০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

করোনা সংক্রমণ এড়াতে রাজবাড়ী বাজার খোলার তিন দিন পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ

রাজবাড়ীমেইল ডেস্কঃ করোনা সংক্রমণ রোধে রাজবাড়ী জেলায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন চলছে। সরকারি সিদ্ধান্তে ১০ মে থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিপনি বিতানসহ দোকান-পাট খোলার সিদ্ধান্ত হয়। বিপনি বিতান খোলার পর মানুষের ব্যাপক ভিড় পড়ায় স্বাস্থ্য ঝুকি দেখা দেয়। বাধ্য হয়ে তিন দিন পর বুধবার (১৩ মে) বিকেলে রাজবাড়ী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, সরকারি সিদ্ধান্তে ১০ মে থেকে সীমিত আকারে বাজারের বিপনি বিতান এবং অন্যান্য দোকান-পাট খোলার সিদ্ধান্ত জানানো হয়। এজন্য সকল ব্যবসায়ীকে স্বাস্থ্য বিধি অনুসরণ করে চলার বারবার অনুরোধ কর হলেও নিয়ম মানার কোন বালাই ছিল না। প্রতিদিন মার্কেটগুলোতে মানুষের ভিড়ে চলাচল করাই দূরহ ব্যাপার হয়ে পড়ে। নিয়োজিত স্বেচ্ছাসেবকরা মাইকে বার বার সামাজিক দূরত্ব মেনে চলা এবং স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করলেও কেউ কথা শুনেনি। এছাড়া প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। সংক্রমণের ঝুকি এড়াতে রাজবাড়ী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ এর আহ্বানে জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি কাজী ইরাদত আলীর সভাপতিত্বে আয়োজিত সভা শেষে করোনার সংক্রমণ এড়াতে বুধবার বিকেল থেকেই রাজবাড়ীর সকল প্রকার বিপনি বিতানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন প্রকার দোকানপাট খোলা যাবে বলে জানিয়ে দেওয়া হয়। শুধুমাত্র খাদ্যসামগ্রীর দোকানপাট বেলা ২টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়।

এর আগে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বাজারের বিপনি বিতানগুলোতে মানুষের ভিড় দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানান। এছাড়া সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলামও সামাজিক দূরত্ব না মেনে দোকানে বেচাকেনা চলায় সংক্রমণের ঝুকির কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজকে অবগত করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

করোনা সংক্রমণ এড়াতে রাজবাড়ী বাজার খোলার তিন দিন পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ

পোস্ট হয়েছেঃ ০৯:০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ করোনা সংক্রমণ রোধে রাজবাড়ী জেলায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন চলছে। সরকারি সিদ্ধান্তে ১০ মে থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিপনি বিতানসহ দোকান-পাট খোলার সিদ্ধান্ত হয়। বিপনি বিতান খোলার পর মানুষের ব্যাপক ভিড় পড়ায় স্বাস্থ্য ঝুকি দেখা দেয়। বাধ্য হয়ে তিন দিন পর বুধবার (১৩ মে) বিকেলে রাজবাড়ী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, সরকারি সিদ্ধান্তে ১০ মে থেকে সীমিত আকারে বাজারের বিপনি বিতান এবং অন্যান্য দোকান-পাট খোলার সিদ্ধান্ত জানানো হয়। এজন্য সকল ব্যবসায়ীকে স্বাস্থ্য বিধি অনুসরণ করে চলার বারবার অনুরোধ কর হলেও নিয়ম মানার কোন বালাই ছিল না। প্রতিদিন মার্কেটগুলোতে মানুষের ভিড়ে চলাচল করাই দূরহ ব্যাপার হয়ে পড়ে। নিয়োজিত স্বেচ্ছাসেবকরা মাইকে বার বার সামাজিক দূরত্ব মেনে চলা এবং স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করলেও কেউ কথা শুনেনি। এছাড়া প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। সংক্রমণের ঝুকি এড়াতে রাজবাড়ী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ এর আহ্বানে জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি কাজী ইরাদত আলীর সভাপতিত্বে আয়োজিত সভা শেষে করোনার সংক্রমণ এড়াতে বুধবার বিকেল থেকেই রাজবাড়ীর সকল প্রকার বিপনি বিতানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন প্রকার দোকানপাট খোলা যাবে বলে জানিয়ে দেওয়া হয়। শুধুমাত্র খাদ্যসামগ্রীর দোকানপাট বেলা ২টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়।

এর আগে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বাজারের বিপনি বিতানগুলোতে মানুষের ভিড় দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানান। এছাড়া সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলামও সামাজিক দূরত্ব না মেনে দোকানে বেচাকেনা চলায় সংক্রমণের ঝুকির কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজকে অবগত করেন।