০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে বাস-ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত

ষ্টাফ রিপোর্টারঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ ফিডমিলের কাছে বৃহস্পতিবার দুপুরে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমন মোল্লা (১৬) নামের এক স্কুল ছাত্র মারা গেছে। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমর আলী মোল্লার পাড়ার খালেক মোল্লার ছেলে। ইমন গোয়ালন্দের দেওয়ানপাড়া রহমতউল্লাহ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল জানান, সাথে থাকা আরো দুই মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে এক জনের নাম ইমন বেপারী (১৮), অপরজনের নাম জানা যায়নি। তারা বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গোয়ালন্দ থেকে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। ঘাতক বাসটি দ্রুত নদী পাড়ি দিয়ে ঢাকার দিকে চলে গেছে।

এদিকে আগের দিন বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ৮টার দিকে দৌলতদিয়া থেকে গোয়ালন্দ বাজার আসার পথে মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল সংলগ্ন নির্মাণাধীন বাফার সারের গোডাউনের সামনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক আব্দুল কুদ্দুস (৩৫) নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সে উপজেলার উজানচর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের জায়েদ আলীর ছেলে এবং গোয়ালন্দ বাজারের পেয়াঁজ ব্যবসায়ী। তাঁর সাথে মোটরসাইকেল চালকসহ আরো এক আরোহী আহত হন। তাদের মধ্যে মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফিরোজকে গোয়ালন্দ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি নারায়ন চন্দ্র দেব জানান, বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ ফিডমিলের কাছে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী, স্কুলছাত্র ইমন মোল্লা নিহতের ঘটনায় ঘাতক বাসকে পাটুরিয়া ঘাট থেকে আটক করা হয়েছে। এছাড়া আগের দিন বুধবার দিবাগত রাতে ফিডমিলের পাশেই অজ্ঞাত ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে বাস-ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত

পোস্ট হয়েছেঃ ০৫:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ ফিডমিলের কাছে বৃহস্পতিবার দুপুরে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমন মোল্লা (১৬) নামের এক স্কুল ছাত্র মারা গেছে। সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমর আলী মোল্লার পাড়ার খালেক মোল্লার ছেলে। ইমন গোয়ালন্দের দেওয়ানপাড়া রহমতউল্লাহ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল জানান, সাথে থাকা আরো দুই মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে এক জনের নাম ইমন বেপারী (১৮), অপরজনের নাম জানা যায়নি। তারা বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গোয়ালন্দ থেকে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। ঘাতক বাসটি দ্রুত নদী পাড়ি দিয়ে ঢাকার দিকে চলে গেছে।

এদিকে আগের দিন বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ৮টার দিকে দৌলতদিয়া থেকে গোয়ালন্দ বাজার আসার পথে মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল সংলগ্ন নির্মাণাধীন বাফার সারের গোডাউনের সামনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক আব্দুল কুদ্দুস (৩৫) নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সে উপজেলার উজানচর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের জায়েদ আলীর ছেলে এবং গোয়ালন্দ বাজারের পেয়াঁজ ব্যবসায়ী। তাঁর সাথে মোটরসাইকেল চালকসহ আরো এক আরোহী আহত হন। তাদের মধ্যে মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফিরোজকে গোয়ালন্দ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি নারায়ন চন্দ্র দেব জানান, বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ ফিডমিলের কাছে দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী, স্কুলছাত্র ইমন মোল্লা নিহতের ঘটনায় ঘাতক বাসকে পাটুরিয়া ঘাট থেকে আটক করা হয়েছে। এছাড়া আগের দিন বুধবার দিবাগত রাতে ফিডমিলের পাশেই অজ্ঞাত ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।