০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ ঘন কুয়াশায় ১১ ঘন্টা ফেরি চলেনি, মানুষের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে তৃতীয় দফায় ১১ ঘন্টার মতো ফেরি চলাচল বন্ধ ছিল। এর আগে দুই দিনে আরো ১২ ঘন্টার মতো ফেরি চলাচল বন্ধ ছিল। এতে উভয় ঘাটে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। দুর্ভোগে পড়েন যানবাহনের অসংখ্য যাত্রী ও চালকেরা।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, সোমবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সাথে কুয়াশা বাড়তে থাকলে ফেরি চালকরা সামনের কিছু দেখতে না পেয়ে উভয় ঘাট কর্তৃপক্ষকে অবগত করেন। পরে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে রাত ১১টার আগে ফেরি চলাচল বন্ধ করে দেন। ১১ ঘন্টা পর মঙ্গলবার বেলা ১০টার দিকে কুয়াশা কম দেখে কর্তৃপক্ষ ফেরি চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। এর আগে ১১টি ফেরি দৌলতদিয়া ঘাটের কাছে নোঙর করে থাকতে বাধ্য হয়। ফেরি বন্ধের কারণে উভয় ঘাটে মহাসড়কে কয়েক কিলোমিটার করে যানজট তৈরী হয়। এতে দুর্ভোগের কবলে পড়েন যানবাহনের চালক ও যাত্রী সাধারণ।

মঙ্গলবার সকালে দুই ঘন্টা দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ঘাটে ছোট-বড় মিলে ১১টি ফেরি নোঙর করে আছে। কিছু ফেরি যানবাহন লোড করে, কিছু খালি বসে আছে। থেকে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় তিন কিলোমিটার লম্বা স্থানীয় ইউনিয়ন পরিষদ পর্যন্ত গাড়ির সিরিয়াল। সিরিয়ালে দুইটি লাইন তৈরী হয়েছে। এতে আগের দিন আসা ঢাকাগামী যাত্রীবাহি নৈশ কোচ, পচনশীল দ্রব্যের পন্যবাহি গাড়ি সহ বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে। খুলনা থেকে আসা অসুস্থ্য এক শিশুর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ফেরিঘাটে দীর্ঘক্ষণ আটকে থাকায় মারা যান বলে আটকে থাকা যাত্রীরা জানায়।

ঢাকার একটি কুরিয়ার কোম্পানীতে চাকুরী করেন বাগেরহাটের সিরাজ আল মামুন বলেন, সোমবার রাত দুইটার দিকে ইউনিক পরিবহনে ঘাটে এসে যানজটে আটকা পড়ে আছি। আমাদের মতো আরো অনেকেই ঘাটে আটকে রয়েছে। এছাড়া সারারাত আটকে থাকায় এখানে শৌচাগারের সমস্যা, খাবারেও সমস্যা রয়েছে। খাবার দোকান থেকে বেশি দামে কিনতে হচ্ছে। এ ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে।

খুলনা থেকে আসা মো. সাকিব নামের এক যাত্রী বলেন, সোমবার রাত ১টার দিকে ঘাটে যানজটে আটকা পড়ি। পরে জানতে পারি কুয়াশায় ফেরি বন্ধ রয়েছে। বেলা ১০টার দিকে ফেরি ছাড়লে যানজটে আটকে থাকা বাস ফেলে ফেরিতে এসে উঠে পড়েছি। ভোগান্তি থেকে রেহাই পেতে স্থানীয় প্রশাসনের কিছু উদ্যোগ নেওয়া দরকার।

চুয়াডাঙ্গার দর্শনা থেকে আসা পূর্বাসা পরিবহন চালক আসাদুজ্জামান বলেন, সোমবার রাত ৮টায় চুয়াডাঙ্গা থেকে রওয়ানা করে ১১টার দিকে ফেরিঘাটে পৌছে জানতে পারি ফেরি বন্ধ হয়ে গেছে। প্রায় ১২ ঘন্টা ধরে ঘাটে আটকে আছি। সারারাত বাসের মধ্যে বসে থেকে সময় পার করছি। যাত্রীরাও রাত জেগে থাকায় ক্লান্ত হয়ে পড়েছে। বিশেষ করে নারী যাত্রীদের শৌচাগার সহ নানা ধরনের সমস্যায় পড়তে হয়েছে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোন্নাফ মোল্লা বলেন, ফেরিঘাটে আটকে যাত্রীদের দুর্ভোগ নিশ্চিত করতে এবং কেউ যাতে ট্রলারে নদী পাড়ি দিতে না পেরে এ কাজে নৌপুলিশ সর্বদা ব্যস্ত ছিল।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ ঘন কুয়াশায় ১১ ঘন্টা ফেরি চলেনি, মানুষের দুর্ভোগ

পোস্ট হয়েছেঃ ১০:৩৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে তৃতীয় দফায় ১১ ঘন্টার মতো ফেরি চলাচল বন্ধ ছিল। এর আগে দুই দিনে আরো ১২ ঘন্টার মতো ফেরি চলাচল বন্ধ ছিল। এতে উভয় ঘাটে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। দুর্ভোগে পড়েন যানবাহনের অসংখ্য যাত্রী ও চালকেরা।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, সোমবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সাথে কুয়াশা বাড়তে থাকলে ফেরি চালকরা সামনের কিছু দেখতে না পেয়ে উভয় ঘাট কর্তৃপক্ষকে অবগত করেন। পরে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে রাত ১১টার আগে ফেরি চলাচল বন্ধ করে দেন। ১১ ঘন্টা পর মঙ্গলবার বেলা ১০টার দিকে কুয়াশা কম দেখে কর্তৃপক্ষ ফেরি চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। এর আগে ১১টি ফেরি দৌলতদিয়া ঘাটের কাছে নোঙর করে থাকতে বাধ্য হয়। ফেরি বন্ধের কারণে উভয় ঘাটে মহাসড়কে কয়েক কিলোমিটার করে যানজট তৈরী হয়। এতে দুর্ভোগের কবলে পড়েন যানবাহনের চালক ও যাত্রী সাধারণ।

মঙ্গলবার সকালে দুই ঘন্টা দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ঘাটে ছোট-বড় মিলে ১১টি ফেরি নোঙর করে আছে। কিছু ফেরি যানবাহন লোড করে, কিছু খালি বসে আছে। থেকে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় তিন কিলোমিটার লম্বা স্থানীয় ইউনিয়ন পরিষদ পর্যন্ত গাড়ির সিরিয়াল। সিরিয়ালে দুইটি লাইন তৈরী হয়েছে। এতে আগের দিন আসা ঢাকাগামী যাত্রীবাহি নৈশ কোচ, পচনশীল দ্রব্যের পন্যবাহি গাড়ি সহ বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে। খুলনা থেকে আসা অসুস্থ্য এক শিশুর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ফেরিঘাটে দীর্ঘক্ষণ আটকে থাকায় মারা যান বলে আটকে থাকা যাত্রীরা জানায়।

ঢাকার একটি কুরিয়ার কোম্পানীতে চাকুরী করেন বাগেরহাটের সিরাজ আল মামুন বলেন, সোমবার রাত দুইটার দিকে ইউনিক পরিবহনে ঘাটে এসে যানজটে আটকা পড়ে আছি। আমাদের মতো আরো অনেকেই ঘাটে আটকে রয়েছে। এছাড়া সারারাত আটকে থাকায় এখানে শৌচাগারের সমস্যা, খাবারেও সমস্যা রয়েছে। খাবার দোকান থেকে বেশি দামে কিনতে হচ্ছে। এ ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে।

খুলনা থেকে আসা মো. সাকিব নামের এক যাত্রী বলেন, সোমবার রাত ১টার দিকে ঘাটে যানজটে আটকা পড়ি। পরে জানতে পারি কুয়াশায় ফেরি বন্ধ রয়েছে। বেলা ১০টার দিকে ফেরি ছাড়লে যানজটে আটকে থাকা বাস ফেলে ফেরিতে এসে উঠে পড়েছি। ভোগান্তি থেকে রেহাই পেতে স্থানীয় প্রশাসনের কিছু উদ্যোগ নেওয়া দরকার।

চুয়াডাঙ্গার দর্শনা থেকে আসা পূর্বাসা পরিবহন চালক আসাদুজ্জামান বলেন, সোমবার রাত ৮টায় চুয়াডাঙ্গা থেকে রওয়ানা করে ১১টার দিকে ফেরিঘাটে পৌছে জানতে পারি ফেরি বন্ধ হয়ে গেছে। প্রায় ১২ ঘন্টা ধরে ঘাটে আটকে আছি। সারারাত বাসের মধ্যে বসে থেকে সময় পার করছি। যাত্রীরাও রাত জেগে থাকায় ক্লান্ত হয়ে পড়েছে। বিশেষ করে নারী যাত্রীদের শৌচাগার সহ নানা ধরনের সমস্যায় পড়তে হয়েছে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোন্নাফ মোল্লা বলেন, ফেরিঘাটে আটকে যাত্রীদের দুর্ভোগ নিশ্চিত করতে এবং কেউ যাতে ট্রলারে নদী পাড়ি দিতে না পেরে এ কাজে নৌপুলিশ সর্বদা ব্যস্ত ছিল।