মইনুল হক, রাজবাড়ীঃ মা ইলিশ সংরক্ষণ অভিযানে রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফ এর ২৫ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ইউনিয়নের ৪৬৭ জন নিবন্ধিত কার্ডধারী জেলের মধ্যে উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত ইউনিয়ন ট্রাস্কফোর্স কমিটির আয়োজনে ২৫ কেজি করে চাউল বিতরণ করা হয়।
চাউল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উজানচর ইউনিয়ন চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দায়িত্বরত ট্যাগ অফিসার লক্ষণ কুমার বিশ্বাস, ইউপি সচিব মো. ইব্রাহীম সরদার, পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবুল হোসেন ফকির, ইউপি সদস্য মো. ফরিদুজ্জামান, মো. রাসেল, মহিলা ইউপি সদস্য বাখেলাসহ স্থানীয় ব্যাক্তি বর্গ প্রমুখ।