌ম্মেলন  ক‌রে শ্রমিক নেতারা।

এ সময় জেলা বাস মি‌নিবাস ও কোচ সড়ক প‌রিবহন শ্রমিক ইউনিয়‌ন (রে‌জিঃ নং-ঢাকা-২২৮৪)’র সভাপ‌তি মোঃ র‌কিবুল ইসলাম পিন্টু, সহ-সভাপ‌তি তোফা‌জ্জেল হো‌সেন টুকাই, সাধারন সম্পাদক আব্দুর র‌শিদ, সাধারন সম্পাদক আশরাফ প্রামা‌নিক, কোষাধ‌্যক্ষ ইব্রা‌হিম মোল্লা সহ অ‌নেকে উপ‌স্থিত ছি‌লেন।

সাংবা‌দ স‌ম্মেল‌নে সভাপতি র‌কিবুল ইসলাম পিন্টু ব‌লেন, চল‌তি বছ‌রের গত ৮ অ‌ক্টোবর ফর‌দিপুরের একটি প্রকাশিত স্থানীয় দৈ‌নিক আজ‌কের সারা‌দেশ প‌ত্রিকায় “রাজবাড়ী মোটর‌ শ্রমিক ইউনিয়‌নের টাকা মে‌রে ৩ নেতা কো‌টিপ‌তি” এই শি‌রোনা‌মে এক‌টি সংবাদ প্রকা‌শিত হয়। যা সম্পূর্ণ মিথ‌্যা, ভি‌ত্তিহীন ও বা‌নোয়াট। এক‌টি কুচ‌ক্রি মহল ষড়যন্ত্র ক‌রে তা‌দের ও সংগঠ‌নের সম্মান হানি কর‌তে এই মিথ‌্যা সংবাদ প্রকাশ ক‌রেছে এবং ষড়যন্ত্র করছে। যারা উদ্দে‌শ্যে প্রণো‌দিত ভা‌বে এই ষড়যন্ত্র লিপ্ত রয়েছে, তা‌দের বিরু‌দ্ধে আইনগত ব‌্যবস্থা গ্রহন কর‌বেন ব‌লেও জানান তিনি।

এদি‌কে আজ‌কে শ্রমিক‌ সংগঠনের নেতারা সংবাদ স‌ম্মেল‌নে করা অ‌নিয়ম, দূর্নী‌তি ও নির্বাচন না করা সহ যে সকল অ‌ভি‌যোগ করেছেন সম্পূর্ণ মিথ‌্যা ব‌লে দা‌বি ক‌রে‌ছেন সভাপ‌তি র‌কিবুল ইসলাম পিন্টু।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সাংবাদিক সম্মেলন

পোস্ট হয়েছেঃ ০৬:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অনিয়ম ও অগঠনতান্ত্রিক মিথ্যাচারের চলমান পরিষদ কতৃক মিথ্যা, ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে রাজবাড়ী জেলা বাস মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক বৃন্দের আয়োজনে শ্রীপুর কেন্দ্রিয় বাস টার্মিনালে এ সাংবাদিক সম্মেলন করা হয়।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ক‌মি‌টির সা‌বেক নেতা শ্রী সুধীর রায় চক্রবর্তী। এসময় তিনি গত ৫ ন‌ভেম্বর চলমান কমি‌টির নেতা‌দের সংবাদ স‌ম্মেলন মিথ‌্যা ও‌ ভি‌ত্তিহীন দা‌বি ক‌রে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ স‌ম্মেল‌নে জানানো হয়, সব শেষ ২০১৫ সা‌লের ২৭ মার্চ রাজবাড়ী জেলা বাস মি‌নিবাস ও কোচ সড়ক প‌রিবহন শ্রমিক ইউনিয়‌ন (রে‌জিঃ নং-ঢাকা ২২৮৪) নির্বাচন অনু‌ষ্ঠিত হয়। এরপর ২০১৮ সালে নির্বাচন হওয়ার কথা থাক‌লেও তারা দেন নাই। ওই সময় নামমাত্র এক‌টি সাধারন সভা হয়, যেখা‌নে ৮ লক্ষ টাকার খরচ দেখা‌নো হ‌য়ে‌ছে। যা নি‌য়েও প্রশ্ন র‌য়ে‌ছে। মৃত‌‌ শ্রমিক‌দের ১ লক্ষ টাকা দেবার কথা থাকলেও দেয়া হয় নাই। তালবানা ও নানা অজুহা‌তে এখন পর্যন্ত ‌নির্বাচন দেন নাই। এই ক‌মি‌টি অ‌বৈধভা‌বে প্রায় ৮ বছর ধ‌রে ক্ষমতায় র‌য়ে‌ছে। কোন ব‌্যাখা ছাড়াই সা‌বেক সভাপ‌তি কুদ্দুস খা‌নসহ অ‌নে‌কের সদস‌্য বা‌তিল ক‌রে‌ছে। বর্তমান ক‌মি‌টি নেতা‌দের থেকে শু‌নে‌ছেন ২০২১ সা‌লে নির্বাচ‌নের আদেশ হ‌য়ে‌ছে, সেটাও তারা ক‌রেন নাই। বিগত দি‌নে গোয়ালন্দ মোড়, শ্রীপুর বাস টার্মিনাল, আলাদীপুর জুট মিল, ধাওয়াপাড়া ও মুর‌গি ফার্ম র‌শিদ দি‌য়ে চাঁদা তোলা হ‌লেও বর্তমা‌নে শুধু মুরগিফার্ম স্ট্যান্ড এলাকা থে‌কে চাঁদা তোলা হ‌চ্ছে। ত‌বে এর কোন সঠিক হিসাব নাই। এস‌ব বিষ‌য়ে জান‌তে চাইলে হুমকি-ধমকির সম্মু‌খিন হ‌তে হচ্ছে তাদের। এদিকে আগামী ১০ দি‌নের ম‌ধ্যে সমস্ত কিছুর হিসাব-নিকাশ ক‌রে ব‌্যাং‌কে টাকা জমা না দি‌লে শ্রমিক‌দের পক্ষ থে‌কে মামলা দেওয়া হ‌বে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।এ সময় শ্রমিক নেতা আলমগীর আল মামুন, সাজ্জাদ মোল্লা ওর‌ফে শরু, জাহাঙ্গীর, আরাফাত খোন্দকার, খোকন প্রামা‌নিকসহ অ‌নে‌কে উপ‌স্থিত ছি‌লেন।

এদি‌কে চল‌তি মা‌সের ৫ ন‌ভেম্বর রাজবাড়ী জেলা বাস মি‌নিবাস ও কোচ সড়ক প‌রিবহন শ্রমিক ইউনিয়‌নের কার্যাল‌য়ে সংগঠ‌নের সভাপ‌তি/সম্পাদকসহ তিন নেতার বিরু‌দ্ধে সা‌ড়ে ১০ কো‌টি টাকা দূর্নী‌তির মিথ‌্যা, ষড়যন্ত্রমূলক ও ভি‌ত্তিহীন সংবাদ প্রকা‌শের প্রতিবা‌দে সাংবা‌দিক স‌ম্মেলন  ক‌রে শ্রমিক নেতারা।

এ সময় জেলা বাস মি‌নিবাস ও কোচ সড়ক প‌রিবহন শ্রমিক ইউনিয়‌ন (রে‌জিঃ নং-ঢাকা-২২৮৪)’র সভাপ‌তি মোঃ র‌কিবুল ইসলাম পিন্টু, সহ-সভাপ‌তি তোফা‌জ্জেল হো‌সেন টুকাই, সাধারন সম্পাদক আব্দুর র‌শিদ, সাধারন সম্পাদক আশরাফ প্রামা‌নিক, কোষাধ‌্যক্ষ ইব্রা‌হিম মোল্লা সহ অ‌নেকে উপ‌স্থিত ছি‌লেন।

সাংবা‌দ স‌ম্মেল‌নে সভাপতি র‌কিবুল ইসলাম পিন্টু ব‌লেন, চল‌তি বছ‌রের গত ৮ অ‌ক্টোবর ফর‌দিপুরের একটি প্রকাশিত স্থানীয় দৈ‌নিক আজ‌কের সারা‌দেশ প‌ত্রিকায় “রাজবাড়ী মোটর‌ শ্রমিক ইউনিয়‌নের টাকা মে‌রে ৩ নেতা কো‌টিপ‌তি” এই শি‌রোনা‌মে এক‌টি সংবাদ প্রকা‌শিত হয়। যা সম্পূর্ণ মিথ‌্যা, ভি‌ত্তিহীন ও বা‌নোয়াট। এক‌টি কুচ‌ক্রি মহল ষড়যন্ত্র ক‌রে তা‌দের ও সংগঠ‌নের সম্মান হানি কর‌তে এই মিথ‌্যা সংবাদ প্রকাশ ক‌রেছে এবং ষড়যন্ত্র করছে। যারা উদ্দে‌শ্যে প্রণো‌দিত ভা‌বে এই ষড়যন্ত্র লিপ্ত রয়েছে, তা‌দের বিরু‌দ্ধে আইনগত ব‌্যবস্থা গ্রহন কর‌বেন ব‌লেও জানান তিনি।

এদি‌কে আজ‌কে শ্রমিক‌ সংগঠনের নেতারা সংবাদ স‌ম্মেল‌নে করা অ‌নিয়ম, দূর্নী‌তি ও নির্বাচন না করা সহ যে সকল অ‌ভি‌যোগ করেছেন সম্পূর্ণ মিথ‌্যা ব‌লে দা‌বি ক‌রে‌ছেন সভাপ‌তি র‌কিবুল ইসলাম পিন্টু।