নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি–বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা শহরের মুরগীর ফার্ম সংলগ্ন জেলা কার্যালয়ে নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। নাম ঘোষনা করেন এ নির্বাচনের নির্বাচন কমিশনার রকিবুল ইসলাম পিন্টু।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোঃ আব্দুল কুদ্দুস খান, কার্য্যকরি সভাপতি পদে মোঃ রবিউল ইসলাম মধু, সহ–সভাপতি পদে মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পদে মোঃ মোক্তার হোসেন, সহ–সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুদ মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মজিদ মন্ডল, দপ্তর সম্পাদক পদে মোঃ নুরু ফকির, প্রচার সম্পাদক পদে মোঃ হাসান আলী খান, কোষাধ্যক্ষ পদে মোঃ ফারুক হোসেন, কার্য্যকরি সদস্য মোঃ সৌরভ মন্ডল ও মোঃ আব্দুল জব্বারকে বিনাপ্রতিদ্বন্দীতায় বিজয়ী ঘোষনা করা হয়।
ফলাফল ঘোষনার সময় জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।ফলাফল ঘোষনার পর বিজয়ীরা প্রধান সড়কে আনন্দ র্যালী করে। এ নির্বাচনের সদস্য সচিব ছিলেন, ইব্রাহিম মোল্লা, সদস্য ছিলেন, তোফাজ্জেল হোসেন তোকাই,আশরাফ হোসেন ও শ্রীকৃষ্ণ কুমার দাস।