০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মহাসড়কে পণ্যবাহী যানবাহন থেকে ছিনতাই, চক্রের হোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দে যানজটে আটকে থাকা পন্যবাহী গাড়ি চালকদের অস্ত্র ঠেকিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনার অভিযুক্ত মূল হোতা রাকিব প্রামানিককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে থানা পুলিশ গ্রেপ্তার করে। সে উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়ার সাইদ প্রামানিকের ছেলে।

ভুক্তভোগীরা জানায়, গত বৃহস্পতিবার (৩ মার্চ) দিবাগত রাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকামুখী পণ্যবাহী যানবাহন নদী পাড়ি দিতে গোয়ালন্দ উপজেলা পরিষদের কাছে বিআইডব্লিউটিসির ওজন স্কেলের কাছে পৌছলে সেখানে যানজট তৈরী হয়। যানবাহনের লম্বা লাইন গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকার পর থেকে পিছনের দিকে প্রায় তিন কিলোমিটার লম্বা জমিদার ব্রিজ পর্যন্ত গিয়ে ঠেকে। এর মধ্যবর্তী শ্রীদাম দত্ত পাড়া মধ্যবর্তী শ্রীদাম দত্ত পাড়া এলাকায় আটকে কয়েকটি যানবাহনের চালকদের অস্ত্র ঠেকিয়ে রাকিব ও তার দল ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় সংঘবদ্ধ সশস্ত্র দুর্বৃত্তরা।

এদিকে মহাসড়কে প্রায় রাতেই এ ধরনের ডাকাতির ঘটনা ঘটলেও এ নিয়ে হাইওয়ে পুলিশের কোন মাথা ব্যাথা নেই বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ভুক্তভোগী চালকসহ অন্যদের কেউ লিখিত অভিযোগ দেননি। তারপরও জড়িতদের খোঁজ করতে থাকলে রাকিব প্রামানিকের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে খুঁজতে থাকি। অবশেষে সোমবার বিকেলে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

ওসি জানান, রাকিব মহাসড়কে যানজটে থাকা বিভিন্ন পণ্যবাহী গাড়ি থেকে দলবেধে সুযোগ পেলেই ধারালো অস্ত্র নিয়ে ছিনতাই কাজে বেরিয়ে পড়তো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। গোয়ালন্দ ঘাট থানায় দায়েরকৃত একাধিক ছিনতাই মামলার এজাহারভুক্ত পলাতক আসামী।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

মহাসড়কে পণ্যবাহী যানবাহন থেকে ছিনতাই, চক্রের হোতা গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ১০:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দে যানজটে আটকে থাকা পন্যবাহী গাড়ি চালকদের অস্ত্র ঠেকিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনার অভিযুক্ত মূল হোতা রাকিব প্রামানিককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে থানা পুলিশ গ্রেপ্তার করে। সে উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়ার সাইদ প্রামানিকের ছেলে।

ভুক্তভোগীরা জানায়, গত বৃহস্পতিবার (৩ মার্চ) দিবাগত রাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকামুখী পণ্যবাহী যানবাহন নদী পাড়ি দিতে গোয়ালন্দ উপজেলা পরিষদের কাছে বিআইডব্লিউটিসির ওজন স্কেলের কাছে পৌছলে সেখানে যানজট তৈরী হয়। যানবাহনের লম্বা লাইন গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকার পর থেকে পিছনের দিকে প্রায় তিন কিলোমিটার লম্বা জমিদার ব্রিজ পর্যন্ত গিয়ে ঠেকে। এর মধ্যবর্তী শ্রীদাম দত্ত পাড়া মধ্যবর্তী শ্রীদাম দত্ত পাড়া এলাকায় আটকে কয়েকটি যানবাহনের চালকদের অস্ত্র ঠেকিয়ে রাকিব ও তার দল ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় সংঘবদ্ধ সশস্ত্র দুর্বৃত্তরা।

এদিকে মহাসড়কে প্রায় রাতেই এ ধরনের ডাকাতির ঘটনা ঘটলেও এ নিয়ে হাইওয়ে পুলিশের কোন মাথা ব্যাথা নেই বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ভুক্তভোগী চালকসহ অন্যদের কেউ লিখিত অভিযোগ দেননি। তারপরও জড়িতদের খোঁজ করতে থাকলে রাকিব প্রামানিকের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে খুঁজতে থাকি। অবশেষে সোমবার বিকেলে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

ওসি জানান, রাকিব মহাসড়কে যানজটে থাকা বিভিন্ন পণ্যবাহী গাড়ি থেকে দলবেধে সুযোগ পেলেই ধারালো অস্ত্র নিয়ে ছিনতাই কাজে বেরিয়ে পড়তো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। গোয়ালন্দ ঘাট থানায় দায়েরকৃত একাধিক ছিনতাই মামলার এজাহারভুক্ত পলাতক আসামী।