০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নদী পাড়ি দিতে এসে রাত কেটে যাচ্ছে গোয়ালন্দ ঘাট এলাকায়

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ মা-বাবার সাথে ঈদ করতে গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর যান ব্যবসায়ী শরিফুল ইসলাম। ঈদ শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ঈদের চতুর্থ দিন গত শুক্রবার থেকে কর্মস্থলে ছুটতে শুরু করেছেন। তিনিও পরিবারের সাথে ঈদ কাটিয়ে শনিবার সন্ধ্যায় রওয়ানা করেন। ১২ ঘন্টার বেশি মহাসড়কে থেকেও এখনো ঘাট পারি দিতে পারেননি।

রোববার সকালে ফেরি ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার আগে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় আটকে থাকা অবস্থায় তাকে দূর পাল্লার পরিবহনের সামনে ইঞ্জিন কভারে শুয়ে থাকতে দেখা যায়। এ সময় আলাপকালে এ প্রতিবেদককে তিনি এসব কথা বলেন।

শরিফুল ইসলামের মতো ঈদ শেষে কর্মস্থলমুখী শত শত মানুষের রাত কাটছে গোয়ালন্দ ঘাট এলাকায়। নদী পাড়ি দিতে আসা শত শত গাড়ির লাইন ফেরি ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের জমিদারব্রীজ পর্যন্ত ৮ কিলোমিটার ছাড়িয়ে গেছে। বেলা বাড়ার সাথে গাড়ির লাইন আরো দীর্ঘ হচ্ছে। গাড়িতে বসে থাকতে থাকতে গরমে ক্লান্ত যাত্রীরা সিটে ঘুমিয়ে পড়েছে।

এদিকে যাত্রীবাহি বাসের সাথে কাঁচা পণ্যবাহী অনেক গাড়িও আটকে আছে। বিশেষ করে তরমুজ বাহী কাভার্ডভ্যানসহ পণ্যবাহী গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার হওয়ার সুযোগ নিয়ে ওই সব গাড়ি স্থানীয় প্রভাবশালী দালালরা পুলিশের সহযোগিতায় অতিরিক্ত টাকা আদায় করছে। তারপরও ১৪-১৫ ঘন্টার আগে ফেরির নাগাল পাচ্ছে না।

বরগুনা থেকে তরমুজ বোঝাই কাভার্ডভ্যান নিয়ে ঢাকাগামী ফল ব্যবসায়ী আবুল বাশার বলেন, শনিবার রাত ৮টার দিকে রওয়ানা করে ১১টার দিকে যানজটে আটকা পড়েন। স্পেশাল যাওয়ার কথা বলে ১৮০০ টাকার টিকিট সাড়ে ৪ হাজার টাকা নেয়। এরপরও প্রায় ১৩ ঘন্টা ধরে আটকে থাকায় গরমে অনেক তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন।

স্থানীয়দের অভিযোগ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের  স্থানীয় প্রভাবশালী এক ওয়ার্ড সদস্য, যুবলীগ নেতা তরমুজ সহ কাঁচাপণ্য ও ফলের গাড়ি থেকে মোটা অঙ্কের টাকা আদায় করছেন। এতে স্থানীয় কিছু পুলিশ সদস্য সহযোগিতা করে থাকে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় দৌলতদিয়া ঘাট দিয়ে প্রায় ১১ হাজার ৫৯৩টি যানবাহন ফেরিতে নদী পাড়ি দেয়। ২৬৬টি ট্রিপ দিয়ে যানবাহনের মধ্যে ছোট গাড়ি ৭ হাজার ১৯৬টি, মোটরসাইকেল ৩ হাজার ২০৩টি পারি দেয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, এই নৌপথে ২১টি ফেরি চললেও শনিবার দুপুরে যান্ত্রিক ত্রুটির কারনে দুটি ফেরি বিকল হয়ে সন্ধ্যার আগেই বের হয়ে যায়। বর্তমানে ২১টি ফেরি ও পাঁচটি করে ঘাট সচল থাকলেও জড়াজীর্ণ সড়ক এবং শিমুলিয়া-বাংলাবাজার রুটের সমস্ত গাড়ি এই রুট ব্যবহার করায় অতিরিক্ত চাপ পড়েছে।

এদিকে দৌলতদিয়া লঞ্চ ঘাটে রোববারও সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের ঢল নেমেছ। অধিকাংশ মানুষ ঘাটে যানজটে আটকে থাকার ভয়ে ফেরি পারাপারের পররিবর্তে লঞ্চ পারাপার বাসে ঘাটে নামছেন। প্রতিটি লঞ্চে ধারণ ক্ষমতার দ্বিগুন সংখ্যক যাত্রী বহন করছে।

আরিচা লঞ্চ মালিক সমিতি দৌলতদিয়া ঘাট প্রতিনিধি নুরুল আনোয়ার বলেন, গত ২৪ ঘন্টায় ১৬৬টি লঞ্চ ট্রিপ দিয়ে প্রায় ৩০ হাজার যাত্রী পার হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

নদী পাড়ি দিতে এসে রাত কেটে যাচ্ছে গোয়ালন্দ ঘাট এলাকায়

পোস্ট হয়েছেঃ ১১:২০:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ মা-বাবার সাথে ঈদ করতে গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর যান ব্যবসায়ী শরিফুল ইসলাম। ঈদ শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ঈদের চতুর্থ দিন গত শুক্রবার থেকে কর্মস্থলে ছুটতে শুরু করেছেন। তিনিও পরিবারের সাথে ঈদ কাটিয়ে শনিবার সন্ধ্যায় রওয়ানা করেন। ১২ ঘন্টার বেশি মহাসড়কে থেকেও এখনো ঘাট পারি দিতে পারেননি।

রোববার সকালে ফেরি ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার আগে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় আটকে থাকা অবস্থায় তাকে দূর পাল্লার পরিবহনের সামনে ইঞ্জিন কভারে শুয়ে থাকতে দেখা যায়। এ সময় আলাপকালে এ প্রতিবেদককে তিনি এসব কথা বলেন।

শরিফুল ইসলামের মতো ঈদ শেষে কর্মস্থলমুখী শত শত মানুষের রাত কাটছে গোয়ালন্দ ঘাট এলাকায়। নদী পাড়ি দিতে আসা শত শত গাড়ির লাইন ফেরি ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের জমিদারব্রীজ পর্যন্ত ৮ কিলোমিটার ছাড়িয়ে গেছে। বেলা বাড়ার সাথে গাড়ির লাইন আরো দীর্ঘ হচ্ছে। গাড়িতে বসে থাকতে থাকতে গরমে ক্লান্ত যাত্রীরা সিটে ঘুমিয়ে পড়েছে।

এদিকে যাত্রীবাহি বাসের সাথে কাঁচা পণ্যবাহী অনেক গাড়িও আটকে আছে। বিশেষ করে তরমুজ বাহী কাভার্ডভ্যানসহ পণ্যবাহী গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার হওয়ার সুযোগ নিয়ে ওই সব গাড়ি স্থানীয় প্রভাবশালী দালালরা পুলিশের সহযোগিতায় অতিরিক্ত টাকা আদায় করছে। তারপরও ১৪-১৫ ঘন্টার আগে ফেরির নাগাল পাচ্ছে না।

বরগুনা থেকে তরমুজ বোঝাই কাভার্ডভ্যান নিয়ে ঢাকাগামী ফল ব্যবসায়ী আবুল বাশার বলেন, শনিবার রাত ৮টার দিকে রওয়ানা করে ১১টার দিকে যানজটে আটকা পড়েন। স্পেশাল যাওয়ার কথা বলে ১৮০০ টাকার টিকিট সাড়ে ৪ হাজার টাকা নেয়। এরপরও প্রায় ১৩ ঘন্টা ধরে আটকে থাকায় গরমে অনেক তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন।

স্থানীয়দের অভিযোগ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের  স্থানীয় প্রভাবশালী এক ওয়ার্ড সদস্য, যুবলীগ নেতা তরমুজ সহ কাঁচাপণ্য ও ফলের গাড়ি থেকে মোটা অঙ্কের টাকা আদায় করছেন। এতে স্থানীয় কিছু পুলিশ সদস্য সহযোগিতা করে থাকে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় দৌলতদিয়া ঘাট দিয়ে প্রায় ১১ হাজার ৫৯৩টি যানবাহন ফেরিতে নদী পাড়ি দেয়। ২৬৬টি ট্রিপ দিয়ে যানবাহনের মধ্যে ছোট গাড়ি ৭ হাজার ১৯৬টি, মোটরসাইকেল ৩ হাজার ২০৩টি পারি দেয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, এই নৌপথে ২১টি ফেরি চললেও শনিবার দুপুরে যান্ত্রিক ত্রুটির কারনে দুটি ফেরি বিকল হয়ে সন্ধ্যার আগেই বের হয়ে যায়। বর্তমানে ২১টি ফেরি ও পাঁচটি করে ঘাট সচল থাকলেও জড়াজীর্ণ সড়ক এবং শিমুলিয়া-বাংলাবাজার রুটের সমস্ত গাড়ি এই রুট ব্যবহার করায় অতিরিক্ত চাপ পড়েছে।

এদিকে দৌলতদিয়া লঞ্চ ঘাটে রোববারও সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের ঢল নেমেছ। অধিকাংশ মানুষ ঘাটে যানজটে আটকে থাকার ভয়ে ফেরি পারাপারের পররিবর্তে লঞ্চ পারাপার বাসে ঘাটে নামছেন। প্রতিটি লঞ্চে ধারণ ক্ষমতার দ্বিগুন সংখ্যক যাত্রী বহন করছে।

আরিচা লঞ্চ মালিক সমিতি দৌলতদিয়া ঘাট প্রতিনিধি নুরুল আনোয়ার বলেন, গত ২৪ ঘন্টায় ১৬৬টি লঞ্চ ট্রিপ দিয়ে প্রায় ৩০ হাজার যাত্রী পার হয়েছে।