০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে নাসির উদ্দিন বাড়ির পাশে বিলে মাছ ধরতে যান। কিন্তু রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তাঁকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরদিন গতকাল বুধবার নাসিরের বাবা পাংশা থানায় তাঁর নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ বৃহস্পতিবার সকালে বিলের মধ্যে তাঁর মরদেহ দেখতে পান এলাকার লোকজন। বিষয়টি তারা পরিবারকে জানায়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পাংশা থানা পুলিশ। লাশের মুখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার সাংবাদিকদের বলেন, নাসিরের বাড়ি সরিষা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায়। তিনি বাড়িতে কাজকর্ম করতেন।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বৃহস্পতিবার দুপুরে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাসির উদ্দিন নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। তাঁর সঙ্গে স্থানীয় কারও কোনো শত্রুতা ছিল না।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশায় মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর যুবকের লাশ উদ্ধার

পোস্ট হয়েছেঃ ০৬:৩৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে নাসির উদ্দিন বাড়ির পাশে বিলে মাছ ধরতে যান। কিন্তু রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তাঁকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরদিন গতকাল বুধবার নাসিরের বাবা পাংশা থানায় তাঁর নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ বৃহস্পতিবার সকালে বিলের মধ্যে তাঁর মরদেহ দেখতে পান এলাকার লোকজন। বিষয়টি তারা পরিবারকে জানায়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পাংশা থানা পুলিশ। লাশের মুখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার সাংবাদিকদের বলেন, নাসিরের বাড়ি সরিষা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায়। তিনি বাড়িতে কাজকর্ম করতেন।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বৃহস্পতিবার দুপুরে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাসির উদ্দিন নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। তাঁর সঙ্গে স্থানীয় কারও কোনো শত্রুতা ছিল না।