মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে হেরোইনসহ মো. ফিরোজ আহমেদ মোল্লা ওরফে রুনু মোল্লা (৪৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর ধোপাখালী গ্রামের মৃত আবুল কালাম মোল্লার ছেলে। এছাড়া তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্বাচিত ৮ নম্বর ওয়ার্ড সদস্য।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ঘাট রেলওয়ে ষ্টেশন সংলগ্ন শহীদ মিনারের সামনে থেকে হেরোইন সেবনকালে হাতেনাতে তাকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ২ গ্রাম ওজনের ২০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। পরে রাতেই পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
সংবাদের সত্যতা স্বীকার করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, শুক্রবার রাতে দৌলতদিয়া ঘাট পোড়াভিটা সংলগ্ন শহীদ মিনারের সামনে থেকে হেরোইন সহি ইউপি সদস্য ফিরোজ আহমেদ রুনুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। আজ শনিবার দুপুরে তাকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।