০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গাছ রোপন করেই ঈদ উদযাপন করছেন গোয়ালন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা

মইনুল হক, গোয়ালন্দঃ ঈদের ছুটিতে কোরবানী শেষে আর কোন কর্মসূচি রাখেননি তারা। সবুজ বনায়ন করতে হবে, অক্সিজেন বাড়াতে হবে। তার আলোকে অনলাইন ভিত্তিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গোয়ালন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক কর্মীরা ঈদের পরদিন থেকে গোয়ালন্দের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, মসজিদ, মাদ্রাসা, রাস্তা ঘাটে বিভিন্ন ফলদ ও ঔষধি গাছ বোপন করছেন।

সংগঠনের সদস্যরা জানান, গোয়ালন্দ ফাউন্ডেশনের অনেক স্বেচ্ছাসেবক দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীসহ নিজ প্রতিষ্ঠানে ব্যস্ত সময় কাটান। ঈদের ছুটিতে আনন্দ উপভোগ করতে আসেন নিজ এলাকায় জন্মভূমিতে। এবার তারা ভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন বৃক্ষ রোপন করার। গোয়ালন্দ উপজেলায় পাঁচ শতাধিক গাছে রোপনের কর্মসূচি হাতে নিয়েছেন তারা।

সংগঠনের সদস্য, প্রকৌশলী ফকির আব্দুল মান্নান বলেন, “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের এই কর্মসূচি হাতে নিয়েছি। বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে জনসংখ্যার অধিক চাপে পড়ে বেশিরভাগই ফসলি জমি উজাড় করে তৈরি করা হচ্ছে ঘরবাড়ি ও প্রতিষ্ঠান। প্রতিনিয়ত কাটা হচ্ছে গাছপালা। এভাবে গাছপালা ও ফসলি জমি বিলীন হতে থাকলে প্রাকৃতিক দুর্যোগে দেশ ক্ষতিগ্রস্ত হবে।

শুধু তাই নয়, খাদ্য সমস্যাও একসময় প্রকট আকার ধারণ করবে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। আগের দিনে চারদিকে যে গাছপালা দেখা যেত, তার তিন ভাগের একভাগও এখন দেখা যায় না। এমন চলতে থাকলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। এমনিতে বর্ষা মৌসুমে দেশের বেশিরভাগ অঞ্চলই পানিতে প্লাবিত হয়।

সদস্য ফজলুল হক বলেন, দেশটা আগের মতো আর নেই। আমাদের এ দেশকে সবুজ-শ্যামল বলা হতো তার বেশিরভাগ ছিল চারদিকে ঘন গাছপালা আর সবুজের সমারোহ। এখন সেই সবুজ-শ্যামল রূপ চোখে পড়ে না। গাছপালা ও ফসলি জমি ধ্বংসের কারণে পাখ পাখালিও আগের মতো আর তেমন দেখা যায় না। গাছপালা কাটার ফলে পাখিদের আশ্রয়স্থল কমে যাচ্ছে। অতিথি পাখির আগমনও কমে গেছে।  তাই পরিবেশগত সমস্যা দৈনন্দিন বেড়েই চলেছে।

সংগঠনের শোয়েব হাসান বলেন, বৃক্ষরোপণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে বৃক্ষের পরিচর্যা করতে হবে। তাতে করে মানবজাতি ও প্রাণীকুলের বৃহত্তর কল্যাণ সাধিত হবে। এছাড়াও ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে বৃক্ষরোপণ তথা বনায়নের বিকল্প নেই। গাছবিহীন পৃথিবী এক মুহূর্তও অসম্ভব। মানুষের যাপিত জীবনের সব কিছুই গাছকে ঘিরে। গাছ নিধন হলে গাছ শুধু একাই মরে না। মানুষসহ প্রায় সব প্রাণসত্তার জন্যই ঝুঁকি ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়ায়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার, স্বেচ্ছাসেবক ফকির আবদুল মান্নান, আশরাফুল আলম, ফজলুল হক, জহিরুল হক লাভলু, মাহমুদ হোসাইন,  সিরাজুল ইসলাম, নাসির উদ্দিন রনি, শোয়েব হাসান, উজ্জল মাহমুদ প্রিন্স, ইমদাদুল হক মিলন, আমিনুল ইসলাম পিয়াল, শফিক মন্ডল, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম রুবেল, তাহারিন, নাসরিন আক্তার ইতি প্রমুখ।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গাছ রোপন করেই ঈদ উদযাপন করছেন গোয়ালন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা

পোস্ট হয়েছেঃ ০৮:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩

মইনুল হক, গোয়ালন্দঃ ঈদের ছুটিতে কোরবানী শেষে আর কোন কর্মসূচি রাখেননি তারা। সবুজ বনায়ন করতে হবে, অক্সিজেন বাড়াতে হবে। তার আলোকে অনলাইন ভিত্তিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গোয়ালন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক কর্মীরা ঈদের পরদিন থেকে গোয়ালন্দের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, মসজিদ, মাদ্রাসা, রাস্তা ঘাটে বিভিন্ন ফলদ ও ঔষধি গাছ বোপন করছেন।

সংগঠনের সদস্যরা জানান, গোয়ালন্দ ফাউন্ডেশনের অনেক স্বেচ্ছাসেবক দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীসহ নিজ প্রতিষ্ঠানে ব্যস্ত সময় কাটান। ঈদের ছুটিতে আনন্দ উপভোগ করতে আসেন নিজ এলাকায় জন্মভূমিতে। এবার তারা ভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন বৃক্ষ রোপন করার। গোয়ালন্দ উপজেলায় পাঁচ শতাধিক গাছে রোপনের কর্মসূচি হাতে নিয়েছেন তারা।

সংগঠনের সদস্য, প্রকৌশলী ফকির আব্দুল মান্নান বলেন, “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের এই কর্মসূচি হাতে নিয়েছি। বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে জনসংখ্যার অধিক চাপে পড়ে বেশিরভাগই ফসলি জমি উজাড় করে তৈরি করা হচ্ছে ঘরবাড়ি ও প্রতিষ্ঠান। প্রতিনিয়ত কাটা হচ্ছে গাছপালা। এভাবে গাছপালা ও ফসলি জমি বিলীন হতে থাকলে প্রাকৃতিক দুর্যোগে দেশ ক্ষতিগ্রস্ত হবে।

শুধু তাই নয়, খাদ্য সমস্যাও একসময় প্রকট আকার ধারণ করবে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। আগের দিনে চারদিকে যে গাছপালা দেখা যেত, তার তিন ভাগের একভাগও এখন দেখা যায় না। এমন চলতে থাকলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। এমনিতে বর্ষা মৌসুমে দেশের বেশিরভাগ অঞ্চলই পানিতে প্লাবিত হয়।

সদস্য ফজলুল হক বলেন, দেশটা আগের মতো আর নেই। আমাদের এ দেশকে সবুজ-শ্যামল বলা হতো তার বেশিরভাগ ছিল চারদিকে ঘন গাছপালা আর সবুজের সমারোহ। এখন সেই সবুজ-শ্যামল রূপ চোখে পড়ে না। গাছপালা ও ফসলি জমি ধ্বংসের কারণে পাখ পাখালিও আগের মতো আর তেমন দেখা যায় না। গাছপালা কাটার ফলে পাখিদের আশ্রয়স্থল কমে যাচ্ছে। অতিথি পাখির আগমনও কমে গেছে।  তাই পরিবেশগত সমস্যা দৈনন্দিন বেড়েই চলেছে।

সংগঠনের শোয়েব হাসান বলেন, বৃক্ষরোপণের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে বৃক্ষের পরিচর্যা করতে হবে। তাতে করে মানবজাতি ও প্রাণীকুলের বৃহত্তর কল্যাণ সাধিত হবে। এছাড়াও ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে বৃক্ষরোপণ তথা বনায়নের বিকল্প নেই। গাছবিহীন পৃথিবী এক মুহূর্তও অসম্ভব। মানুষের যাপিত জীবনের সব কিছুই গাছকে ঘিরে। গাছ নিধন হলে গাছ শুধু একাই মরে না। মানুষসহ প্রায় সব প্রাণসত্তার জন্যই ঝুঁকি ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়ায়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার, স্বেচ্ছাসেবক ফকির আবদুল মান্নান, আশরাফুল আলম, ফজলুল হক, জহিরুল হক লাভলু, মাহমুদ হোসাইন,  সিরাজুল ইসলাম, নাসির উদ্দিন রনি, শোয়েব হাসান, উজ্জল মাহমুদ প্রিন্স, ইমদাদুল হক মিলন, আমিনুল ইসলাম পিয়াল, শফিক মন্ডল, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম রুবেল, তাহারিন, নাসরিন আক্তার ইতি প্রমুখ।