০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শখের গরু বিক্রির সোয়া দুই লাখ টাকা নিয়ে গেল অজ্ঞান পার্টির সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ মমিন মন্ডল (৪৫) আর হাসেম শেখ (৪০) দুইজন সর্ম্পকে আপন ভাইরা ভাই। গত মঙ্গলবার ঢাকায় তাদের নিজেদের পালিত দুটি ষাঁড় গরু ২ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেন। গত বুধবার সকালে তারা রাজবাড়ীর কালুখালী বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। মানিকগঞ্জর পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে ওঠার সময় কে বা কারা তাদের অচেতন করে সমস্ত টাকা নিয়ে যায়। পুলিশের ধারণা, অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছিলেন তারা।

মমিন মন্ডল রাজবাড়ীর কালুখালী উপজেলার সাতটা গ্রামের মৃত গমেজ উদ্দিন মন্ডলের ছেলে। আর হাসেম শেখ একই উপজেলার পাড়া বেলগাছি গ্রামের মহির উদ্দিন শেখ এর ছেলে। তাদের বুধবার সকালে দৌলতদিয়া ঘাট থেকে নৌপুলিশ রো রো (বড়) এনায়েতপুরী নামক ফেরি থেকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের এখনো জ্ঞান ফিরে আসেনি।

অসুস্থ্যদের পরিবার ও স্থানীয়রা জানান, মমিন মন্ডল ও হাসেম শেখ সংসারের সচ্ছলতার জন্য নিজেরা ষাঁড় গরু পালেন। উদ্দেশ্যে কোরবানীর ঈদের সামনে ভালো দামে বিক্রি করা। তারা অনেক যত্ন ও লালন পালন করে দুটি ষাঁড় গরু বিক্রির উপযোগী করে তুলেন। গত সোমবার ছোট ট্রাকযোগে গরু দুটি ঢাকায় বিক্রি করতে নেয়। মঙ্গলবার রাতে ষাঁড় দুটি ২ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেন। বুধবার ভোরে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে সকাল ৬টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পৌছে ফেরি এনায়েতপুরী উঠেন। ফেরির ছাদে বিশ্রামে থাকা অবস্থায় অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাদের পানি খাওয়ান।

এ সময় মমিন মন্ডলের কাছে থাকা নগদ ১ লাখ ২৫ হাজার এবং হাসেম শেখ এর কাছে থাকা ৯৫ হাজার টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। সকাল ৭টার দিকে ফেরিটি দৌলতদিয়া ঘাটে পৌছে। অচেতন অবস্থায় তাদের পরে থাকতে দেখে ফেরির লোকজন দৌলতদিয়া নৌপুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় মমিন মন্ডল ও হাসেম শেখকে উদ্ধার করে নিয়ে যায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাদের মুঠোফোনে বাড়ি থেকে ফোন আসায় পরিচয় নিশ্চত হয়ে পুলিশ খবর দিলে পরিবারের লোকজন হাসপাতালে আসেন।

হাসপাতালে থাকা মমিন মন্ডলের স্ত্রী জাহেদা বেগম বলেন, কোরবানীর ঈদ উপলক্ষে অনেক কষ্ট ও যতœ করে ষাঁড় গরুটি পালন করেছিলাম। তার গরুটি ১ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করেছিল বলে জানিয়েছিল। এখন তো আমাদের সবই চলে গেল বলে তিনি আক্ষেপ করতে থাকেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা প্রদীপ কান্তি পাল বলেন, সকালে অচেতন অবস্থায় দুই গরু ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত তাদের জ্ঞান ফিরে আসেনি। তাদের জ্ঞান ফিরতে আরেকটু সময় লাগবে।

অভিযোগ রয়েছে, সারা বছরের পাশাপাশি ঈদের সময় দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাট এলাকায় অজ্ঞান পার্টি, ছিনতাই সহ নানা ধরনের অপরাধীদের তৎপরতা বেড়ে যায়। নৌপুলিশের ঢিলে ঢালা কর্তব্য পালনের কারনে অজ্ঞান পার্টির সদস্যরা প্রকাশ্য দিবালোকে দুই গরু ব্যবসায়ীর নগদ সোয়া দুই লাখ টাকা নিয়ে গেছে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর বলেন, ঈদের সামনে অপরাধী চক্রের তৎপরতা বাড়ায় উভয় ঘাটে নৌপুলিশের টহল জোরদার করা হয়েছে। পাটুরিয়া ঘাট থেকে অত্যন্ত সুকৌশলে অজ্ঞান পার্টির সদস্যরা পানির সাথে নেশা জাতীয় পান করিয়ে তাদের কাছ থেকে নগদ ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে। তাদের মুঠোফোন থেকে পরিবারের সাথে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। অপরাধীদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ শখের গরু বিক্রির সোয়া দুই লাখ টাকা নিয়ে গেল অজ্ঞান পার্টির সদস্যরা

পোস্ট হয়েছেঃ ০৮:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ মমিন মন্ডল (৪৫) আর হাসেম শেখ (৪০) দুইজন সর্ম্পকে আপন ভাইরা ভাই। গত মঙ্গলবার ঢাকায় তাদের নিজেদের পালিত দুটি ষাঁড় গরু ২ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেন। গত বুধবার সকালে তারা রাজবাড়ীর কালুখালী বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। মানিকগঞ্জর পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে ওঠার সময় কে বা কারা তাদের অচেতন করে সমস্ত টাকা নিয়ে যায়। পুলিশের ধারণা, অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছিলেন তারা।

মমিন মন্ডল রাজবাড়ীর কালুখালী উপজেলার সাতটা গ্রামের মৃত গমেজ উদ্দিন মন্ডলের ছেলে। আর হাসেম শেখ একই উপজেলার পাড়া বেলগাছি গ্রামের মহির উদ্দিন শেখ এর ছেলে। তাদের বুধবার সকালে দৌলতদিয়া ঘাট থেকে নৌপুলিশ রো রো (বড়) এনায়েতপুরী নামক ফেরি থেকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের এখনো জ্ঞান ফিরে আসেনি।

অসুস্থ্যদের পরিবার ও স্থানীয়রা জানান, মমিন মন্ডল ও হাসেম শেখ সংসারের সচ্ছলতার জন্য নিজেরা ষাঁড় গরু পালেন। উদ্দেশ্যে কোরবানীর ঈদের সামনে ভালো দামে বিক্রি করা। তারা অনেক যত্ন ও লালন পালন করে দুটি ষাঁড় গরু বিক্রির উপযোগী করে তুলেন। গত সোমবার ছোট ট্রাকযোগে গরু দুটি ঢাকায় বিক্রি করতে নেয়। মঙ্গলবার রাতে ষাঁড় দুটি ২ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেন। বুধবার ভোরে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে সকাল ৬টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পৌছে ফেরি এনায়েতপুরী উঠেন। ফেরির ছাদে বিশ্রামে থাকা অবস্থায় অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাদের পানি খাওয়ান।

এ সময় মমিন মন্ডলের কাছে থাকা নগদ ১ লাখ ২৫ হাজার এবং হাসেম শেখ এর কাছে থাকা ৯৫ হাজার টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। সকাল ৭টার দিকে ফেরিটি দৌলতদিয়া ঘাটে পৌছে। অচেতন অবস্থায় তাদের পরে থাকতে দেখে ফেরির লোকজন দৌলতদিয়া নৌপুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় মমিন মন্ডল ও হাসেম শেখকে উদ্ধার করে নিয়ে যায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাদের মুঠোফোনে বাড়ি থেকে ফোন আসায় পরিচয় নিশ্চত হয়ে পুলিশ খবর দিলে পরিবারের লোকজন হাসপাতালে আসেন।

হাসপাতালে থাকা মমিন মন্ডলের স্ত্রী জাহেদা বেগম বলেন, কোরবানীর ঈদ উপলক্ষে অনেক কষ্ট ও যতœ করে ষাঁড় গরুটি পালন করেছিলাম। তার গরুটি ১ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করেছিল বলে জানিয়েছিল। এখন তো আমাদের সবই চলে গেল বলে তিনি আক্ষেপ করতে থাকেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা প্রদীপ কান্তি পাল বলেন, সকালে অচেতন অবস্থায় দুই গরু ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত তাদের জ্ঞান ফিরে আসেনি। তাদের জ্ঞান ফিরতে আরেকটু সময় লাগবে।

অভিযোগ রয়েছে, সারা বছরের পাশাপাশি ঈদের সময় দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাট এলাকায় অজ্ঞান পার্টি, ছিনতাই সহ নানা ধরনের অপরাধীদের তৎপরতা বেড়ে যায়। নৌপুলিশের ঢিলে ঢালা কর্তব্য পালনের কারনে অজ্ঞান পার্টির সদস্যরা প্রকাশ্য দিবালোকে দুই গরু ব্যবসায়ীর নগদ সোয়া দুই লাখ টাকা নিয়ে গেছে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর বলেন, ঈদের সামনে অপরাধী চক্রের তৎপরতা বাড়ায় উভয় ঘাটে নৌপুলিশের টহল জোরদার করা হয়েছে। পাটুরিয়া ঘাট থেকে অত্যন্ত সুকৌশলে অজ্ঞান পার্টির সদস্যরা পানির সাথে নেশা জাতীয় পান করিয়ে তাদের কাছ থেকে নগদ ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে গেছে। তাদের মুঠোফোন থেকে পরিবারের সাথে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। অপরাধীদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।