০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি ও কর্মসংস্থানের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ প্রতিবন্ধী ব্যক্তির ভাতা দুই হাজার টাকা এবং সরকারি, বেসরকারি ও স্বকর্ম সংস্থান নিশ্চিতের দাবীতে প্রতিবন্ধীদের তিনটি সংস্থা মানববন্ধন করেছে। শনিবার দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও রাজবাড়ী প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন পরিষদ এবং সামাজিক কল্যান মানবিক সংস্থার যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শনিবার (২ এপ্রিল) দুপুর দেড়টা থেকে দুইটা পর্যন্ত আয়োজিত মানববন্ধনের সভাপতিত্ব করেন গোয়ালন্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রতন শেখ। বক্তব্য রাখেন সংস্থাটির সাধারণ সম্পাদক মো. মোন্নাব শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সিদ্দিক সরদার, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সদস্য মাজেদা বেগম প্রমূখ। ত্রিশ মিনিট ব্যাপী মানববন্ধনে তিনটি সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তাঁদের দাবীর সাথে সহমত প্রকাশ করে উপস্থিত হন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, স্থানীয় আ.লীগ নেতা উজ্জল হোসেন বাবু, মতিয়ার রহমান, নিলু মন্ডল প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আমরা প্রতিবন্ধীরা সব সময় অবহেলিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ উন্নয়নের পাশাপাশি তিনি বিভিন্ন অবহেলিত সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা যাতে আগামীতে অন্তত দুই হাজার টাকা করে সম্মানি ভাতা পেতে পারি তার জোর দাবী জানাচ্ছি। একই সাথে প্রতিবন্ধীরা যাতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বেসরকারী বা স্বকর্ম সংস্থাও রয়েছে যাতে কাজ করে বেঁেচ থাকতে পারে তার নিশ্চিয়তা দাবী করছি। আমাদের যতদিন পর্যন্ত দাবী আদায় না হবে ততদিন পর্যন্ত আন্দোলন করে যাবো।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি ও কর্মসংস্থানের দাবীতে মানববন্ধন

পোস্ট হয়েছেঃ ০৭:৫৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ প্রতিবন্ধী ব্যক্তির ভাতা দুই হাজার টাকা এবং সরকারি, বেসরকারি ও স্বকর্ম সংস্থান নিশ্চিতের দাবীতে প্রতিবন্ধীদের তিনটি সংস্থা মানববন্ধন করেছে। শনিবার দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও রাজবাড়ী প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন পরিষদ এবং সামাজিক কল্যান মানবিক সংস্থার যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শনিবার (২ এপ্রিল) দুপুর দেড়টা থেকে দুইটা পর্যন্ত আয়োজিত মানববন্ধনের সভাপতিত্ব করেন গোয়ালন্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রতন শেখ। বক্তব্য রাখেন সংস্থাটির সাধারণ সম্পাদক মো. মোন্নাব শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সিদ্দিক সরদার, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সদস্য মাজেদা বেগম প্রমূখ। ত্রিশ মিনিট ব্যাপী মানববন্ধনে তিনটি সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তাঁদের দাবীর সাথে সহমত প্রকাশ করে উপস্থিত হন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, স্থানীয় আ.লীগ নেতা উজ্জল হোসেন বাবু, মতিয়ার রহমান, নিলু মন্ডল প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আমরা প্রতিবন্ধীরা সব সময় অবহেলিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ উন্নয়নের পাশাপাশি তিনি বিভিন্ন অবহেলিত সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা যাতে আগামীতে অন্তত দুই হাজার টাকা করে সম্মানি ভাতা পেতে পারি তার জোর দাবী জানাচ্ছি। একই সাথে প্রতিবন্ধীরা যাতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বেসরকারী বা স্বকর্ম সংস্থাও রয়েছে যাতে কাজ করে বেঁেচ থাকতে পারে তার নিশ্চিয়তা দাবী করছি। আমাদের যতদিন পর্যন্ত দাবী আদায় না হবে ততদিন পর্যন্ত আন্দোলন করে যাবো।