০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন সাংসদ কাজী কেরামত

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ আমাদের দুই ভাইয়ের মধ্যে কোন প্রকার মতভেদ নেই। দলের স্বার্থে সাংগঠনিকভাবে দুই ভাই যে কোন সিদ্ধান্তে একমত। আমরা আগে এক ছিলাম, এখনো এক আছি। শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

সোমবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌরসভা নির্বাচন উপলক্ষে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সাংসদ কাজী কেরামত আলী এসব কথা বলেন। কাজী কেরামত আলী ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীে এবং তাদের অনুসারিরা উপস্থিত ছিলেন।

কাজী কেরামত আলী এবং কাজী ইরাদত আলী রাজনীতির ক্ষেত্রে দুই ভাই দুই বলয়ে বিভক্ত হিসেবেই দলের নেতাকর্মীদের মধ্যে পরিচিত। এমনকি তাঁদের অনুসারীরা আলাদাভাবে পালন দলের বিভিন্ন কর্মসূচি করে থাকে। যে কারনে দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে অনেক ক্ষোভ ও অসন্তোষ রয়েছে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সীর সভাপতিত্বে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল এর সঞ্চালনায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ছাড়াও জেলা আ.লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অরুপ দত্ত হলি, সদস্য নির্মল কুমার চক্রবর্তী, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সহ-সভাপতি সহিদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, মামুন অর রশিদ, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, পৌর আ.লীগের যুগ্ম-সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

সাংসদ কাজী কেরামত আলী বলেন, নির্বাচনী আচরণ বিধি মানতে প্রচারণায় অংশ নিতে পারছিনা। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের দুই ভাইয়ের মধ্যে কোন বিভেদ নেই। দলের সিদ্ধান্তে আমরা সব সময় একমত। এজন্য আমাদের নিয়ে কারো কিছু ভাববার অবকাশ নেই। সারা জেলার একটাই কথা, গোয়ালন্দ আওয়ামী লীগের ঘাটি। তাহলে এখানে কেন এত ভাবতে হবে। আমরা দেখবো নৌকা শেখ হাসিনার।

তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে পৌরসভায় ৪ হাজার ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। পৌরসভা নির্বাচনে কে প্রার্থী হয়েছেন সেটা না দেখে নৌকাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। ১৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় আমরা বিজয় দেখতে চাই। দলের ভিতর কারো গাফলতি থাকলে সে বিষয়টিও সাংগঠনিকভাবে দেখা হবে।

দলীয় সূত্র জানায়, পৌরসভা প্রতিষ্ঠার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখন পর্যন্ত (তিনবার) বিজয়ী হয়ে আসা শেখ মো. নিজাম এ বছর স্থানীয় আ.লীগে না চেয়ে কেন্দ্রীয় আ.লীগের কাছে দলীয় মনোনয়ন চান। সংসদ সদস্য কাজী কেরামত আলীর অনুসারি হিসেবে তিনি কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়পত্র জমাও দেন। কিন্তু তাঁকে না দিয়ে গতবারের দলীয় প্রার্থী পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডলকে মনোনয়ন দেন। পরবর্তীতে শেখ মো. নিজাম এবং তাঁর আপন ছোট ভাই তরুণ শিল্পপতি শেখ মো. নজরুল ইসলাম রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। শেখ মো. নিজাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেও ছোট ভাই শেখ মো. নজরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে (জগ) প্রতীক নিয়ে লড়ছেন। জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী হিসেবে সাংবাদিক হেলাল মাহমুদ লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন সাংসদ কাজী কেরামত

পোস্ট হয়েছেঃ ১০:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ আমাদের দুই ভাইয়ের মধ্যে কোন প্রকার মতভেদ নেই। দলের স্বার্থে সাংগঠনিকভাবে দুই ভাই যে কোন সিদ্ধান্তে একমত। আমরা আগে এক ছিলাম, এখনো এক আছি। শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

সোমবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌরসভা নির্বাচন উপলক্ষে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সাংসদ কাজী কেরামত আলী এসব কথা বলেন। কাজী কেরামত আলী ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীে এবং তাদের অনুসারিরা উপস্থিত ছিলেন।

কাজী কেরামত আলী এবং কাজী ইরাদত আলী রাজনীতির ক্ষেত্রে দুই ভাই দুই বলয়ে বিভক্ত হিসেবেই দলের নেতাকর্মীদের মধ্যে পরিচিত। এমনকি তাঁদের অনুসারীরা আলাদাভাবে পালন দলের বিভিন্ন কর্মসূচি করে থাকে। যে কারনে দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে অনেক ক্ষোভ ও অসন্তোষ রয়েছে।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সীর সভাপতিত্বে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল এর সঞ্চালনায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ছাড়াও জেলা আ.লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অরুপ দত্ত হলি, সদস্য নির্মল কুমার চক্রবর্তী, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সহ-সভাপতি সহিদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, মামুন অর রশিদ, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, পৌর আ.লীগের যুগ্ম-সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

সাংসদ কাজী কেরামত আলী বলেন, নির্বাচনী আচরণ বিধি মানতে প্রচারণায় অংশ নিতে পারছিনা। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের দুই ভাইয়ের মধ্যে কোন বিভেদ নেই। দলের সিদ্ধান্তে আমরা সব সময় একমত। এজন্য আমাদের নিয়ে কারো কিছু ভাববার অবকাশ নেই। সারা জেলার একটাই কথা, গোয়ালন্দ আওয়ামী লীগের ঘাটি। তাহলে এখানে কেন এত ভাবতে হবে। আমরা দেখবো নৌকা শেখ হাসিনার।

তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে পৌরসভায় ৪ হাজার ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। পৌরসভা নির্বাচনে কে প্রার্থী হয়েছেন সেটা না দেখে নৌকাকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। ১৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় আমরা বিজয় দেখতে চাই। দলের ভিতর কারো গাফলতি থাকলে সে বিষয়টিও সাংগঠনিকভাবে দেখা হবে।

দলীয় সূত্র জানায়, পৌরসভা প্রতিষ্ঠার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখন পর্যন্ত (তিনবার) বিজয়ী হয়ে আসা শেখ মো. নিজাম এ বছর স্থানীয় আ.লীগে না চেয়ে কেন্দ্রীয় আ.লীগের কাছে দলীয় মনোনয়ন চান। সংসদ সদস্য কাজী কেরামত আলীর অনুসারি হিসেবে তিনি কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়পত্র জমাও দেন। কিন্তু তাঁকে না দিয়ে গতবারের দলীয় প্রার্থী পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডলকে মনোনয়ন দেন। পরবর্তীতে শেখ মো. নিজাম এবং তাঁর আপন ছোট ভাই তরুণ শিল্পপতি শেখ মো. নজরুল ইসলাম রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। শেখ মো. নিজাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেও ছোট ভাই শেখ মো. নজরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে (জগ) প্রতীক নিয়ে লড়ছেন। জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী হিসেবে সাংবাদিক হেলাল মাহমুদ লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।