০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দ পৌরসভার প্রথম দলীয় মেয়র নির্বাচিত হলেন আ.লীগের নজরুল ইসলাম

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ চতুর্থ দফায় অনুষ্ঠিত রোববার রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে প্রথম বারের মতো আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী নজরুল ইসলাম মন্ডল মেয়র নির্বাচিত হলেন। এর আগে পৌরসভা গঠনের পর তিনবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়ে আসছেন। শান্তিপূর্ণ পরিবেশে সারাদিন ব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

রোববার (১৪ ফেব্রুয়ারী) ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে ৬১৭ ভোটের ব্যবধানে মেয়র হিসেবে বিজয়ী হন গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল। তাঁর সর্বমোট প্রাপ্ত ভোট হলো ৬,৯০৪। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান মেয়র শেখ মো. নিজামের ছোট ভাই, স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী শেখ মো. নজরুল ইসলাম (জগ) এর প্রাপ্ত ভোট হলো ৬,২৮৭ এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী, সাংবাদিক হেলাল মাহমুদ পেয়েছেন ১২৯ ভোট। মোট ১৬,৫৪৮ ভোটের মধ্যে বৈধ ভোট পড়ে ১৩,৩২০ এবং বাতিল করা হয় ১১৭ ভোট।

রোববার রাতে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারীভাবে মেয়র হিসেবে নজরুল ইসলাম মন্ডলের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন মো. মাসুদুর রহমান। এ সময় তাঁর সাথে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দীন আহম্মেদ উপস্থিত ছিলেন। সরকার দলীয় বিজয়ী প্রার্থী ফলাফলের কাগজপত্র গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মামুন অর রশীদ, পৌর আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ রেজা প্রমূখ।

বিজয়ী হওয়ার পর নজরুল ইসলাম সৃষ্টি কর্তার পাশাপাশি সরকার দলীয় প্রধান শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পৌরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। আগামী পাঁচটি বছর যাতে জনগনের পাশে থেকে কাজ করে যেতে পারি সে সহযোগিতা চাই। আজকের এ বিজয় গোয়ালন্দ পৌরবাসীর বিজয়। সকলের আন্তরিকতা এবং দলের অসংখ্য নেতাকর্মীদের কষ্টের অর্জিত এই ফলাফল।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দ পৌরসভার প্রথম দলীয় মেয়র নির্বাচিত হলেন আ.লীগের নজরুল ইসলাম

পোস্ট হয়েছেঃ ১১:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ চতুর্থ দফায় অনুষ্ঠিত রোববার রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে প্রথম বারের মতো আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী নজরুল ইসলাম মন্ডল মেয়র নির্বাচিত হলেন। এর আগে পৌরসভা গঠনের পর তিনবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়ে আসছেন। শান্তিপূর্ণ পরিবেশে সারাদিন ব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

রোববার (১৪ ফেব্রুয়ারী) ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে ৬১৭ ভোটের ব্যবধানে মেয়র হিসেবে বিজয়ী হন গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল। তাঁর সর্বমোট প্রাপ্ত ভোট হলো ৬,৯০৪। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান মেয়র শেখ মো. নিজামের ছোট ভাই, স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী শেখ মো. নজরুল ইসলাম (জগ) এর প্রাপ্ত ভোট হলো ৬,২৮৭ এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী, সাংবাদিক হেলাল মাহমুদ পেয়েছেন ১২৯ ভোট। মোট ১৬,৫৪৮ ভোটের মধ্যে বৈধ ভোট পড়ে ১৩,৩২০ এবং বাতিল করা হয় ১১৭ ভোট।

রোববার রাতে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারীভাবে মেয়র হিসেবে নজরুল ইসলাম মন্ডলের নাম ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন মো. মাসুদুর রহমান। এ সময় তাঁর সাথে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দীন আহম্মেদ উপস্থিত ছিলেন। সরকার দলীয় বিজয়ী প্রার্থী ফলাফলের কাগজপত্র গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মামুন অর রশীদ, পৌর আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ রেজা প্রমূখ।

বিজয়ী হওয়ার পর নজরুল ইসলাম সৃষ্টি কর্তার পাশাপাশি সরকার দলীয় প্রধান শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পৌরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। আগামী পাঁচটি বছর যাতে জনগনের পাশে থেকে কাজ করে যেতে পারি সে সহযোগিতা চাই। আজকের এ বিজয় গোয়ালন্দ পৌরবাসীর বিজয়। সকলের আন্তরিকতা এবং দলের অসংখ্য নেতাকর্মীদের কষ্টের অর্জিত এই ফলাফল।