০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ৪৬১ মন্ডপে হবে দুর্গা পূজা, প্রতিমা তৈরী শেষে চলছে রং তুলির কাজ

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে এবছর ৪৬১টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা পুজা। এ উপলক্ষে জেলার প্রতিটি মন্ডপে চলছে প্রতিমা তৈরী শেষে সৌন্দর্য বর্ধন ও রং তুলির কাজ। নানা ধরনের পোষাক ও রংয়ের তুলিতে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমা গুলোকে।

‘এবছর শারদীয় দুর্গা মা আসবেন গজে বা হাতিতে চড়ে-প্রস্থান করবেন নৌকায়’ পৃথিবীতে মা’ আসলে সকল শ্রেনী পেশার মানুষের মঙ্গল কামনা হয়। সব ধরনের দুঃখ বিনাশ করে-সকলের মনে আনন্দ জাগাবেন, ধন সম্পদ দিয়ে দেশকে রক্ষা করবেন, বয়ে আনবেন শান্তির বার্তা। আর মায়ের আগমনে সকলের মঙ্গল হয় বলে তাদের এ আয়োজনে শত কষ্টের মধ্যেও আনন্দ বিরাজ করে। আগামী ১অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। এ উপলক্ষে জেলার ৪৬১টি পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরী শেষে নানা রংয়ের পোষাক ও রংয়ের আচড়ে সৌন্দর্য বর্ধনের কাজ। অক্টোবরের প্রথম দিন থেকে এ শারদীয় পূজা উৎসব আয়োজনকে ঘিরে চলছে সব ধরনের প্রস্তুতি। শেষ মূহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত থাকতে দেখা গেছে প্রতিমা নির্মান কৌশলীদের। পূজার প্রতিমা গুলোকে আকর্ষনীয় করতে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন প্রতিমা কারিগররা।

প্রতিমা কারিগররা বলেন, মন্ডপ গুলোতে তারা প্রতিমা তৈরী শেষে নানা ধরনের পোষাক ও নানা রংয়ের রং তুলিতে প্রতিটি প্রতিমাকে সাজিয়ে তুলছেন। আগামী ১অক্টোবর থেকে শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে রাত দিন প্রতিমা কারিগররা ব্যাস্ত রয়েছেন। গত বছরের চাইতে এ বছর তাদের আয়োজন বড় করে করছেন। মা’ এবার হাতিতে চড়ে আসবেন-নৌকায় চড়ে প্রস্থান করবেন। মা আসলে সকল অনিষ্ট দূর হয়, বয়ে আনে সকলের মঙ্গল কামনা বলে জানান তারা।

রাজবাড়ী শহরের রাধা গোবিন্দ যুগল মন্দিরের সেবাইত বিকাশ কৃষœ দাস বলেন, এবছর শারদীয় দুর্গা মা আসবেন গজে বা হাতিতে চড়ে-প্রস্থান করবেন নৌকায় ’দুর্গা মা’ পৃথিবীতে আসলে সকল মানুষের মঙ্গল কামনা হয়। সব ধরনের দুঃখ বিনাশ করে-সকলের মনে আনন্দ জাগায়। ধন সম্পদ দিয়ে দেশকে রক্ষা করবেন,অনিষ্টকে দুওে ঠেলে বয়ে আনবেন শান্তির বার্তা।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে ৪৬১ মন্ডপে হবে দুর্গা পূজা, প্রতিমা তৈরী শেষে চলছে রং তুলির কাজ

পোস্ট হয়েছেঃ ১০:২৭:২১ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে এবছর ৪৬১টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা পুজা। এ উপলক্ষে জেলার প্রতিটি মন্ডপে চলছে প্রতিমা তৈরী শেষে সৌন্দর্য বর্ধন ও রং তুলির কাজ। নানা ধরনের পোষাক ও রংয়ের তুলিতে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমা গুলোকে।

‘এবছর শারদীয় দুর্গা মা আসবেন গজে বা হাতিতে চড়ে-প্রস্থান করবেন নৌকায়’ পৃথিবীতে মা’ আসলে সকল শ্রেনী পেশার মানুষের মঙ্গল কামনা হয়। সব ধরনের দুঃখ বিনাশ করে-সকলের মনে আনন্দ জাগাবেন, ধন সম্পদ দিয়ে দেশকে রক্ষা করবেন, বয়ে আনবেন শান্তির বার্তা। আর মায়ের আগমনে সকলের মঙ্গল হয় বলে তাদের এ আয়োজনে শত কষ্টের মধ্যেও আনন্দ বিরাজ করে। আগামী ১অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। এ উপলক্ষে জেলার ৪৬১টি পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরী শেষে নানা রংয়ের পোষাক ও রংয়ের আচড়ে সৌন্দর্য বর্ধনের কাজ। অক্টোবরের প্রথম দিন থেকে এ শারদীয় পূজা উৎসব আয়োজনকে ঘিরে চলছে সব ধরনের প্রস্তুতি। শেষ মূহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত থাকতে দেখা গেছে প্রতিমা নির্মান কৌশলীদের। পূজার প্রতিমা গুলোকে আকর্ষনীয় করতে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন প্রতিমা কারিগররা।

প্রতিমা কারিগররা বলেন, মন্ডপ গুলোতে তারা প্রতিমা তৈরী শেষে নানা ধরনের পোষাক ও নানা রংয়ের রং তুলিতে প্রতিটি প্রতিমাকে সাজিয়ে তুলছেন। আগামী ১অক্টোবর থেকে শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে রাত দিন প্রতিমা কারিগররা ব্যাস্ত রয়েছেন। গত বছরের চাইতে এ বছর তাদের আয়োজন বড় করে করছেন। মা’ এবার হাতিতে চড়ে আসবেন-নৌকায় চড়ে প্রস্থান করবেন। মা আসলে সকল অনিষ্ট দূর হয়, বয়ে আনে সকলের মঙ্গল কামনা বলে জানান তারা।

রাজবাড়ী শহরের রাধা গোবিন্দ যুগল মন্দিরের সেবাইত বিকাশ কৃষœ দাস বলেন, এবছর শারদীয় দুর্গা মা আসবেন গজে বা হাতিতে চড়ে-প্রস্থান করবেন নৌকায় ’দুর্গা মা’ পৃথিবীতে আসলে সকল মানুষের মঙ্গল কামনা হয়। সব ধরনের দুঃখ বিনাশ করে-সকলের মনে আনন্দ জাগায়। ধন সম্পদ দিয়ে দেশকে রক্ষা করবেন,অনিষ্টকে দুওে ঠেলে বয়ে আনবেন শান্তির বার্তা।