০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ উপজেলা উপ-নির্বাচন দুই পক্ষের মারপিটের অভিযোগে থানায় পাল্টা-পাল্টি মামলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৯ মার্চ। দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনের পরিবেশ ততই উত্তাপ হচ্ছে। শনিবার সন্ধ্যার পর সরকার দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে প্রচার মাইক ভাঙচুর, বাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও মারধরের অভিযোগে থানায় পাল্টা-পাল্টি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানায় শনিবার (১৪ মার্চ) দিবাগত রাতে অভিযোগ করেন সরকার দলীয় প্রার্থী মোস্তফা মুন্সীর নৌকার প্রচার মাইকের রিক্সাওয়ালা বাবু সরদার (৪৮) ও স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) নুরুল ইসলাম মন্ডলের নিকট আত্মীয় মান্নান মোল্লা (৩৭)। বাবু সরদারের অভিযোগটি মামলা (নং-১২) হিসেবে পুলিশ রেকর্ড করে রাত ১২.০৫ মিনিটে এবং মান্নান মোল্লার অভিযোগটি মামলা (নং-১৩) হিসেবে রেকর্ড করে রাত ১২.১০ মিনিটে।

নৌকার প্রচার মাইকের রিক্সাওয়ালা বাবু সরদার অভিযোগে বলেন, শনিবার সকাল থেকেই আমার রিক্সায় উপজেলা নির্বাচনে নৌকার প্রচার নিয়ে দেবগ্রাম ইউনিয়নে প্রচারণা করছিলাম। সন্ধ্যা সোয়া সাতটার দিকে প্রচারণা করতে করতে দেবগ্রামের তেনাপচা কাজী মোনাক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছলে স্থানীয় মান্নান মোল্লার নেতৃত্বে ১৫/২০জন আমার রিক্সার গতিরোধ করে। রিক্সার গতিরোধ করার কারণ জানতে চাইলে বিবাদীরা প্রকাশ করে, “তোর এতবড় সাহস, তুই ঘোড়ার এলাকায় নৌকার প্রচারনা চালাচ্ছি বলেই রিক্সা থেকে টেনে মাটিতে ফেলে। এরপর অন্যরা লোহার রড ও লাঠি দিয়ে মারপিট করে। প্রচার মাইক, বাক্স, রিক্সা, ব্যাটারী ভাঙচুর করে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি করে। পরে স্থানীয় লোকজন আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আজ রোববার (১৫ মার্চ) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, বাবু সরদার বিছানায় বসে আছেন। তিনি বলেন, দেবগ্রাম এলাকায় মাইকে প্রচার শেষে গোয়ালন্দ ফিরছিলাম। পথিমধ্যে তেনাপচা এলাকায় ১০-১২জন লোক আমার গতিরোধ করে এখানে নৌকার প্রচার চালাচ্ছিস কেন বলে গালি দিয়ে মারপিট শুরু করে। অনেকের মুখ কাপড় দিয়ে ঢাকা থাকায় চিনতে পারিনি। তারা প্রচার মাইক ও রিক্সা ভাঙচুর করে ক্ষতি করেছে। এখন আমি বেকার হয়ে পড়েছি।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিতাই কুমার ঘোষ বলেন, বাবু সরদারের ডান কাঁধের হাড়ে ব্যাথা পাওয়ায় তাকে এক্সরে করতে বলেছি। এছাড়া তার তেমন কোথাও কাটা-ফাটা হয়নি।
এদিকে মান্নান মোল্লা থানায় দায়েরকৃত অভিযোগে বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানে পদে প্রতিদ্ব›িদ্বতা করেন। যে কারণে বাড়ি ফিরলে এলাকার লোকজন বাড়িতে অনেকে স্বাক্ষাত করতে যায়। শনিবার সন্ধ্যা ৭টার দিকে দৌলতদিয়া বাজার থেকে বাড়ি ফিরে কাচারী ঘরে বসেছিলাম।

তুহিন দেওয়ানসহ ১৫-২০ জন মোটরসাইকেলে করে বাড়িতে ঢুকে ওঠানে দাড়িয়ে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। তাদের সাথে উপজেলা নির্বাচন নিয়ে বিরোধ চলছে। কাচারী ঘর থেকে কারা জিজ্ঞেস করলে তারা লাঠিশোঠা দিয়ে আমাকে মারপিট করে আহত করে। মারধর করতে দেখে বড় ভাই নূর মোহাম্মদ মোল্লা, কালাম মোল্লা, ভাবি জুলেখা বেগম, মাহফুজা বেগম বৃদ্ধা মা নুরজাহান বেগম এগিয়ে আসলে তাদেরও মারধর করে আহত করা হয়। এসময় কাচারী ঘরে থাকা আসবাব ভাঙচুর করে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকার জিনিসপত্র ক্ষতিসাধন করে। পকেটে থাকা নগদ ১৮ হাজার টাকা ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেই। গ্রামের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা হুমকি দিয়ে যায়, ‘তোকে যেখানে পাব সেখানেই খুন করে ফেলব’।

অভিযোগের জবাবে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান বলেন, ওই সময় আমাদের কোন দল নির্বাচনী প্রচারণায় ছিলনা। তাহলে তারা কিভাবে আমাদেরকে পেল? বরং শুনেছি মান্নান মোল্লাদের অভ্যন্তরীন কোন্দলের কারণে নিজেদের মধ্যে সংঘর্ষ হয়। যার দায় অমাদের ওপর চাপানোর চেষ্টা চলছে।

মান্নান মোল্লার বাড়িতে গিয়ে ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফুজ্জামান, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মামুন ও গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরবর্তীতে উভয় পক্ষ থেকে মামলা দিলে রেকর্ড করা হয়। এ ঘটনায় প্রকৃত ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ উপজেলা উপ-নির্বাচন দুই পক্ষের মারপিটের অভিযোগে থানায় পাল্টা-পাল্টি মামলা

পোস্ট হয়েছেঃ ১১:৪১:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ২৯ মার্চ। দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনের পরিবেশ ততই উত্তাপ হচ্ছে। শনিবার সন্ধ্যার পর সরকার দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে প্রচার মাইক ভাঙচুর, বাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর ও মারধরের অভিযোগে থানায় পাল্টা-পাল্টি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানায় শনিবার (১৪ মার্চ) দিবাগত রাতে অভিযোগ করেন সরকার দলীয় প্রার্থী মোস্তফা মুন্সীর নৌকার প্রচার মাইকের রিক্সাওয়ালা বাবু সরদার (৪৮) ও স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) নুরুল ইসলাম মন্ডলের নিকট আত্মীয় মান্নান মোল্লা (৩৭)। বাবু সরদারের অভিযোগটি মামলা (নং-১২) হিসেবে পুলিশ রেকর্ড করে রাত ১২.০৫ মিনিটে এবং মান্নান মোল্লার অভিযোগটি মামলা (নং-১৩) হিসেবে রেকর্ড করে রাত ১২.১০ মিনিটে।

নৌকার প্রচার মাইকের রিক্সাওয়ালা বাবু সরদার অভিযোগে বলেন, শনিবার সকাল থেকেই আমার রিক্সায় উপজেলা নির্বাচনে নৌকার প্রচার নিয়ে দেবগ্রাম ইউনিয়নে প্রচারণা করছিলাম। সন্ধ্যা সোয়া সাতটার দিকে প্রচারণা করতে করতে দেবগ্রামের তেনাপচা কাজী মোনাক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছলে স্থানীয় মান্নান মোল্লার নেতৃত্বে ১৫/২০জন আমার রিক্সার গতিরোধ করে। রিক্সার গতিরোধ করার কারণ জানতে চাইলে বিবাদীরা প্রকাশ করে, “তোর এতবড় সাহস, তুই ঘোড়ার এলাকায় নৌকার প্রচারনা চালাচ্ছি বলেই রিক্সা থেকে টেনে মাটিতে ফেলে। এরপর অন্যরা লোহার রড ও লাঠি দিয়ে মারপিট করে। প্রচার মাইক, বাক্স, রিক্সা, ব্যাটারী ভাঙচুর করে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি করে। পরে স্থানীয় লোকজন আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আজ রোববার (১৫ মার্চ) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, বাবু সরদার বিছানায় বসে আছেন। তিনি বলেন, দেবগ্রাম এলাকায় মাইকে প্রচার শেষে গোয়ালন্দ ফিরছিলাম। পথিমধ্যে তেনাপচা এলাকায় ১০-১২জন লোক আমার গতিরোধ করে এখানে নৌকার প্রচার চালাচ্ছিস কেন বলে গালি দিয়ে মারপিট শুরু করে। অনেকের মুখ কাপড় দিয়ে ঢাকা থাকায় চিনতে পারিনি। তারা প্রচার মাইক ও রিক্সা ভাঙচুর করে ক্ষতি করেছে। এখন আমি বেকার হয়ে পড়েছি।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিতাই কুমার ঘোষ বলেন, বাবু সরদারের ডান কাঁধের হাড়ে ব্যাথা পাওয়ায় তাকে এক্সরে করতে বলেছি। এছাড়া তার তেমন কোথাও কাটা-ফাটা হয়নি।
এদিকে মান্নান মোল্লা থানায় দায়েরকৃত অভিযোগে বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানে পদে প্রতিদ্ব›িদ্বতা করেন। যে কারণে বাড়ি ফিরলে এলাকার লোকজন বাড়িতে অনেকে স্বাক্ষাত করতে যায়। শনিবার সন্ধ্যা ৭টার দিকে দৌলতদিয়া বাজার থেকে বাড়ি ফিরে কাচারী ঘরে বসেছিলাম।

তুহিন দেওয়ানসহ ১৫-২০ জন মোটরসাইকেলে করে বাড়িতে ঢুকে ওঠানে দাড়িয়ে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। তাদের সাথে উপজেলা নির্বাচন নিয়ে বিরোধ চলছে। কাচারী ঘর থেকে কারা জিজ্ঞেস করলে তারা লাঠিশোঠা দিয়ে আমাকে মারপিট করে আহত করে। মারধর করতে দেখে বড় ভাই নূর মোহাম্মদ মোল্লা, কালাম মোল্লা, ভাবি জুলেখা বেগম, মাহফুজা বেগম বৃদ্ধা মা নুরজাহান বেগম এগিয়ে আসলে তাদেরও মারধর করে আহত করা হয়। এসময় কাচারী ঘরে থাকা আসবাব ভাঙচুর করে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকার জিনিসপত্র ক্ষতিসাধন করে। পকেটে থাকা নগদ ১৮ হাজার টাকা ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেই। গ্রামের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা হুমকি দিয়ে যায়, ‘তোকে যেখানে পাব সেখানেই খুন করে ফেলব’।

অভিযোগের জবাবে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান বলেন, ওই সময় আমাদের কোন দল নির্বাচনী প্রচারণায় ছিলনা। তাহলে তারা কিভাবে আমাদেরকে পেল? বরং শুনেছি মান্নান মোল্লাদের অভ্যন্তরীন কোন্দলের কারণে নিজেদের মধ্যে সংঘর্ষ হয়। যার দায় অমাদের ওপর চাপানোর চেষ্টা চলছে।

মান্নান মোল্লার বাড়িতে গিয়ে ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফুজ্জামান, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মামুন ও গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরবর্তীতে উভয় পক্ষ থেকে মামলা দিলে রেকর্ড করা হয়। এ ঘটনায় প্রকৃত ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।