০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা নদীতে এবার বরশিতে ধরা পড়েছে বাওস মাছ

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ এবার সৌখিন মৎস শিকারীর বরশিতে প্রায় ১ কেজি ওজনের দেড় ফুট লম্বা আকৃতির একটি বাওস (বাঙ্গোশ) মাছ ধরা পড়েছে। বুধবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে দৌলতদিয়ার ৫নং ফেরি ঘাটের পন্টুনের পাশে ফাঁকা জায়গায় বরশি ফেলে মাছটি ধরেন স্থানীয় শৌখিন মৎস শিকারী আইনদ্দীন শেখ। এ সময় বিরল প্রজাতির মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করেন।

এই মাছ সম্পর্কে আইনদ্দীন শেখ বলেন, শখের বসে মাছ ধরি। বরশিতে মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের মাছ ধরা পরলেও স্থানীয় ভাষায় বাঙ্গোশ মাছ আজই প্রথম। মাছটি অনেক সুস্বাদু, তাই পরিবারের সবাইকে নিয়ে রান্না করে খাব।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে দৌলতদিয়ার চর করনেশনা এলাকার জেলে বাচ্চু শেখ এর দুয়ারীতে প্রায় ৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বাওস মাছ ধরা পড়ে। মাছটি দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ ১১০০ টাকা কেজি দরে কিনে নেন। পরে তিনি মাছটি বিক্রি না করে পরিবারের সবাই মিলে খাওয়ার জন্য বাড়িতে নেন।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, আঞ্চলিক ভাষায় এটিকে বাঙ্গোশ বললেও মূলত এই মাছের নাম বাওস। এটি সামুদ্রিক মাছ। সমুদ্র তীরবর্তী অঞ্চলে এসব মাছ মাঝে মধ্যেই ধরা পড়ে। বাওস মাছ প্রায় ২০ কেজি পর্যন্ত ওজনের হয়। অনেক সুস্বাদু ও দামি হয়। এই মাছের অনেক ঔষুধি গুণও রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পদ্মা নদীতে এবার বরশিতে ধরা পড়েছে বাওস মাছ

পোস্ট হয়েছেঃ ১০:৩০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ এবার সৌখিন মৎস শিকারীর বরশিতে প্রায় ১ কেজি ওজনের দেড় ফুট লম্বা আকৃতির একটি বাওস (বাঙ্গোশ) মাছ ধরা পড়েছে। বুধবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে দৌলতদিয়ার ৫নং ফেরি ঘাটের পন্টুনের পাশে ফাঁকা জায়গায় বরশি ফেলে মাছটি ধরেন স্থানীয় শৌখিন মৎস শিকারী আইনদ্দীন শেখ। এ সময় বিরল প্রজাতির মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করেন।

এই মাছ সম্পর্কে আইনদ্দীন শেখ বলেন, শখের বসে মাছ ধরি। বরশিতে মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের মাছ ধরা পরলেও স্থানীয় ভাষায় বাঙ্গোশ মাছ আজই প্রথম। মাছটি অনেক সুস্বাদু, তাই পরিবারের সবাইকে নিয়ে রান্না করে খাব।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে দৌলতদিয়ার চর করনেশনা এলাকার জেলে বাচ্চু শেখ এর দুয়ারীতে প্রায় ৩ কেজি ২০০ গ্রাম ওজনের একটি বাওস মাছ ধরা পড়ে। মাছটি দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ ১১০০ টাকা কেজি দরে কিনে নেন। পরে তিনি মাছটি বিক্রি না করে পরিবারের সবাই মিলে খাওয়ার জন্য বাড়িতে নেন।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, আঞ্চলিক ভাষায় এটিকে বাঙ্গোশ বললেও মূলত এই মাছের নাম বাওস। এটি সামুদ্রিক মাছ। সমুদ্র তীরবর্তী অঞ্চলে এসব মাছ মাঝে মধ্যেই ধরা পড়ে। বাওস মাছ প্রায় ২০ কেজি পর্যন্ত ওজনের হয়। অনেক সুস্বাদু ও দামি হয়। এই মাছের অনেক ঔষুধি গুণও রয়েছে বলেও জানান তিনি।