০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে আদালতে দ্বিতীয় স্বামীর জবানবন্দী

  • রাজবাড়ী মেইল ডেস্ক
  • পোস্ট হয়েছেঃ ১২:০০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • ১৭০ জন পড়েছেনঃ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় সাবেক স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মকিম মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি। বুধবার বিকেলে রাজবাড়ীর ২ নম্বর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুধাংশু শেখর রায়ের কাছে তিনি ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন। মাত্র ২৪ ঘন্টার মধ্যে পুলিশ রহস্য উদঘাটন করা সহ মূল আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

এর আগে গত সোমবার সকালে কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের শ্রীপুর গ্রামের কাশমিয়া বিলের পাড় থেকে মকিম মোল্লার স্ত্রী নাজমা খাতুন ওরফে মাঞ্জুয়ারার (৪২) লাশ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত মকিম মোল্লার (৪৫) বাড়ি উপজেলার চরকুলটিয়া গ্রামে। নিহত নাজমা খাতুন একই ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গী গ্রামের মানিক মণ্ডলের মেয়ে। এ হত্যাকাণ্ডের ঘটনায় নাজমার ভাই ইমান আলী মণ্ডল বাদী হয়ে কালুখালী থানায় হত্যা মামলা করেন।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে গাজীপুর থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে মকিম মোল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর তাঁকে আদালতে হাজির করা হলে সেখানে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বুধবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মকিম মোল্লা ছিলেন নাজমা খাতুনের দ্বিতীয় স্বামী। তাঁর কাছ থেকে জমি বন্ধক নেওয়ার কথা বলে দেড় লাখ টাকা নিয়েছিলেন নাজমা। সেই টাকা পরিশোধ না করেই মকিমকে তিন বছর আগে ডিভোর্স দেন তিনি। এরপর থেকে নাজমা গাজীপুরে পোশাক কারখানায় চাকরি শুরু করেন। মকিমও আরেক স্ত্রী নিয়ে গাজীপুরে পোশাক কারখানায় চাকরি নেন। সপ্তাহখানেক আগে নাজমা খাতুন গ্রামে বাবার বাড়িতে আসেন। ঘটনার আগের দিন মৌরাট ইউনিয়নের বাগদুলে বোনের বাড়িতে পাওনা টাকা আনতে যান তিনি।

সূত্র আরো জানায়, বোনের বাড়ি থেকে ফেরার সময় মকিম মোল্লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হয় নাজমা খাতুনের। পরে সোনাপুর মোড়ে দুজনের দেখা হয়। গল্প করতে করতে নাজমাকে নির্জন স্থানে নিয়ে যান মকিম। একপর্যায়ে তাঁকে পেছন থেকে ঘাড়ের ওপর চাকু দিয়ে আঘাত করেন তিনি। এতে মাটিতে পড়ে যান নাজমা। এরপর মাটিতে ফেলে তাঁকে কুপিয়ে হত্যা করেন মকিম। পরে তিনি গাজীপুরে চলে যান। সোমবার সকালে নাজমার লাশ উদ্ধার করা হয়। মুঠোফোনের কললিস্ট ঘেঁটে গাজীপুর থেকে মকিমকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ।

রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জান জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে মাত্র ২০ ঘন্টার মধ্যেই মঞ্জু হত্যা মামলার রহস্য উদঘাটন এবং ঘাতককে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। তাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

সাবেক স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে আদালতে দ্বিতীয় স্বামীর জবানবন্দী

পোস্ট হয়েছেঃ ১২:০০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় সাবেক স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মকিম মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি। বুধবার বিকেলে রাজবাড়ীর ২ নম্বর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুধাংশু শেখর রায়ের কাছে তিনি ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন। মাত্র ২৪ ঘন্টার মধ্যে পুলিশ রহস্য উদঘাটন করা সহ মূল আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

এর আগে গত সোমবার সকালে কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের শ্রীপুর গ্রামের কাশমিয়া বিলের পাড় থেকে মকিম মোল্লার স্ত্রী নাজমা খাতুন ওরফে মাঞ্জুয়ারার (৪২) লাশ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত মকিম মোল্লার (৪৫) বাড়ি উপজেলার চরকুলটিয়া গ্রামে। নিহত নাজমা খাতুন একই ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গী গ্রামের মানিক মণ্ডলের মেয়ে। এ হত্যাকাণ্ডের ঘটনায় নাজমার ভাই ইমান আলী মণ্ডল বাদী হয়ে কালুখালী থানায় হত্যা মামলা করেন।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে গাজীপুর থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে মকিম মোল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর তাঁকে আদালতে হাজির করা হলে সেখানে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বুধবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মকিম মোল্লা ছিলেন নাজমা খাতুনের দ্বিতীয় স্বামী। তাঁর কাছ থেকে জমি বন্ধক নেওয়ার কথা বলে দেড় লাখ টাকা নিয়েছিলেন নাজমা। সেই টাকা পরিশোধ না করেই মকিমকে তিন বছর আগে ডিভোর্স দেন তিনি। এরপর থেকে নাজমা গাজীপুরে পোশাক কারখানায় চাকরি শুরু করেন। মকিমও আরেক স্ত্রী নিয়ে গাজীপুরে পোশাক কারখানায় চাকরি নেন। সপ্তাহখানেক আগে নাজমা খাতুন গ্রামে বাবার বাড়িতে আসেন। ঘটনার আগের দিন মৌরাট ইউনিয়নের বাগদুলে বোনের বাড়িতে পাওনা টাকা আনতে যান তিনি।

সূত্র আরো জানায়, বোনের বাড়ি থেকে ফেরার সময় মকিম মোল্লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হয় নাজমা খাতুনের। পরে সোনাপুর মোড়ে দুজনের দেখা হয়। গল্প করতে করতে নাজমাকে নির্জন স্থানে নিয়ে যান মকিম। একপর্যায়ে তাঁকে পেছন থেকে ঘাড়ের ওপর চাকু দিয়ে আঘাত করেন তিনি। এতে মাটিতে পড়ে যান নাজমা। এরপর মাটিতে ফেলে তাঁকে কুপিয়ে হত্যা করেন মকিম। পরে তিনি গাজীপুরে চলে যান। সোমবার সকালে নাজমার লাশ উদ্ধার করা হয়। মুঠোফোনের কললিস্ট ঘেঁটে গাজীপুর থেকে মকিমকে মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ।

রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জান জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে মাত্র ২০ ঘন্টার মধ্যেই মঞ্জু হত্যা মামলার রহস্য উদঘাটন এবং ঘাতককে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। তাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।