০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

অটোরিকশাকে টেনে কয়েক ফুট দূরে নিয়ে যায় ট্রাক, ঘটনাস্থলেই চালক নিহত , আহত ২

মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে ব্যাটারী চালিত অটোরিকশা ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অজ্ঞাত (৩৫) অটোরিকশা চালক নিহত হয়েছেন।

এ ছাড়া অটো রিকশায় থাকা দুই যাত্রীর মধ্যে একজন গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল পৌন দশটার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত অটোচালকের পরিচয় ঘটনাস্থলে শনাক্ত করা যায়নি। গুরুতর আতহ হন গোয়ালন্দ পৌরসভার কেউটিল মাস্টার পাড়ার মো. শাহজাহান মন্ডল এর ছেলে ওসমান মন্ডল (২৫) এবং অপর একজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী নাজির মোল্লা, মনির হোসেন সহ কয়েকজন জানান, শনিবার (৯ এপ্রিল) সকাল পৌনে দশটার দিকে হতাহতরা উপজেলার গোয়ালন্দ বাজার অটোরিক্সাযোগে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। এসময় নদী পাড়ি দিয়ে আসা ফরিদপুর গামী পণ্যবাহী ট্রাকটি (কুষ্টিয়া ট-১১-২২৫৩) অটোরিকশাকে চাপা দিয়ে অন্তত ১০০ ফুট দূরে টেনে নিয়ে যায়। এত ঘটনাস্থলেই রিকশা চালকের মাথা থেতলে মৃত্যু হয়। আহত দুই যাত্রীকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কলমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অবস্থার আরো অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওসমান মন্ডলকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যায়। অপর যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এদিকে দুর্ঘটনার পর ট্রাক চালক দৌড়ে পালিয়ে পাশের ফকির পাড়া গ্রামের এক মসজিদে আশ্রয় নেয়। স্থানীয় লোকজন দুর্ঘটনার খবর পেয়ে ট্রাক চালককে আটক করে। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক চালককে গ্রেপ্তার করে।

ঘটনাস্থলেই উপস্থিত আহলাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, দৌলতদিয়া ঘাটগামী অটোরিকশাটি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মহাসড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটো রিক্সাচালক নিহত হন। এতে আহত হন অটোরিকশায় থাকা দুই যাত্রী। ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় ট্রাক চালক কোহিনুর শেখকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

অটোরিকশাকে টেনে কয়েক ফুট দূরে নিয়ে যায় ট্রাক, ঘটনাস্থলেই চালক নিহত , আহত ২

পোস্ট হয়েছেঃ ১০:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২

মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে ব্যাটারী চালিত অটোরিকশা ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অজ্ঞাত (৩৫) অটোরিকশা চালক নিহত হয়েছেন।

এ ছাড়া অটো রিকশায় থাকা দুই যাত্রীর মধ্যে একজন গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল পৌন দশটার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত অটোচালকের পরিচয় ঘটনাস্থলে শনাক্ত করা যায়নি। গুরুতর আতহ হন গোয়ালন্দ পৌরসভার কেউটিল মাস্টার পাড়ার মো. শাহজাহান মন্ডল এর ছেলে ওসমান মন্ডল (২৫) এবং অপর একজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী নাজির মোল্লা, মনির হোসেন সহ কয়েকজন জানান, শনিবার (৯ এপ্রিল) সকাল পৌনে দশটার দিকে হতাহতরা উপজেলার গোয়ালন্দ বাজার অটোরিক্সাযোগে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। এসময় নদী পাড়ি দিয়ে আসা ফরিদপুর গামী পণ্যবাহী ট্রাকটি (কুষ্টিয়া ট-১১-২২৫৩) অটোরিকশাকে চাপা দিয়ে অন্তত ১০০ ফুট দূরে টেনে নিয়ে যায়। এত ঘটনাস্থলেই রিকশা চালকের মাথা থেতলে মৃত্যু হয়। আহত দুই যাত্রীকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কলমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অবস্থার আরো অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওসমান মন্ডলকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যায়। অপর যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এদিকে দুর্ঘটনার পর ট্রাক চালক দৌড়ে পালিয়ে পাশের ফকির পাড়া গ্রামের এক মসজিদে আশ্রয় নেয়। স্থানীয় লোকজন দুর্ঘটনার খবর পেয়ে ট্রাক চালককে আটক করে। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক চালককে গ্রেপ্তার করে।

ঘটনাস্থলেই উপস্থিত আহলাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, দৌলতদিয়া ঘাটগামী অটোরিকশাটি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মহাসড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটো রিক্সাচালক নিহত হন। এতে আহত হন অটোরিকশায় থাকা দুই যাত্রী। ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় ট্রাক চালক কোহিনুর শেখকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।