ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহবায়ক হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ৫বারের কাউন্সিলর মো. নিজাম উদ্দিন শেখ নির্বাচিত করা হয়েছে। এছাড়া সদস্য সচিব হিসেবে ব্যবসায়ী মোশারফ আহম্মেদকে নির্বাচিত করা হয়েছে।
গত ১৮ অক্টোবর জেলা বিএনপির আহবায়ক কমিটির প্যাডে রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম-এর যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন করেন। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে শহিদুল ইসলাম বাবলু, মোঃ আয়ুউব আলী খান, মো. আমজাদ হোসেন, মো. সেলিম খান সলিম, রাজ্জাক প্রামানিক, মোক্তার হোসেন বেপারী ও মো. আনোয়ার হোসেনকে নির্বাচিত করা হয়েছে। সদস্য নির্বাচিত করা হয়েছে ৩২ জনকে। আহবায়ক কমিটিকে আগামী ১ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের জন্য সময় দেয়া হয়েছে।
তারেক রহমান, বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় বিএনপি-র সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিংকুকে ধন্যবাদ জানিয়ে মো. নিজাম উদ্দিন শেখ, বলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে নতুন এই আহবায়ক কমিটি কাজ করে যাবে। খুব শীঘ্রই প্রতিটা ইউনিয়ন কমিটি গঠন করে দলকে শক্তিশালী করা হবে।