০১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন ভূমি অফিসের তিনজন করোনা পজিটিভ শনাক্ত

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দে বুধবার নতুন করে আরো ৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এরা হলেন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত তিন কর্মচারী। এদের মধ্যে দুই জনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলায় ও এক জনের বাড়ি গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া এলাকায়। উপজেলা স্বাস্থ্য বিভাগ সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল, চিকিৎসা কর্মকর্তা সামিউল হুদা জানান, গত ১১ জুন উজানচর ভুমি অফিসে কর্মরতদের সহ ১১ জনের করোনার নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালী আইসিডিডিআরবি-তে পাঠানো হয়। তার মধ্যে বুধবার (১৭ জুন) দুপুরে তিন জনের করোনার পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে ৪৩ বছর বয়সী একজনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া, ৩০ বছর বয়সী আরেকজনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর এবং ২৭ বছর বয়সী অপরজনের বাড়ি গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া এলাকায়। তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ রাজবাড়ী মেইলকে জানান, এ পর্যন্ত গোয়ালন্দ উপজেলায় মোট ৪১৮ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৩৮১ জনের রিপোর্ট আমাদের হাতে এসে পৌছেছে। বাকি ৩৭ জনের রিপোর্ট এখনো হাতে এসে পৌছেনি। এর মধ্যে নতুন করে ৩ জন করোনা আক্রান্ত হলো। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩০ জন। যাদের মধ্যে ২৮ জনের নমুনা গোয়ালন্দ থেকে এবং ২ জনের নমুনা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেওয়া হয়। বর্তমানে ১৩ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন এবং বাকি সবাই সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে এবং এক জন মারা গেছেন।

এর আগে গত ৮ জুন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল-মামুন করোনায় পজিটিভ হিসেবে শনাক্ত হন। এরপর থেকে তিনি সরকারি বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করেন। পরদিন এসিল্যান্ডের সংষ্পর্শে থাকা তাঁর গাড়ি চালকসহ জরুরীভাবে ৫ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে ১১ জুন ভূমি কার্যালয়ের নৈশ প্রহরীর করোনা পজিটিভ শনাক্ত হন।

এদিকে গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল-মামুন গত সোমবার (১৫ জুন) পুনরায় করোনার নমুনা দিলে পরদিন মঙ্গলবার রাতেই তাঁর ফলাফল নেগেটিভ আসে। বর্তমানে তিনি সুস্থ্য আছেন এবং ভালো আছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়রের বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগ

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন ভূমি অফিসের তিনজন করোনা পজিটিভ শনাক্ত

পোস্ট হয়েছেঃ ০৪:০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দে বুধবার নতুন করে আরো ৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এরা হলেন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত তিন কর্মচারী। এদের মধ্যে দুই জনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলায় ও এক জনের বাড়ি গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া এলাকায়। উপজেলা স্বাস্থ্য বিভাগ সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল, চিকিৎসা কর্মকর্তা সামিউল হুদা জানান, গত ১১ জুন উজানচর ভুমি অফিসে কর্মরতদের সহ ১১ জনের করোনার নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালী আইসিডিডিআরবি-তে পাঠানো হয়। তার মধ্যে বুধবার (১৭ জুন) দুপুরে তিন জনের করোনার পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে ৪৩ বছর বয়সী একজনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া, ৩০ বছর বয়সী আরেকজনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর এবং ২৭ বছর বয়সী অপরজনের বাড়ি গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া এলাকায়। তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ রাজবাড়ী মেইলকে জানান, এ পর্যন্ত গোয়ালন্দ উপজেলায় মোট ৪১৮ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৩৮১ জনের রিপোর্ট আমাদের হাতে এসে পৌছেছে। বাকি ৩৭ জনের রিপোর্ট এখনো হাতে এসে পৌছেনি। এর মধ্যে নতুন করে ৩ জন করোনা আক্রান্ত হলো। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৩০ জন। যাদের মধ্যে ২৮ জনের নমুনা গোয়ালন্দ থেকে এবং ২ জনের নমুনা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেওয়া হয়। বর্তমানে ১৩ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন এবং বাকি সবাই সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে এবং এক জন মারা গেছেন।

এর আগে গত ৮ জুন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল-মামুন করোনায় পজিটিভ হিসেবে শনাক্ত হন। এরপর থেকে তিনি সরকারি বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করেন। পরদিন এসিল্যান্ডের সংষ্পর্শে থাকা তাঁর গাড়ি চালকসহ জরুরীভাবে ৫ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে ১১ জুন ভূমি কার্যালয়ের নৈশ প্রহরীর করোনা পজিটিভ শনাক্ত হন।

এদিকে গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল-মামুন গত সোমবার (১৫ জুন) পুনরায় করোনার নমুনা দিলে পরদিন মঙ্গলবার রাতেই তাঁর ফলাফল নেগেটিভ আসে। বর্তমানে তিনি সুস্থ্য আছেন এবং ভালো আছেন।