০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার নালা নির্মাণ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে রেজাউল মন্ডল (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে গোয়ালন্দ পৌরসভার ২নম্বর ওয়ার্ড দেওয়ান পাড়ার মৃত লোকমান মন্ডলের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ পৌরসভা সূত্রে জানা যায়, প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকা ব্যায়ে পাঁচ ফুট আট ইঞ্চি প্রশস্ত এবং প্রায় সাত ফুট গভীরতায় সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘের সাতটি আরসিসি নালা নির্মাণ হচ্ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে কাজটি পেয়েছে কেকেআর এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। স্থানীয়ভাবে পৌরসভার কাউন্সিলর সহ কয়েকজন সাব-ঠিকাদারির ভিত্তিতে গত এপ্রিল মাস থেকে নালার নির্মাণ কাজ শুরু হয়।

শ্রমিক মতিউর রহমান ও রাজু শেখ জানান, গোয়ালন্দ বাজার বড় মসজিদের কাছে স্থানীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবলুর বাড়ির সামনে খননকৃত নালায় তারা লোহার রডের জাল বিছানোর কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে রেজাউল মন্ডল ঘরের আর্থিং রড ধরে নালার ওপর ওঠতে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ওয়াজেদ্দিন খান বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানে কাজ করতে গেলে তাদের অবশ্যই প্রয়োজনীয় সরঞ্জমাদি দিতে হবে। না হলে রেজাউলের মতো অকালে অনেক শ্রমিক মারা যাবেন। আজ নিরাপত্তা সরঞ্জমাদি থাকলে হয়তো এভাবে তার মৃত্যু হতোনা।

ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, শ্রমিকদের প্রশিক্ষণ প্রদানসহ প্রয়োজনীয় সকল নিরাপত্তা সরঞ্জমাদি দেওয়া হয়েছে। অথচ তারা কেউ এসব সামগ্রী ব্যবহার করতে আগ্রহীনা। এ নিয়ে মাঝেমধ্যে রাগারাগি করি। যখন কোন কর্মকর্তা আসেন তখন তারা ওই সব সামগ্রী ব্যবহার করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, পরিবার থেকে কোন অভিযোগ না পাওয়ায় সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্ত করেছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পোস্ট হয়েছেঃ ০৮:২৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার নালা নির্মাণ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে রেজাউল মন্ডল (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে গোয়ালন্দ পৌরসভার ২নম্বর ওয়ার্ড দেওয়ান পাড়ার মৃত লোকমান মন্ডলের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ পৌরসভা সূত্রে জানা যায়, প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকা ব্যায়ে পাঁচ ফুট আট ইঞ্চি প্রশস্ত এবং প্রায় সাত ফুট গভীরতায় সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘের সাতটি আরসিসি নালা নির্মাণ হচ্ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে কাজটি পেয়েছে কেকেআর এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। স্থানীয়ভাবে পৌরসভার কাউন্সিলর সহ কয়েকজন সাব-ঠিকাদারির ভিত্তিতে গত এপ্রিল মাস থেকে নালার নির্মাণ কাজ শুরু হয়।

শ্রমিক মতিউর রহমান ও রাজু শেখ জানান, গোয়ালন্দ বাজার বড় মসজিদের কাছে স্থানীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবলুর বাড়ির সামনে খননকৃত নালায় তারা লোহার রডের জাল বিছানোর কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে রেজাউল মন্ডল ঘরের আর্থিং রড ধরে নালার ওপর ওঠতে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ওয়াজেদ্দিন খান বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানে কাজ করতে গেলে তাদের অবশ্যই প্রয়োজনীয় সরঞ্জমাদি দিতে হবে। না হলে রেজাউলের মতো অকালে অনেক শ্রমিক মারা যাবেন। আজ নিরাপত্তা সরঞ্জমাদি থাকলে হয়তো এভাবে তার মৃত্যু হতোনা।

ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, শ্রমিকদের প্রশিক্ষণ প্রদানসহ প্রয়োজনীয় সকল নিরাপত্তা সরঞ্জমাদি দেওয়া হয়েছে। অথচ তারা কেউ এসব সামগ্রী ব্যবহার করতে আগ্রহীনা। এ নিয়ে মাঝেমধ্যে রাগারাগি করি। যখন কোন কর্মকর্তা আসেন তখন তারা ওই সব সামগ্রী ব্যবহার করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, পরিবার থেকে কোন অভিযোগ না পাওয়ায় সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্ত করেছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।