০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর পদ্মা নদীর সাড়ে ২২ কেজির পাঙ্গাশ বিক্রি হলো ২৯ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ পদ্মা নদীর সাড়ে ২২ কেজি ওজনের পাঙ্গাশ মাছ বিক্রি হলো ২৯ হাজার টাকা। রোববার সকালে রাজবাড়ী সদর উপজেলার গুদার বাজার এলাকার পদ্মা নদীতে জেলে মোনতাজ হালাদারের জালে মাছটি ধরা পড়ে। দৌলতদিয়া বাজারের মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা ও লাল চাঁদ খান ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৯ হাজার টাকায় কিনেন। মাছটি ফেরি ঘাটের পন্টুনের সাথে বেধে রেখেছেন।

জেলে মোনতাজ হালদার সাংবাদিকদের বলেন, অনেক দিন পর পদ্মা নদীতে এতবড় পাঙ্গাশের দেখা মিলল। বলা চলে এ বছর এই প্রথম এতবড় একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। আমরা গতকাল সারারাত নদীতে জাল টেনে কোন মাছ না পেয়ে হতাশ হয়েছিলাম। রাত শেষে ভোরের দিকে জালে আল্লাহ এমন একটি মাছ দিয়েছে যে এ মৌসুমের কষ্ট এক মাছে দূর হয়েছে। এ ধরনের মাছ মাঝে মধ্যে ধরা পড়লে জেলেদের দুখের দিন থাকতো না। মাছটি ২২ কেজি ৫০০ গ্রাম হয়েছে। সরাসরি প্রকাশ্যে ওজন দিয়ে নিলামে তুলে বিক্রি করা হয়েছে। হয়তো কেউ কেউ এ ধরনের মাছকে আরো ৪-৫ কেজি ওজন বেশি বলেও অন্যত্র বিক্রি করতো। কিন্তু আমরা তা করিনি।

দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা ও লাল চাঁদ আলী খাঁন বলেন, এই মৌসুমে এতবড় পাঙ্গাশ মাছ প্রথম ধরা পড়েছে। মাছটি পেয়ে জেলেদের সাথে আমরাও অনেক খুশি হয়েছি। কারন পদ্মা নদীর বড় বড় পাঙ্গাশ মাছ অনেকে প্রত্যাশা করে। এই মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৯ হাজর ২৫০ টাকায় কিনে বর্তমানে ৬ নম্বর ফেরি ঘাটের পন্টুনের সাথে বেঁেধ রেখেছি। কেজি প্রতি ১০০ থেকে ২০০ টাকা করে লাভ হলেই বিক্রি করে দিব। ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্রির জন্য মুঠোফোনে যোগাযোগ করে চলছি। এ ধরনের মাছ থেকে জেলেদের পাশাপাশি আমরাও ব্যবসায়িক হিসেবে লাভবান হবো।

গোয়ালন্দ উপজেলার জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান জেলেদের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, বর্ষা মৌসুমে নদী ভরাট হয়ে গেলে খাবারের জন্য বড় বড় মাছ মাঝ নদীতে চলে আসে। খাবারের জন্য বড় মাছগুলো সাধারণত ওজানের দিকে ছুটতে থাকে। আর তখন জেলেদের জালে মাছ ধরা পড়ে। সাড়ে ২২ কেজির পাঙ্গাশ মাছ ধরা পড়া অনেক সুখবর। এই বর্ষায় আরো ভালো মাছ ধরা পড়বে বলে তিনি আশাবাদী।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীর পদ্মা নদীর সাড়ে ২২ কেজির পাঙ্গাশ বিক্রি হলো ২৯ হাজার টাকায়

পোস্ট হয়েছেঃ ০১:৪১:২০ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ পদ্মা নদীর সাড়ে ২২ কেজি ওজনের পাঙ্গাশ মাছ বিক্রি হলো ২৯ হাজার টাকা। রোববার সকালে রাজবাড়ী সদর উপজেলার গুদার বাজার এলাকার পদ্মা নদীতে জেলে মোনতাজ হালাদারের জালে মাছটি ধরা পড়ে। দৌলতদিয়া বাজারের মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা ও লাল চাঁদ খান ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৯ হাজার টাকায় কিনেন। মাছটি ফেরি ঘাটের পন্টুনের সাথে বেধে রেখেছেন।

জেলে মোনতাজ হালদার সাংবাদিকদের বলেন, অনেক দিন পর পদ্মা নদীতে এতবড় পাঙ্গাশের দেখা মিলল। বলা চলে এ বছর এই প্রথম এতবড় একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। আমরা গতকাল সারারাত নদীতে জাল টেনে কোন মাছ না পেয়ে হতাশ হয়েছিলাম। রাত শেষে ভোরের দিকে জালে আল্লাহ এমন একটি মাছ দিয়েছে যে এ মৌসুমের কষ্ট এক মাছে দূর হয়েছে। এ ধরনের মাছ মাঝে মধ্যে ধরা পড়লে জেলেদের দুখের দিন থাকতো না। মাছটি ২২ কেজি ৫০০ গ্রাম হয়েছে। সরাসরি প্রকাশ্যে ওজন দিয়ে নিলামে তুলে বিক্রি করা হয়েছে। হয়তো কেউ কেউ এ ধরনের মাছকে আরো ৪-৫ কেজি ওজন বেশি বলেও অন্যত্র বিক্রি করতো। কিন্তু আমরা তা করিনি।

দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা ও লাল চাঁদ আলী খাঁন বলেন, এই মৌসুমে এতবড় পাঙ্গাশ মাছ প্রথম ধরা পড়েছে। মাছটি পেয়ে জেলেদের সাথে আমরাও অনেক খুশি হয়েছি। কারন পদ্মা নদীর বড় বড় পাঙ্গাশ মাছ অনেকে প্রত্যাশা করে। এই মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৯ হাজর ২৫০ টাকায় কিনে বর্তমানে ৬ নম্বর ফেরি ঘাটের পন্টুনের সাথে বেঁেধ রেখেছি। কেজি প্রতি ১০০ থেকে ২০০ টাকা করে লাভ হলেই বিক্রি করে দিব। ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্রির জন্য মুঠোফোনে যোগাযোগ করে চলছি। এ ধরনের মাছ থেকে জেলেদের পাশাপাশি আমরাও ব্যবসায়িক হিসেবে লাভবান হবো।

গোয়ালন্দ উপজেলার জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান জেলেদের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, বর্ষা মৌসুমে নদী ভরাট হয়ে গেলে খাবারের জন্য বড় বড় মাছ মাঝ নদীতে চলে আসে। খাবারের জন্য বড় মাছগুলো সাধারণত ওজানের দিকে ছুটতে থাকে। আর তখন জেলেদের জালে মাছ ধরা পড়ে। সাড়ে ২২ কেজির পাঙ্গাশ মাছ ধরা পড়া অনেক সুখবর। এই বর্ষায় আরো ভালো মাছ ধরা পড়বে বলে তিনি আশাবাদী।