০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ পৌর মেয়রের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় আ.লীগে চিঠি

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে নির্বাচন করার অভিযোগে গোয়ালন্দ পৌরসভার মেয়র, আ.লীগ নেতা শেখ মো. নিজামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেছে জেলা ও উপজেলা আ.লীগ। সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে জেলা আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদক কেন্দ্রীয় আ.লীগের কাছে পত্র দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন পৌরসভার মেয়র।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী স্বাক্ষরিত অভিযোগে বলা হয়, গোয়ালন্দ উপজেলা আ.লীগের প্রেরিত পত্রের আলোকে জানানো যাচ্ছে, ১০ ডিসেম্বর অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে সরকার দলীয় মনোনিত নৌকার প্রার্থী হিসেবে উপজেলা আ.লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মোস্তফা মুন্সীকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনয়ন প্রদান করেন। তা উপেক্ষা করে গোয়ালন্দ উপজেলা আ.লীগের ১নম্বর সদস্য ও পৌরসভার মেয়র শেখ মো. নিজাম এবং তাঁর পরিবারের সদস্যরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালায়। এমনকি তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মচারী ও পরিবারের সদস্যরা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্ট হিসেবে নিয়োগ করে। বিষয়টি দলীয় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

এ ছাড়া তিনি ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে শেখ মো. নিজাম দলের কাছে নৌকার মনোনয়ন চেয়ে ব্যার্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে প্রতিবদ্বন্দ্বিতা করেন।

এমন পরিস্থিতিতে গত ১০ ডিসেম্বর অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন শেষে ২৭ ডিসেম্বর উপজেলা আ.লীগ কার্যালয়ে পৌর আ.লীগ এবং ২৯ ডিসেম্বর উপজেলা আ.লীগের সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্তক্রমে মেয়রের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র কাছে গত সোমবার (৪ জানুয়ারী) জেলা আ.লীগ দলীয় প্যাডে লিখিতভাবে জানায়।

অভিযোগ প্রসঙ্গে পৌরসভার মেয়র শেখ মো. নিজাম বলেন, উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে নিয়ম অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা। কোথায় শৃঙ্খলা ভঙ্গ করলাম তা জানানো হয়নি। বরং উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে আমি ব্যক্তিগতভাবে যে কষ্ট করেছি তা সবাই জানে। বার বার নির্বাচন স্থগিত হওয়ায় পরবর্তীতে আমি কিছু কারণে নিরব ছিলাম। আগামী পৌরসভা নির্বাচনে যাতে আমি দলীয় মনোনয়ন না পাই এ জন্য একটি পক্ষ কেন্দ্রে উদ্দেশ্য প্রনোদিতভাবে অভিযোগটি দিয়েছে। তবে দল আমাকে মনোনয়ন না দিলে পৌরসভা নির্বাচন করবোনা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, সদ্য অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে অবস্থান করে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর পক্ষে নির্বাচন করায় গোয়ালন্দ পৌর ও উপজেলা আওয়ামী লীগ পৃথক সভায় পৌরসভার মেয়র শেখ মো. নিজামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগের আলোকে বিষয়টি সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির কাছে দলীয় প্যাডে লিখিতভাবে জানানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ পৌর মেয়রের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় আ.লীগে চিঠি

পোস্ট হয়েছেঃ ০৪:৪৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে নির্বাচন করার অভিযোগে গোয়ালন্দ পৌরসভার মেয়র, আ.লীগ নেতা শেখ মো. নিজামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেছে জেলা ও উপজেলা আ.লীগ। সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে জেলা আ.লীগের সভাপতি-সাধারণ সম্পাদক কেন্দ্রীয় আ.লীগের কাছে পত্র দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন পৌরসভার মেয়র।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী স্বাক্ষরিত অভিযোগে বলা হয়, গোয়ালন্দ উপজেলা আ.লীগের প্রেরিত পত্রের আলোকে জানানো যাচ্ছে, ১০ ডিসেম্বর অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে সরকার দলীয় মনোনিত নৌকার প্রার্থী হিসেবে উপজেলা আ.লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. মোস্তফা মুন্সীকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনয়ন প্রদান করেন। তা উপেক্ষা করে গোয়ালন্দ উপজেলা আ.লীগের ১নম্বর সদস্য ও পৌরসভার মেয়র শেখ মো. নিজাম এবং তাঁর পরিবারের সদস্যরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালায়। এমনকি তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মচারী ও পরিবারের সদস্যরা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্ট হিসেবে নিয়োগ করে। বিষয়টি দলীয় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

এ ছাড়া তিনি ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে শেখ মো. নিজাম দলের কাছে নৌকার মনোনয়ন চেয়ে ব্যার্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে প্রতিবদ্বন্দ্বিতা করেন।

এমন পরিস্থিতিতে গত ১০ ডিসেম্বর অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন শেষে ২৭ ডিসেম্বর উপজেলা আ.লীগ কার্যালয়ে পৌর আ.লীগ এবং ২৯ ডিসেম্বর উপজেলা আ.লীগের সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্তক্রমে মেয়রের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র কাছে গত সোমবার (৪ জানুয়ারী) জেলা আ.লীগ দলীয় প্যাডে লিখিতভাবে জানায়।

অভিযোগ প্রসঙ্গে পৌরসভার মেয়র শেখ মো. নিজাম বলেন, উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে নিয়ম অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা। কোথায় শৃঙ্খলা ভঙ্গ করলাম তা জানানো হয়নি। বরং উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে আমি ব্যক্তিগতভাবে যে কষ্ট করেছি তা সবাই জানে। বার বার নির্বাচন স্থগিত হওয়ায় পরবর্তীতে আমি কিছু কারণে নিরব ছিলাম। আগামী পৌরসভা নির্বাচনে যাতে আমি দলীয় মনোনয়ন না পাই এ জন্য একটি পক্ষ কেন্দ্রে উদ্দেশ্য প্রনোদিতভাবে অভিযোগটি দিয়েছে। তবে দল আমাকে মনোনয়ন না দিলে পৌরসভা নির্বাচন করবোনা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, সদ্য অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে অবস্থান করে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর পক্ষে নির্বাচন করায় গোয়ালন্দ পৌর ও উপজেলা আওয়ামী লীগ পৃথক সভায় পৌরসভার মেয়র শেখ মো. নিজামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগের আলোকে বিষয়টি সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির কাছে দলীয় প্যাডে লিখিতভাবে জানানো হয়েছে।