Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

দৌলতদিয়া ফেরিঘাট সংযোগ সড়কে সংস্কার কাজ, যান চলাচল ব্যাহত

রাজবাড়ী মেইল ডেস্ক
২২ এপ্রিল ২০২৪, ১১:২৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭নম্বর ফেরি ঘাটের সংযোগ সড়কের মাঝে বড় গর্ত তৈরী হয়েছে। নদী পাড়ি দিতে আসা এবং নদী পাড়ি দিয়ে আসা যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ সড়কের ইট তুলে সংস্কার কাজ শুরু করায় গত চারদিন ধরে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

সরেজমিন দুপুরে দেখা যায়, দৌলতদিয়ার ৭নম্বর ফেরি ঘাটের প্রবেশ পথে ইটের তৈরী সংযোগ সড়কের শুরুতে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় ২০ ফুট এলাকা জুড়ে গর্তের চারপাশে ছোট লাঠির মাথায় লাল নিশান কাপড় টানিয়ে রাখা হয়েছে। এ সময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত নদী পাড়ি দিতে আসা ঢাকামুখী যানবাহন ওই ঘাট দিয়ে যাওয়ার সময় ধীর গতিতে চলাচল করছে। একই ভাবে নদী পাড়ি দিয়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যানবাহনও সতর্কতার সাথে চলাচল করছে। রাস্তার বেশিরভাগ জুড়ে আটকে থাকায় স্বাভাবিকভাবে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। গর্তের মাঝে ইটসহ সংস্কার সামগ্রী পড়ে আছে। দেখে মনে হচ্ছে সংস্কার কাজ চলছে। এ সময় ওই ঘাট দিয়ে চলাচলরত যানবাহনের যাত্রী এবং চালকদের ভোগান্তির কথা প্রকাশ করতে দেখা যায়। এছাড়া ধুলাবালির কারনেও সংযোগ সড়ক বা এ্যাপ্রোচ সড়ক দিয়ে যানবাহনের পাশাপাশি যাত্রী চলাচলেও বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ঢাকাগামী দূরপাল্লার পরিবহনের চালক মো. সহিদ শেখ বলেন, চার দিন ধরে দেখছি রাস্তার মাঝের বেশিরভাগ অংশ আটকে এভাবে কাজ চলছে। ইটের রাস্তার বেশিরভাগ অংশ খানাখন্দের কারনে যান চলাচলে সমস্যা দেখা দেয়। এরপর সড়কের বেশিরভাগ জায়গা আটকা থাকায় যাতায়াতে সমস্যা দেখা দিচ্ছে। এতদিন ধরে যদি এভাবে কাজ চলতে থাকে তাহলে চলবে কি করে?

স্থানীয় একটি অটোরিক্সা চালক আলেপ মন্ডল বলেন, প্রতিটি ফেরি ঘাটের সংযোগ সড়ক বা এ্যাপ্রোচ সড়কের বেশিরভাগ স্থান খানাখন্দে ভরা। আবার ফেরি ঘাট থেকে ওপরের পাকা সড়কে উঠতে খানাখন্দ ও ইটের আদলার গুড়িতে ধুলাবালু সৃষ্টি হওয়ায় সব ধরনের গাড়ির পাশাপাশি যাত্রীরা পর্যন্ত চলাচল করতে পারে না। এসব সংস্কার কাজ দ্রুত গতিতে শেষ করা দরকার।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, ফেরি ঘাটের অধিকাংশ এ্যাপ্রোচ সড়কে খানাখন্দ থাকায় যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হয়। এ জন্য যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে না পারায় কিছুটা সমস্যা হচ্ছে। যেসব এ্যাপ্রোচ সড়কের সমস্যা রয়েছে সেসব সড়কের সংস্কার কাজ দ্রুত দ্রুত সমাধানে বিআইডব্লিউটিএকে অনুরোধ করা হয়েছে। তারা যত দ্রুত কাজ শেষ করতে পারবে তত দ্রুত সমস্যা সমাধান হবে।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. সহিদুল ইসলাম বলেন, ফেরি ঘাটের এ্যাপ্রোচ সড়ক জরুরি মেরামতের জন্য রমজান মাসেই প্রধান কার্যালয় থেকে দরপত্র প্রদান করা হয়েছে। দরপত্র প্রদানের আলোকে দৌলতদিয়ার ৭নম্বর ফেরি ঘাটের প্রায় ৪০০ মিটার এ্যাপ্রোচ সড়কের সংস্কার কাজের জন্য প্রায় ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সে আলোকে জরুরিভাবে গত ১৮ এপ্রিল, বৃহস্পতিবার থেকে কাজ শুরু হয়েছে। সাধারণত এ ধরনের ইটের রাস্তার সংস্কার কাজের জন্য দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত লাগে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি