০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

৬ বিয়ে করে কোটি টাকা হাতিয়ে নেয়া ভুয়া সরকারি কর্মকর্তা রাজবাড়ীতে গ্রেপ্তার

মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সরকারি চাকরিজীবী পরিচয়ে মানবপাচার, ধর্ষণ ও প্রতারণার মামলায় এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সাংবাদিক সম্মেলনে রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শাহরিয়ার নাফিজ ইমন অরফে বুলবুল (৩৫)। তিনি চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।
এর আগে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে নাটোরের লালপুর উপজেলার হাজী মার্কেট এলাকা থেকে পুলিশ ও র‍্যাব-৫ যৌথ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার জানান, আসামি শাহারিয়ার নাফিজ ইমন ওরফে বুলবুল তার পরিচয় গোপন করে সরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে বিভিন্ন জেলার নারীদের প্রেমের ফাঁদে ফেলে তাদের বিয়ে করতো। এ পর্যন্ত সে ৬টি বিয়ে করেছে। পরে তার শশুর বাড়ির আত্মীয় স্বজনদের সরকারি চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতো।
আসামী নিজেকে জনস্বাস্থ্য প্রকৌশলীর সরকারি অডিট অফিসার রাজবাড়ী, ফরিদপুর, যশোর, পাবনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলার সরকারি অফিসের দায়িত্বে আছে বলে পরিচয় দিয়ে রাজবাড়ীর পাংশা উপজেলার আশা (১৭) নামের এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে তোলে।এক পর্যায়ে আসামি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণামূলক বিয়ে করে ধর্ষণ করে এবং গত ২৭ আগস্ট তাকে ফরিদপুরে যৌনপল্লীতে বিক্রির চেষ্টা করে। সেই সাথে ভিকটিমের বাড়ি থেকে নগদ ৮ লাখ টাকা ও ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী সহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

৬ বিয়ে করে কোটি টাকা হাতিয়ে নেয়া ভুয়া সরকারি কর্মকর্তা রাজবাড়ীতে গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ১০:৩৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সরকারি চাকরিজীবী পরিচয়ে মানবপাচার, ধর্ষণ ও প্রতারণার মামলায় এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সাংবাদিক সম্মেলনে রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শাহরিয়ার নাফিজ ইমন অরফে বুলবুল (৩৫)। তিনি চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।
এর আগে, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে নাটোরের লালপুর উপজেলার হাজী মার্কেট এলাকা থেকে পুলিশ ও র‍্যাব-৫ যৌথ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার জানান, আসামি শাহারিয়ার নাফিজ ইমন ওরফে বুলবুল তার পরিচয় গোপন করে সরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে বিভিন্ন জেলার নারীদের প্রেমের ফাঁদে ফেলে তাদের বিয়ে করতো। এ পর্যন্ত সে ৬টি বিয়ে করেছে। পরে তার শশুর বাড়ির আত্মীয় স্বজনদের সরকারি চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতো।
আসামী নিজেকে জনস্বাস্থ্য প্রকৌশলীর সরকারি অডিট অফিসার রাজবাড়ী, ফরিদপুর, যশোর, পাবনা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলার সরকারি অফিসের দায়িত্বে আছে বলে পরিচয় দিয়ে রাজবাড়ীর পাংশা উপজেলার আশা (১৭) নামের এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে তোলে।এক পর্যায়ে আসামি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণামূলক বিয়ে করে ধর্ষণ করে এবং গত ২৭ আগস্ট তাকে ফরিদপুরে যৌনপল্লীতে বিক্রির চেষ্টা করে। সেই সাথে ভিকটিমের বাড়ি থেকে নগদ ৮ লাখ টাকা ও ৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী সহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।