০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ রাতভর গাড়ি পারাপার শেষে সকাল থেকে ফেরি বন্ধ

রাজবাড়ীমেইল ডেস্কঃ যাত্রী এবং সাধারণ গাড়ি পারাপার সোমবার দুপুরে বন্ধ করার পর সন্ধ্যা সাতটা থেকে পুনরায় ফেরি চালু করা হয়। রাতভর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আটকে থাকা সকল পণ্যবাহি গাড়ি পারাপার শেষে যাত্রী, ব্যক্তিগত গাড়িসহ সাধারণ গাড়ি পারাপার বন্ধ করতে ফের মঙ্গলবার সকাল থেকে ফেরি বন্ধ রাখা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান। তিনি বলেন, শুধুমাত্র রোগী বা লাশবাহী এ্যাম্বুলেন্স বা রাষ্ট্রীয় কাজে ব্যবহারের গাড়ি পারাপার করতে এক-দুটি ছোট ফেরি চালু রাখা হচ্ছে। অন্য যেকোন ধরনের গাড়ি বা যাত্রী পারাপার করা হবে না।

সংস্থাটি আরো জানায়, পরিবারের সাথে ঈদ করতে সরকারের নির্দেশনা উপেক্ষা করে সোমবার ভোর থেকে রাজধানী সহ বিভিন্ন অঞ্চল ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী শত শত গাড়ি এবং হাজারো মানুষ পাটুরিয়া ঘাটে ভিড় করতে থাকে। অনুরপভাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চল ছেড়ে আসা শত শত ঢাকাগামী মানুষ ও যানবাহন নদী পাড়ি দিতে দৌলতদিয়ায় অপেক্ষা করতে থাকে। পরিস্থিতি এক পর্যায়ে যাত্রী ও যানবাহনের চাপ ভয়াবহ রুপ নেয়। বাধ্য হয়ে সোমবার দুপুর বারোটা থেকে প্রথম পাটুরিয়া ঘাট প্রান্ত থেকে সকল ফেরি ছাড়া বন্ধ করে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল একেবারে বন্ধ করে দেওয়ায় মহা বিপাকে পড়েন জরুরী কাজের জন্য বাইরে বের হওয়া হাজারো যাত্রী ও যানবাহন চালকেরা। অনেকে বাধ্য হয়ে ঘাট থেকে ফিরে যান। এসময় দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাটে আটকা পড়ে শত শত গাড়ি ও হাজারো যাত্রী। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্তে সোমবার সন্ধ্যা সাতটার পর থেকে ফেরি চালু করা হয়। আটকে থাকা গাড়ি রাতভর পারাপার শেষে মঙ্গলবার ভোরে উভয় ঘাট যানবাহন শূন্য হয়ে আসলে কর্তৃপক্ষ ফের সকাল ছয়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান রাজবাড়ীমেইলকে বলেন, উর্দ্বোতন কর্তৃপক্ষের নির্দেশে শুধুমাত্র রোগীবাহি বা লাশবাহি এ্যাম্বুলেন্স পারাপার করতে এক-দুটি ছোট ফেরি চালু রাখা হচ্ছে। যাত্রী ও ব্যক্তিগত গাড়ি সহ যেকোন সাধারণ গাড়ি পারাপার বন্ধ রাখতেই এমন সিদ্ধান্ত রয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথঃ রাতভর গাড়ি পারাপার শেষে সকাল থেকে ফেরি বন্ধ

পোস্ট হয়েছেঃ ০৮:২৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ যাত্রী এবং সাধারণ গাড়ি পারাপার সোমবার দুপুরে বন্ধ করার পর সন্ধ্যা সাতটা থেকে পুনরায় ফেরি চালু করা হয়। রাতভর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আটকে থাকা সকল পণ্যবাহি গাড়ি পারাপার শেষে যাত্রী, ব্যক্তিগত গাড়িসহ সাধারণ গাড়ি পারাপার বন্ধ করতে ফের মঙ্গলবার সকাল থেকে ফেরি বন্ধ রাখা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান। তিনি বলেন, শুধুমাত্র রোগী বা লাশবাহী এ্যাম্বুলেন্স বা রাষ্ট্রীয় কাজে ব্যবহারের গাড়ি পারাপার করতে এক-দুটি ছোট ফেরি চালু রাখা হচ্ছে। অন্য যেকোন ধরনের গাড়ি বা যাত্রী পারাপার করা হবে না।

সংস্থাটি আরো জানায়, পরিবারের সাথে ঈদ করতে সরকারের নির্দেশনা উপেক্ষা করে সোমবার ভোর থেকে রাজধানী সহ বিভিন্ন অঞ্চল ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী শত শত গাড়ি এবং হাজারো মানুষ পাটুরিয়া ঘাটে ভিড় করতে থাকে। অনুরপভাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চল ছেড়ে আসা শত শত ঢাকাগামী মানুষ ও যানবাহন নদী পাড়ি দিতে দৌলতদিয়ায় অপেক্ষা করতে থাকে। পরিস্থিতি এক পর্যায়ে যাত্রী ও যানবাহনের চাপ ভয়াবহ রুপ নেয়। বাধ্য হয়ে সোমবার দুপুর বারোটা থেকে প্রথম পাটুরিয়া ঘাট প্রান্ত থেকে সকল ফেরি ছাড়া বন্ধ করে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল একেবারে বন্ধ করে দেওয়ায় মহা বিপাকে পড়েন জরুরী কাজের জন্য বাইরে বের হওয়া হাজারো যাত্রী ও যানবাহন চালকেরা। অনেকে বাধ্য হয়ে ঘাট থেকে ফিরে যান। এসময় দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাটে আটকা পড়ে শত শত গাড়ি ও হাজারো যাত্রী। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্তে সোমবার সন্ধ্যা সাতটার পর থেকে ফেরি চালু করা হয়। আটকে থাকা গাড়ি রাতভর পারাপার শেষে মঙ্গলবার ভোরে উভয় ঘাট যানবাহন শূন্য হয়ে আসলে কর্তৃপক্ষ ফের সকাল ছয়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান রাজবাড়ীমেইলকে বলেন, উর্দ্বোতন কর্তৃপক্ষের নির্দেশে শুধুমাত্র রোগীবাহি বা লাশবাহি এ্যাম্বুলেন্স পারাপার করতে এক-দুটি ছোট ফেরি চালু রাখা হচ্ছে। যাত্রী ও ব্যক্তিগত গাড়ি সহ যেকোন সাধারণ গাড়ি পারাপার বন্ধ রাখতেই এমন সিদ্ধান্ত রয়েছে।