০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর জেলা পরিষদ ২নং ওয়ার্ড সদস্য পদে উপনির্বাচনে ফারুক চৌধুরী নির্বাচিত

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম, ছোটভাকলা ও বরাট ইউনিয়নের সমন্বয়ে গঠিত ২নং ওয়ার্ড জেলা পরিষদ সাধারণ সদস্য পদ উপনির্বাচনে ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট ফারুক ইকবাল চৌধুরী। তিনি ওই আসনের প্রয়াত জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরীর ছেলে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) বরাট চৌধুরী আব্দুল হামিদ একাডেমিতে সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত ২নং ওয়ার্ড জেলা পরিষদের সাধারণ সদস্য পদে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। টিউবয়েল প্রতিক নিয়ে মোট ৪০টি ভোটের মধ্যে সর্বাধিক ৩৩টি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার প্রতিপক্ষ হিসেবে আব্দুর রশিদ মিয়া অটোবাইক প্রতিক নিয়ে ৬টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ৪০টি ভোটের সবগুলো ভোট কাষ্ট হলেও একটি ভোট নষ্ট হয়। মঙ্গলবার বিকেলে বেসরকারিভাবে ফারুক ইকবাল চৌধুরীকে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট তারিখে ওই ওয়ার্ডের সাধারণ সদস্য হাসান ইমাম চৌধুরী’র মৃত্যুতে এই তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত ২নং জেলা পরিষদ ওয়ার্ড সদস্য পদটি শূন্য হয়। পরবর্তীতে ২০ অক্টোবর মঙ্গলবার এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীর জেলা পরিষদ ২নং ওয়ার্ড সদস্য পদে উপনির্বাচনে ফারুক চৌধুরী নির্বাচিত

পোস্ট হয়েছেঃ ০৬:৫২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম, ছোটভাকলা ও বরাট ইউনিয়নের সমন্বয়ে গঠিত ২নং ওয়ার্ড জেলা পরিষদ সাধারণ সদস্য পদ উপনির্বাচনে ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট ফারুক ইকবাল চৌধুরী। তিনি ওই আসনের প্রয়াত জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরীর ছেলে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) বরাট চৌধুরী আব্দুল হামিদ একাডেমিতে সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত ২নং ওয়ার্ড জেলা পরিষদের সাধারণ সদস্য পদে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। টিউবয়েল প্রতিক নিয়ে মোট ৪০টি ভোটের মধ্যে সর্বাধিক ৩৩টি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার প্রতিপক্ষ হিসেবে আব্দুর রশিদ মিয়া অটোবাইক প্রতিক নিয়ে ৬টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ৪০টি ভোটের সবগুলো ভোট কাষ্ট হলেও একটি ভোট নষ্ট হয়। মঙ্গলবার বিকেলে বেসরকারিভাবে ফারুক ইকবাল চৌধুরীকে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট তারিখে ওই ওয়ার্ডের সাধারণ সদস্য হাসান ইমাম চৌধুরী’র মৃত্যুতে এই তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত ২নং জেলা পরিষদ ওয়ার্ড সদস্য পদটি শূন্য হয়। পরবর্তীতে ২০ অক্টোবর মঙ্গলবার এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।