০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে জমি সংক্রান্ত বিরোধের জেরে খুনের ঘটনায় র‌্যাবের হাতে ৩জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে জমি নিয়ে বিরোধের জের ধরে মো. মজনু শেখ (৪২) নামের যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‌্যাব-৮ এর একটি দল তিনজনকে গ্রেপ্তার করেছে। ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বুধবার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করে। নিহত মজনু শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাসের মাতুব্বর পাড়ার আকবর আলী শেখ এর ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলো মামলার এজাহারভুক্ত আসামী মৃত তারা দেওয়ানের ছেলে মো. রোকন উদ্দিন দেওয়ান (৪৫), রোকন দেওয়ানের ছেলে জসিম দেওয়ান (২৮) ও মো. সজিব দেওয়ান (২২)। তাদেরকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর শহরের র‌্যাব ক্যাম্পে সাংবাদিক সম্মেলনের পর রাতেই গোয়ালন্দ ঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ আজ শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

র‌্যাব-৮ বরিশাল ক্যাম্পের কমান্ডিং অফিসার ও পরিচালক, লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুল হাসান বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোয়ালন্দে যুবককে হত্যার ঘটনাটি জাতীয় এবং স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে প্রিন্ট এবং ইলেক্ট্রিক মিডিয়ায় গুরুত্ব দিয়ে সংবাদটি প্রচারিত হয়। এর প্রেক্ষিতে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কর্মকর্তারা গোয়েন্দা তৎপরতা বাড়ায়। র‌্যাবের চৌকশ দল অবশেষে বৃহস্পতিবার ভোর রাতের দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকা থেকে উল্লেখিত তিনজনকে গ্রেপ্তার করে।

গত ৩ নভেম্বর সকালে পেয়াঁজ রোপন করবেন বলে কৃষক আকবর আলী শেখ বড় ছেলে সিঙ্গাপুর প্রবাসী মজনু শেখ ও ছোট ছেলে নজরুল ইসলামকে সাথে করে বাড়ির পিছনে কৃষি জমি আবাদ করছিলেন। কলের লাঙল দিয়ে চাষাবাদকালে প্রতিবেশী মৃত তারা দেওয়ানের জমির কিছু ভেঙে যায় বলে তার ছেলে লতিফ দেওয়ান এসে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে লতিফ দেওয়ান ও পরিবারের অন্যরা কোদাল ও ধারালো দা দিয়ে মজনু ও নজরুলের মাথায় কয়েকবার আঘাত করে। ছেলেদের রক্ষা করতে গিয়ে বাবা আকবর আলী শেখকেও মারধর করে। তাদের চিৎকারে লোকজন এগিয়ে গেলে সবাই পালিয়ে যায়। জখম অবস্থায় উদ্ধার করে মজনু ও নজরুলকে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই মজনু মারা যান। নজরুলকে ঢাকা মেডিকেলজ হাসপাতাল থেকে আরেকটি বেসরকারি হাসপাতালের নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সহযোগিতায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের দল ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে মামলার এজাহারভুক্ত তিনজনকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়। রাতেই র‌্যাব তাদের থানায় হসান্তর করলে আজ শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে জমি সংক্রান্ত বিরোধের জেরে খুনের ঘটনায় র‌্যাবের হাতে ৩জন গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ১০:৫৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে জমি নিয়ে বিরোধের জের ধরে মো. মজনু শেখ (৪২) নামের যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‌্যাব-৮ এর একটি দল তিনজনকে গ্রেপ্তার করেছে। ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বুধবার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করে। নিহত মজনু শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাসের মাতুব্বর পাড়ার আকবর আলী শেখ এর ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলো মামলার এজাহারভুক্ত আসামী মৃত তারা দেওয়ানের ছেলে মো. রোকন উদ্দিন দেওয়ান (৪৫), রোকন দেওয়ানের ছেলে জসিম দেওয়ান (২৮) ও মো. সজিব দেওয়ান (২২)। তাদেরকে গ্রেপ্তারের পর গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর শহরের র‌্যাব ক্যাম্পে সাংবাদিক সম্মেলনের পর রাতেই গোয়ালন্দ ঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ আজ শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

র‌্যাব-৮ বরিশাল ক্যাম্পের কমান্ডিং অফিসার ও পরিচালক, লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুল হাসান বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোয়ালন্দে যুবককে হত্যার ঘটনাটি জাতীয় এবং স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে প্রিন্ট এবং ইলেক্ট্রিক মিডিয়ায় গুরুত্ব দিয়ে সংবাদটি প্রচারিত হয়। এর প্রেক্ষিতে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কর্মকর্তারা গোয়েন্দা তৎপরতা বাড়ায়। র‌্যাবের চৌকশ দল অবশেষে বৃহস্পতিবার ভোর রাতের দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকা থেকে উল্লেখিত তিনজনকে গ্রেপ্তার করে।

গত ৩ নভেম্বর সকালে পেয়াঁজ রোপন করবেন বলে কৃষক আকবর আলী শেখ বড় ছেলে সিঙ্গাপুর প্রবাসী মজনু শেখ ও ছোট ছেলে নজরুল ইসলামকে সাথে করে বাড়ির পিছনে কৃষি জমি আবাদ করছিলেন। কলের লাঙল দিয়ে চাষাবাদকালে প্রতিবেশী মৃত তারা দেওয়ানের জমির কিছু ভেঙে যায় বলে তার ছেলে লতিফ দেওয়ান এসে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে লতিফ দেওয়ান ও পরিবারের অন্যরা কোদাল ও ধারালো দা দিয়ে মজনু ও নজরুলের মাথায় কয়েকবার আঘাত করে। ছেলেদের রক্ষা করতে গিয়ে বাবা আকবর আলী শেখকেও মারধর করে। তাদের চিৎকারে লোকজন এগিয়ে গেলে সবাই পালিয়ে যায়। জখম অবস্থায় উদ্ধার করে মজনু ও নজরুলকে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই মজনু মারা যান। নজরুলকে ঢাকা মেডিকেলজ হাসপাতাল থেকে আরেকটি বেসরকারি হাসপাতালের নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সহযোগিতায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের দল ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে মামলার এজাহারভুক্ত তিনজনকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়। রাতেই র‌্যাব তাদের থানায় হসান্তর করলে আজ শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়।