মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দঃ “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা”- প্রতিপাদ্যে বিশ্ব মা দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে আলোচনা সভা শেষে মায়ের সম্মানার্থে পা ধুইয়ে দিলো শিক্ষার্থীরা। রোববার (১২ মে) বেলা সাড়ে ১১ টায় গোয়ালন্দ পৌরসভার রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পরভীনের সঞ্চালনায় উপস্থিত মায়েদের সম্মানার্থে বক্তব্য রাথেন গোয়ালন্দ উপজেলার কৃষি অফিসার মো. খোকন উজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলজার হোসেন মৃধা প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মাহবুব মোর্শেদ রানাসহ অন্যান্য শিক্ষক মন্ডলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, শিক্ষার্থীদের গর্বিত মায়েরা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম। সভা শেষে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে উপস্থিত শিশুরা তাদের মায়েদের সম্মানার্থে পা ধুয়ে দেয়।