মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া ইউনিয়নে প্রথম ও দ্বিতীয় ধাপ মিলে লটারির মাধ্যমে ৯১জনের মধ্যে থেকে ৩৪টি ভূমি ও গৃহহীন পরিবারকে বাছাই করেছে উপজেলা প্রশাসন। আগামী শনিবার ২শতাংশ খাস জমিসহ সরকারের দেয়া নতুন নির্মিত ৩৪টি সেমিপাকা ঘর তাদের কাছে হস্তান্তর করবে উপজেলা প্রশাসন।
বুধবার (৯ জুন) দুপুরে দৌলতদিয়া ইউনিয়দ পরিষদ চত্বরে লটারির মাধ্যমে এ বাছাই কার্যক্রম শেষ করা হয়। বাছাইকালে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, সহকারি কমিশনার (ভূমি) মো.রফিকুল ইসলাম ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২৯৪ বর্গফুট আয়তনের প্রতিটি ঘরে দুটি শয়ন কক্ষ, একটি রান্নাঘর এবং একটি করে টয়লেটের ব্যবস্থা রয়েছে।
দৌলতদিয়া ইউপির ২নং ওয়ার্ড ছিদ্দিক কাজীর পাড়া গ্রামে থেকে আসা প্রতিবন্ধী ইয়াছিন সেক (৩০) বলেন, আমার কোন ঘর বাড়ী ছিলো না। আমি ভিক্ষা করে যা রোজগার হয় তাই দিয়ে খেয়ে দেয়ে ফুটপাতে ছেলে মেয়ে নিয়ে থাকি। বাড়ি ঘর দেওয়ার মতো কোন টাকা পয়সা ছিল না। তাই অনেক কষ্ট করতে হয়েছে। সরকারি ঘর পেয়ে আমি খুব আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমি দীর্ঘায়ু কামনা করি।
এদিকে জমিসহ ঘর পেয়ে খুশী অন্যান্য ভূমি ও গৃহহীন পরিবার। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকৃত ভূমি ও গৃহহীনদের হাতে জমিসহ ঘর বুঝিয়ে দিতে পেরে খুশি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান মামুন।