Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাণ ফিরে এসেছে, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

রাজবাড়ী মেইল ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১, ৭:১০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ফটকের সামনে সকাল ৯টা বাজার পরই শিক্ষার্থীদের জটলা। জানা গেল, কেউ এসেছে কবে থেকে ক্লাশ শরু হবে জানতে, কেউ ক্লাস করতে। দীর্ঘদিন পর বিদ্যালয় খুলছে তাই তাদের ত্বর সইছে না। এজন্য অনেকে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি না গিয়ে সরাসরি বিদ্যালয়ে এসেছে।

দশম শ্রেনীর শিক্ষার্থী নোওরিন সিনহার বাসা বিদ্যালয় থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে। এত সকালে কেন জানতে চাইলে বলে, সকাল সাড়ে ৬ টায় প্রাইভেট পড়তে বের হয়েছি। ৯টায় পড়া শেষ করে বাসায় ফিরে আবার স্কুলে আসতে দেরি হবে। অনেক দিন পর সবার সাথে দেখা হবে। এ জন্য বাসায় না গিয়ে স্কুলে এসেছি।

এসএসসি পরীক্ষার্থী নুরুন নাহার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমার কাছে মনে হচ্ছে আবার শৈশবে ফিরে গিয়েছি। অনেক দিন সবাইকে একত্রে কাছে পেয়ে খুবই আনন্দ লাগছে।

মুখে নক্সা করা মাস্ক পড়ে আছে এসএসসি পরিক্ষাথী রিমি আক্তার। সুন্দর সুতার নক্সা করে ইংরেজীতে লেখা “রোমাটো”। রিমি জানায়, তাদের ঘনিষ্ট ৬ বান্ধবীর নামের প্রথম অক্ষর দিয়ে লেখা হয়েছে। তারা ৬ জন এই মাস্ক পড়ে এসেছে।

সাড়ে ১০ টার দিকে সরকারি গোয়ালন্দ ইসলাম কলেজে দেখা যায় কলেজ গেটে কর্তৃপক্ষ স্প্রে করছেন। কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে আগত শিক্ষার্থীদের যাদের মুখে মাস্ক নেই তাদের পড়িয়ে দিচ্ছেন।

একাদশ শ্রেনীর শিক্ষার্থী লামিয়া আক্তার ও রিয়াঙ্কা দাস বলেন, বহুদিন পর কলেজ খুলেছে। মাঝে কয়েকদিন একা একা এসে আ্যসাইনমেন্টের খাতা জমা দিতে এসেছিলাম। বহুদিন পর একত্রে সবাইকে পেয়ে কি যে আনন্দ লাগছে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারছি না। সবাই একত্রে এভাবে জটলা ধরে আড্ডা দেয়ায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে কি না জানতে চাইলে বলেন, আল্লাহর রহম থাকলে সমস্যা নাই। তাছাড়া এখন করোনা পরিস্থিতি অনেক ভালো হয়ে গেছে।

পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান। সাথে রয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয়, কলেজ ছাত্রলীগ সভাপতি বাবু মন্ডল, সাধারণ সম্পাদক জালাল হোসাইন প্রমূখ। তাদেরকে স্বাগত জানান কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার।

ইউএনও বলেন, সরকারি নির্দেশনায় আজ থেকে ক্লাশ শুরু হচ্ছে। তবে সকল শিক্ষার্থী যাতে অবশ্যই মুখে মাস্ক পড়ে থাকে এবং হ্যান্ড স্যানিটাইজ করে সে বিষয়ে সবাইকে সচেতন করতে স্কুল-কলেজগুলো ঘুরে দেখছি।

মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, পৌরসভার মধ্যে থাকা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান চালিয়ে যেতে পারে নিশ্চিত করতে চেস্টা করছি। এক্ষেত্রে পৌরসভা থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।

বেসরকারি শিশু শিক্ষা প্রতিষ্ঠান লোটাস কলেজিয়েট স্কুলে দেখা যায়, গেটে প্রধান শিক্ষকরা শিশুদের তাপমাত্রা পরিক্ষা করে আসতে দিচ্ছেন। কেউ স্প্রে করে তাদেরকে শ্রেনিকক্ষে নিয়ে যাচ্ছেন। বিদ্যালয়ের উঠানে দেখা যায়, শিক্ষার্থীদের সাথে অভিভাবক আসায় প্রচন্ড রকম ভিড়। কোথাও দাঁড়ানোর জায়গাটুকো নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন অর রশিদ বলেন, প্রায় ৮০০ শিক্ষার্থী রয়েছে। এখনো অনেক শিক্ষার্থী আসেনি। অভিভাবক আসায় এত ভিড় হয়েছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ করছি।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, আমরা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সরকারি নির্দেশনা মেনে চলতে বলেছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি