০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নগরকান্দায় রোজাদারদের খাদ্য সামগ্রী দিলেন আইনজীবি জামাল হোসেন

রাজবাড়ীমেইল ডেস্কঃ যমুনা গ্রুপের পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) ও ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া এবার নগরকান্দা উপজেলার প্রায় এক হাজার রোজাদারের খাদ্য সামগ্রী উপহার দিলেন। শনিবার তার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়া ও তালমা ইউপি চেয়ারম্যান দেলোয়ারা বেগম। উপজেলার তালমা ইউপির কদমতলী গ্রামে নিজ বাড়ীতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এর আগে গত বুধবার (৬ মে) নগরকান্দা উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌর সভার মোট ২ হাজার ৫০০ কর্মহারা দরিদ্র অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, আটা ও লবন বিতরণ করেন যমুনা গ্রুপের পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।

এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, “বিগত দিনে আমি সারা বছর এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছি। করোনা পরিস্থিতির শুরু থেকেই এলাকার কর্মহারা মানুষদের খাদ্য সামগ্রী ও নগদ টাকা উপহার দিয়ে আসছি। এছাড়া অল্প কিছু দিন আগে উপজেলার ২৫০০ কর্মহারা দরিদ্র অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছি। এবার এক হাজার রোজারদাকে খাদ্য সামগ্রী উপহার দিলাম। পর্যায়ক্রমে প্রয়োজনে আরো খাদ্য সামগ্রী দেয়া হবে।”

তিনি বলেন, “আল্লাহ সহায় থাকলে, আমি যত দিন বেঁচে আছি মানুষের জন্য কাজ করে যাবো। কারন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক আমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ গড়ার কাজে আমি একজন খুদ্র কর্মী হতে পেরে খুবই গর্ব বোধ করি। দেশের মানুষের দুঃসময়ে প্রধান মন্ত্রী দিন রাত কাজ করছেন। তিনি দেশের কর্মহারা অসহায় মানুষের কাছে খাদ্য উপহার পৌছে দিচ্ছেন। তার অনুপ্রেরনায় আমি এলাকার অসহায় মানুষদের সামান্য সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

নগরকান্দায় রোজাদারদের খাদ্য সামগ্রী দিলেন আইনজীবি জামাল হোসেন

পোস্ট হয়েছেঃ ০৪:৩৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ যমুনা গ্রুপের পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) ও ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া এবার নগরকান্দা উপজেলার প্রায় এক হাজার রোজাদারের খাদ্য সামগ্রী উপহার দিলেন। শনিবার তার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়া ও তালমা ইউপি চেয়ারম্যান দেলোয়ারা বেগম। উপজেলার তালমা ইউপির কদমতলী গ্রামে নিজ বাড়ীতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এর আগে গত বুধবার (৬ মে) নগরকান্দা উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌর সভার মোট ২ হাজার ৫০০ কর্মহারা দরিদ্র অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, আটা ও লবন বিতরণ করেন যমুনা গ্রুপের পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।

এ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, “বিগত দিনে আমি সারা বছর এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছি। করোনা পরিস্থিতির শুরু থেকেই এলাকার কর্মহারা মানুষদের খাদ্য সামগ্রী ও নগদ টাকা উপহার দিয়ে আসছি। এছাড়া অল্প কিছু দিন আগে উপজেলার ২৫০০ কর্মহারা দরিদ্র অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছি। এবার এক হাজার রোজারদাকে খাদ্য সামগ্রী উপহার দিলাম। পর্যায়ক্রমে প্রয়োজনে আরো খাদ্য সামগ্রী দেয়া হবে।”

তিনি বলেন, “আল্লাহ সহায় থাকলে, আমি যত দিন বেঁচে আছি মানুষের জন্য কাজ করে যাবো। কারন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক আমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ গড়ার কাজে আমি একজন খুদ্র কর্মী হতে পেরে খুবই গর্ব বোধ করি। দেশের মানুষের দুঃসময়ে প্রধান মন্ত্রী দিন রাত কাজ করছেন। তিনি দেশের কর্মহারা অসহায় মানুষের কাছে খাদ্য উপহার পৌছে দিচ্ছেন। তার অনুপ্রেরনায় আমি এলাকার অসহায় মানুষদের সামান্য সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”