Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ৭ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. ধর্ম ও জীবন
  8. আলোচিত খবর

রাজবাড়ীতে প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার প্রতিবন্ধী, আদালতে স্বীকারোক্তি

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ অক্টোবর ২০২৪, ৮:৫৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুল জেলা সড়ক পরিবহন মালিক সমিতি সংলগ্ন মধ্যপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির উদ্যোগে স্থাপিত পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের অভিযোগে পুলিশ রানাপদ সরকার (২৬) নামের এক বুদ্ধি প্রতিবন্ধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের খোলাবাড়ীয়া গ্রামের রতন কুমার সরকারের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী শেষে তাকে পরিবারের জিম্মায় প্রদান করা হয়।

বৃহস্পতিবার রাত ১০টায় পাঠানো জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের সজ্জনকান্দা এলাকা থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) রানাপদ সরকারকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে প্রতিমা ভাঙচুরের কথা স্বীকার করে। পরে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাঁকে আদালতে প্রেরণ করে। সে আদালতকে জানায়, পূজার ফুল সংগ্রহ করতে মঙ্গলবার ভোর ৫টার দিকে সজ্জনকান্দা মধ্যপাড়া যায়। ফুল সংগ্রহ শেষে কৌতুহল বশত পূজামণ্ডপে যায়। এসময় ধাক্কা লাগলে সে প্রতিমা গণেশের মাথা ভেঙ্গে ফেলে। পরে অবচেতন মনে অন্যান্য প্রতিমার মুখ ক্ষতিগ্রস্ত করে। এ ঘটনায় পূজা উদযাপন কমিটির সভাপতি সাধন দাস বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার জানান, প্রতিমা ভাঙচুরে খবর পেয়ে পুলিশ সুপার মোছা. শামীমা পারভীনের নির্দেশে পুলিশের একাধিক দল আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্তে নামে। পর্যবেক্ষনে দেখতে পান মঙ্গলবার ভোর ৫টার দিকে কমলা রঙের টিশার্ট এবং কালো রঙের টাউজার পরিহিত এক যুবক পূজামণ্ডপ এলাকায় সন্দেহভাজন ঘোরাফেরা করছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ রানাপদ সরকারকে গ্রেপ্তার করে।

পুলিশ অনুসন্ধানে জানতে পারে, রানাপদ একজন অসচ্ছল প্রতিবন্ধী। উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে মাসিক ভাতাভোগী সদস্য। পরবর্তীতে রাজবাড়ী সদর থানায় সাধারণ ডায়রী (জিডি) মূলে রানাপদ সরকারকে বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এ হাজির করলে আদালতে প্রতিমা ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করার বিষয়ে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। বিজ্ঞ আদালত প্রতিবন্ধী বিবেচনায় পরিবারের জিম্মায় প্রদানের আদেশ দিলে রাতেই তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে পূজা উদযাপিত হলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর এবছর হয়নি। মালিক সমিতির সদস্য কুঞ্জন সরকারের সমিতি সংলগ্ন বাড়ির সামনে স্থানীয়দের উদ্যোগে পূজা উদযাপনের আয়োজন করা হয়। সোমবার রাত তিনটায় প্রতিমার কাজ শেষ হয়। পরদিন মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয়রা পূজামণ্ডপে দেখেন গণেশ, স্বরসতী, ওসুর, দুর্গাসহ পাঁচটি প্রতিমার মুখভাঙ্গা ও হাত ভাঙা রয়েছে। ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলেও ওইদিন রাতে ফেসবুকে ছড়িয়ে পরে। খবর পেয়ে রাতেই ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক, পুলিশ সুপার মোছা. শামীমা পারভীনসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা পূজাম-প পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এসরাকুল ইসলাম জানান, আদালতের নির্দেশে বৃহস্পতিবার রাতেই রানাপদ সরকারকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

বালিয়াকান্দিতে সাব রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, মানববন্ধন

রাজবাড়ীতে পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ১২ হাজার টাকা

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে এক নারী ও কিশোরের মৃত্যু

পদ্মা নদীর ভাঙনে দৌলতদিয়ার সবকটি ফেরি ঘাট ঝুঁকিতে

রাজবাড়ীতে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতদিয়ায় মাত্র ৭০০ টাকায় বিক্রি হলো এক মণ ওজনের বিপন্ন শুশুক

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন