০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ফেস্টুন ভেঙ্গে ফেলার প্রতিবাদে আ.লীগ ও যুবলীগের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্যের পক্ষে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও তোরণ ভাঙচুর, কাটা-ছেঁড়া ও অবমাননার প্রতিবাদে উপজেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে। গোয়ালন্দ বাজার শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব সংলগ্ন শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করে।

অপরদিকে মাত্র ত্রিশ মিনিটের ব্যবধানে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলার বিষয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ ঘটনায় স্থানীয় রাজনীতি অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় যুবলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীকে জেলা আ.লীগের সভাপতি দাবী করে দলীয় নেতৃবৃন্দ ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করে। গত ১৪ সেপ্টেম্বর ভোরে উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। দলীয় নেতৃবৃন্দ যখন শোকে কাতর তখন ওইদিন রাতে কিছু যুবক মহাসড়কে থাকা ব্যানার, ফেস্টুন ও তোরণ কেটে-ছিড়ে নষ্ট করে ফেলে। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননা করা হয়েছে। এ ঘৃণ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানায়।

উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস মোল্লার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সহসভাপতি এনায়েত হোসেন জাকির, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা গিয়াস, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিকদার আবুল হোসেন প্রমূখ। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন। সংহতি প্রকাশ করে পৌর যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মহিলা যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ঘটনায় উপজেলা যুবলীগ যুগ্ম-সম্পাদক ইমরানুর রহমান সজল বাদী হয়ে গত বুধবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করেছেন।

অপরদিকে দুপুর বারোটায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলার বিষয়ে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. নুরুজ্জামান মিয়া। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ লিখিত বক্তব্য পাঠ করেন। উপজেলা আ.লীগ জ্যেষ্ঠ সহসভাপতি মো. মোস্তফা মুন্সী, শহিদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আ.লীগ সভাপতি নুরুজ্জামান মিয়া বলেন, সম্প্রতি ঢাকার এক সাংবাদিক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বিলিত পোস্টার, ফেস্টুন ছেড়া নিয়ে ফেসবুকে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও গোয়ালন্দ পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডলকে জড়িয়ে ষ্ট্যাটাস দেয়। এ ধরনের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আজকের এ সংবাদ সম্মেলন। এ ধরনের ন্যাক্কারজনক কাজের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানানো হয়।

একদিনে আ.লীগ ও সহযোগী সংগঠন যুবলীগের পৃথক সংবাদ সম্মেলনের কারণ হিসেবে দলীয় অভ্যন্তরীন কোন্দলের বহি প্রকাশ কিনা জানতে চাইলে আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, আমরা সম্মিলিতভাবে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম। অথচ যুবলীগ আমাদের আগে পৃথকভাবে সংবাদ সম্মেলন করেছে যা মোটেও ঠিক হয়নি। প্রয়োজনে বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানানো হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ফেস্টুন ভেঙ্গে ফেলার প্রতিবাদে আ.লীগ ও যুবলীগের সংবাদ সম্মেলন

পোস্ট হয়েছেঃ ০৭:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্যের পক্ষে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও তোরণ ভাঙচুর, কাটা-ছেঁড়া ও অবমাননার প্রতিবাদে উপজেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে। গোয়ালন্দ বাজার শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব সংলগ্ন শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করে।

অপরদিকে মাত্র ত্রিশ মিনিটের ব্যবধানে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলার বিষয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ ঘটনায় স্থানীয় রাজনীতি অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় যুবলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীকে জেলা আ.লীগের সভাপতি দাবী করে দলীয় নেতৃবৃন্দ ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করে। গত ১৪ সেপ্টেম্বর ভোরে উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। দলীয় নেতৃবৃন্দ যখন শোকে কাতর তখন ওইদিন রাতে কিছু যুবক মহাসড়কে থাকা ব্যানার, ফেস্টুন ও তোরণ কেটে-ছিড়ে নষ্ট করে ফেলে। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননা করা হয়েছে। এ ঘৃণ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানায়।

উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস মোল্লার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সহসভাপতি এনায়েত হোসেন জাকির, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা গিয়াস, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিকদার আবুল হোসেন প্রমূখ। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন। সংহতি প্রকাশ করে পৌর যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মহিলা যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ঘটনায় উপজেলা যুবলীগ যুগ্ম-সম্পাদক ইমরানুর রহমান সজল বাদী হয়ে গত বুধবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করেছেন।

অপরদিকে দুপুর বারোটায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন ছিড়ে ফেলার বিষয়ে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. নুরুজ্জামান মিয়া। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ লিখিত বক্তব্য পাঠ করেন। উপজেলা আ.লীগ জ্যেষ্ঠ সহসভাপতি মো. মোস্তফা মুন্সী, শহিদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আ.লীগ সভাপতি নুরুজ্জামান মিয়া বলেন, সম্প্রতি ঢাকার এক সাংবাদিক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বিলিত পোস্টার, ফেস্টুন ছেড়া নিয়ে ফেসবুকে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও গোয়ালন্দ পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডলকে জড়িয়ে ষ্ট্যাটাস দেয়। এ ধরনের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আজকের এ সংবাদ সম্মেলন। এ ধরনের ন্যাক্কারজনক কাজের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানানো হয়।

একদিনে আ.লীগ ও সহযোগী সংগঠন যুবলীগের পৃথক সংবাদ সম্মেলনের কারণ হিসেবে দলীয় অভ্যন্তরীন কোন্দলের বহি প্রকাশ কিনা জানতে চাইলে আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, আমরা সম্মিলিতভাবে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম। অথচ যুবলীগ আমাদের আগে পৃথকভাবে সংবাদ সম্মেলন করেছে যা মোটেও ঠিক হয়নি। প্রয়োজনে বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানানো হবে।