০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার আগেই পণ্যবাহি ট্রাক পদ্মায় (ভিডিও)

ছবিঃ মইনুল হক মৃধা

আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট থেকে ফেরিতে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহি ট্রাক পদ্মা নদীতে পড়ে গেছে। এসময় গাড়িতে চালক থাকলেও আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে। তবে আজ বিকেল পৌনে ছয়টায় ডুবন্ত পন্যবাহি ট্রাকটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় ও ঘাট সংশ্লিষ্টরা জানায়, আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে দৌলতদিয়ার তিন নম্বর ঘাটের আপের ঘাট (বর্তমান দুই নম্বর) ফেরিতে ওঠতে অপেক্ষা করছিল মাসুদ মোটরস এর লোহারকুচি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-০৮৪৭)। এসময় তার পিছনে একই কোম্পানীর আরো একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। কিছুক্ষন পর ট্রাকটি দাঁড়িয়ে থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনের দিকে যেতে থাকে। চালক চেষ্টা করেও নিয়ন্ত্রণ রাখতে পারেনি। চোখের পলকে ট্রাকটি সোজা পন্টুন হয়ে পদ্মায় নদীতে গিয়ে পড়ে যায়। ভাড়ি পণ্যবাহি ট্রাকটি অতি সহজে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অনেক চেষ্টা করে ডুবন্ত গাড়ি থেকে চালক শরিফুল ইসলামকে (৪৫) টেনে বের করে। এতে সে আহত হলে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ্য করে তোলা হয়।

সাথে থাকা একই কোম্পানীর আরেক চালক মিরাজ হোসেন জানান, যশোরের বেনাপোল থেকে লোহার কুচি বোঝাই করে চট্রগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করেন। বুধবার রাতে দৌলতদিয়া ঘাটে পৌছে। সকালে ফেরিতে ওঠতে তিন নম্বর ঘাটের আপের ঘাটে পন্টুনের কাছাকাছি গিয়ে দাড়ায়। দূর থেকে ফেরি ভিড়তে দেখে পন্টুনের কাছে গাড়ি আনার জন্য ইঞ্জিন চালু করে। পর মুহুর্তে গাড়ির ব্রেকে কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে একাই পদ্মা নদীর গভীর পানিতে গিয়ে পড়ে। চালকের আসনে চালক শরিফুল ইসলাম বসা ছিল। প্রায় ২০ টন ওজনের গাড়ি হওয়ায় দ্রুত গভীর পানিতে তলিয়ে যায়।

এদিকে ডুবন্ত পণ্যবাহি ট্রাক উদ্ধার করতে আরিচা থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা আনা হয়েছে। জাহাজ দুপুর বারোটার দিকে আসলেও বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ট্রাকটি উদ্ধার করতে পারেনি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তিন নম্বর ঘাটের আপের পকেটের (বর্তমানে দুই নম্বর) সামনে পড়ে যায়। এসময় ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা বন্ধ হয়ে যায়। পরে বিআইডব্লিউটিএ ডুবন্ত পণ্যবাহি ট্রাকটি উদ্ধারে কাজ করছে। বিকেল পৌনে ছয়টায় ডুবন্ত পন্যবাহি ট্রাকটি উদ্ধার করা হয়।

বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক ও উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এস এম সানোয়ার হোসেন বলেন, আমাদের উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। ট্রাকটির ওজন অনেক হওয়ায় ঘাটের সামনে থেকে দূরে সরিয়ে নেওয়া হয়। এখন পন্টুনের ওপর নামানোর কাজ চলছে।

ভিডিও দেখতে ক্লিক করুনঃ

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার আগেই পণ্যবাহি ট্রাক পদ্মায় (ভিডিও)

পোস্ট হয়েছেঃ ০৬:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০

আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট থেকে ফেরিতে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহি ট্রাক পদ্মা নদীতে পড়ে গেছে। এসময় গাড়িতে চালক থাকলেও আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে। তবে আজ বিকেল পৌনে ছয়টায় ডুবন্ত পন্যবাহি ট্রাকটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় ও ঘাট সংশ্লিষ্টরা জানায়, আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে দৌলতদিয়ার তিন নম্বর ঘাটের আপের ঘাট (বর্তমান দুই নম্বর) ফেরিতে ওঠতে অপেক্ষা করছিল মাসুদ মোটরস এর লোহারকুচি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-০৮৪৭)। এসময় তার পিছনে একই কোম্পানীর আরো একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। কিছুক্ষন পর ট্রাকটি দাঁড়িয়ে থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনের দিকে যেতে থাকে। চালক চেষ্টা করেও নিয়ন্ত্রণ রাখতে পারেনি। চোখের পলকে ট্রাকটি সোজা পন্টুন হয়ে পদ্মায় নদীতে গিয়ে পড়ে যায়। ভাড়ি পণ্যবাহি ট্রাকটি অতি সহজে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অনেক চেষ্টা করে ডুবন্ত গাড়ি থেকে চালক শরিফুল ইসলামকে (৪৫) টেনে বের করে। এতে সে আহত হলে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ্য করে তোলা হয়।

সাথে থাকা একই কোম্পানীর আরেক চালক মিরাজ হোসেন জানান, যশোরের বেনাপোল থেকে লোহার কুচি বোঝাই করে চট্রগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করেন। বুধবার রাতে দৌলতদিয়া ঘাটে পৌছে। সকালে ফেরিতে ওঠতে তিন নম্বর ঘাটের আপের ঘাটে পন্টুনের কাছাকাছি গিয়ে দাড়ায়। দূর থেকে ফেরি ভিড়তে দেখে পন্টুনের কাছে গাড়ি আনার জন্য ইঞ্জিন চালু করে। পর মুহুর্তে গাড়ির ব্রেকে কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে একাই পদ্মা নদীর গভীর পানিতে গিয়ে পড়ে। চালকের আসনে চালক শরিফুল ইসলাম বসা ছিল। প্রায় ২০ টন ওজনের গাড়ি হওয়ায় দ্রুত গভীর পানিতে তলিয়ে যায়।

এদিকে ডুবন্ত পণ্যবাহি ট্রাক উদ্ধার করতে আরিচা থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা আনা হয়েছে। জাহাজ দুপুর বারোটার দিকে আসলেও বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ট্রাকটি উদ্ধার করতে পারেনি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তিন নম্বর ঘাটের আপের পকেটের (বর্তমানে দুই নম্বর) সামনে পড়ে যায়। এসময় ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা বন্ধ হয়ে যায়। পরে বিআইডব্লিউটিএ ডুবন্ত পণ্যবাহি ট্রাকটি উদ্ধারে কাজ করছে। বিকেল পৌনে ছয়টায় ডুবন্ত পন্যবাহি ট্রাকটি উদ্ধার করা হয়।

বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক ও উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এস এম সানোয়ার হোসেন বলেন, আমাদের উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। ট্রাকটির ওজন অনেক হওয়ায় ঘাটের সামনে থেকে দূরে সরিয়ে নেওয়া হয়। এখন পন্টুনের ওপর নামানোর কাজ চলছে।

ভিডিও দেখতে ক্লিক করুনঃ