নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কেউটিলে নৌকা প্রতিকের প্রার্থী কাজী কেরামত আলীর গন সংযোগ ও পথ সভা করেছেন।বৃহস্পতিবার দুপুরে কেউটিল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামীলীগের নেতা কর্মিদের নিয়ে ভোটারদের সাথে গনসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা করেছেন।
এ সময় তিনি কয়েক’শ নেতাকর্মী সহ মিছিলে অংশ নেন। মিছিলের পরে স্কুল মাঠে পথ সভা করেন ভোটারদের সাথে। সভায় আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা বলেন।আগামীতে তিনি নির্বাচিত হলে অসমাপ্ত কাজ করার প্রতিশ্রুতি দেন। সবাইকে নৌকা প্রতিকে ভোট দিয়ে দেশ ও জনগনের পাশে থাকার অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা মুন্সি, সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভা মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস মোল্লা, ছোটভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সালু প্রমূখ।