০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে আম্পানের প্রভাবে ৩৬ লক্ষাধিক টাকার ফসলের ক্ষতি

রাজবাড়ীমেইল ডেস্কঃ ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে রাজবাড়ীর গোয়ালন্দে নিচু এলাকায় বৃষ্টির পানি আটকে অনেক ফসলি জমি তলিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। কৃষি বিভাগের হিসেব মতে আম্পানের প্রভাবে ৩৬ লক্ষাধিক টাকার ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ফসলের মধ্যে বেশিরভাগ রয়েছে বোরো ধান। এছাড়া বিভিন্ন শাকসবজিও রয়েছে।

গোয়ালন্দ কৃষি বিভাগ জানায়, সম্প্রতি আম্পানের প্রভাবে ভারি বৃষ্টি হওয়ায় গোয়ালন্দে ১৭৫ জনের বেশি কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব কৃষকের প্রায় ১৪৪ হেক্টর জমির ফসল আংশিক এবং ২১.৬৫ হেক্টর জমির সম্পূর্ণ ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৫ হেক্টর জমির বোরো ধান, ১৫ হেক্টর জমির পাট, তিল ৭০ হেক্টর, মরিচ ৩ হেক্টর, মুগডাল ২ হেক্টর, শাকসবজি ৯ হেক্টর এবং অন্যান্য রয়েছে ১০ হেক্টর জমি।

উপজেলার দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখা যায়, অধিকাংশ নিচু জমিতে বৃষ্টির পানি আটকে রোপন করা ফসলি জমি তলিয়ে গেছে। বাধ্য হয়ে অনেক কৃষক তলিয়ে যাওয়া ধান কেটে ফেলছে। এছাড়া অনেক শাক সবজির খেত নষ্ট হয়ে গেছে।
দৌলতদিয়া ইউনিয়নের আইনদ্দিন সরদার পাড়ায় দেখা যায়, রাস্তার ধারে আম্পানের প্রভাবে বৃষ্টির পানিতে রোপনকৃত বোরো ধান তলিয়ে গেছে। আধা পাকা ধান হওয়ায় কৃষকরা বাধ্য হয়ে তলিয়ে যাওয়া ওইসব ধানের মাথা থেকে কেটে ফেলছেন। কেটে ফেলা ধানের মাথা পাশে ছোট ডিঙ্গি নৌকায় তুলছেন।

স্থানীয় কামাল উদ্দিন বেপারী বলেন, আম্পানের প্রভাবে কয়েকদিন ভারি বৃষ্টিতে পানি বের হওয়ার জায়গা না পাওয়ায় ধান তলিয়ে যায়। অনেক ধান আধাপাকা থাকায় এবং পানি একটু কমার জন্য কয়েকদিন অপেক্ষা করছিলাম। পরে গত দুইদিন ধরে ওই সব ধান বাধ্য হয়ে কাটতে হচ্ছে। প্রায় চার বিঘা জমির ধান এভাবে তলিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

উজানচর ইউনিয়নের নতুন পাড়ার কৃষক খোরশেদ শেখ বলেন, প্রায় তিন বিঘা জমিতে বেগুন সহ অন্যান্য সবজির আবাদ করেছিলাম। কিছু বিক্রি করতে পারলেও কয়েকদিনের ভারি বৃষ্টিতে সব খেত তলিয়ে যাওয়ায় অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃষ্টির পানি আটকে তলিয়ে যাওয়ায় অধিকাংশ সবজি গাছের গোড়া পচে গেছে। এখন পানি নেমে গেলে পুনরায় অন্য কিছু সবজির আবাদের চিন্তা করছি। কিন্তু আর কয়েকদিন পরই তো বর্ষা মৌসুম শুরু হবে।

গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মো. মোহায়মেন আক্তার বলেন, উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে তুলনামূলক ক্ষতিগ্রস্থ হয়েছে উজানচর, দৌলতদিয়া এবং দেবগ্রাম ইউনিয়নে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দৌলতদিয়ার দক্ষিণ দৌলতদিয়া এলাকায়। এসব এলাকার অন্তত ৩৬ লাখ ৩৭ হাজার টাকার ফসল ক্ষতি হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে আম্পানের প্রভাবে ৩৬ লক্ষাধিক টাকার ফসলের ক্ষতি

পোস্ট হয়েছেঃ ০৪:৫৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে রাজবাড়ীর গোয়ালন্দে নিচু এলাকায় বৃষ্টির পানি আটকে অনেক ফসলি জমি তলিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। কৃষি বিভাগের হিসেব মতে আম্পানের প্রভাবে ৩৬ লক্ষাধিক টাকার ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ফসলের মধ্যে বেশিরভাগ রয়েছে বোরো ধান। এছাড়া বিভিন্ন শাকসবজিও রয়েছে।

গোয়ালন্দ কৃষি বিভাগ জানায়, সম্প্রতি আম্পানের প্রভাবে ভারি বৃষ্টি হওয়ায় গোয়ালন্দে ১৭৫ জনের বেশি কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব কৃষকের প্রায় ১৪৪ হেক্টর জমির ফসল আংশিক এবং ২১.৬৫ হেক্টর জমির সম্পূর্ণ ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৫ হেক্টর জমির বোরো ধান, ১৫ হেক্টর জমির পাট, তিল ৭০ হেক্টর, মরিচ ৩ হেক্টর, মুগডাল ২ হেক্টর, শাকসবজি ৯ হেক্টর এবং অন্যান্য রয়েছে ১০ হেক্টর জমি।

উপজেলার দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখা যায়, অধিকাংশ নিচু জমিতে বৃষ্টির পানি আটকে রোপন করা ফসলি জমি তলিয়ে গেছে। বাধ্য হয়ে অনেক কৃষক তলিয়ে যাওয়া ধান কেটে ফেলছে। এছাড়া অনেক শাক সবজির খেত নষ্ট হয়ে গেছে।
দৌলতদিয়া ইউনিয়নের আইনদ্দিন সরদার পাড়ায় দেখা যায়, রাস্তার ধারে আম্পানের প্রভাবে বৃষ্টির পানিতে রোপনকৃত বোরো ধান তলিয়ে গেছে। আধা পাকা ধান হওয়ায় কৃষকরা বাধ্য হয়ে তলিয়ে যাওয়া ওইসব ধানের মাথা থেকে কেটে ফেলছেন। কেটে ফেলা ধানের মাথা পাশে ছোট ডিঙ্গি নৌকায় তুলছেন।

স্থানীয় কামাল উদ্দিন বেপারী বলেন, আম্পানের প্রভাবে কয়েকদিন ভারি বৃষ্টিতে পানি বের হওয়ার জায়গা না পাওয়ায় ধান তলিয়ে যায়। অনেক ধান আধাপাকা থাকায় এবং পানি একটু কমার জন্য কয়েকদিন অপেক্ষা করছিলাম। পরে গত দুইদিন ধরে ওই সব ধান বাধ্য হয়ে কাটতে হচ্ছে। প্রায় চার বিঘা জমির ধান এভাবে তলিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

উজানচর ইউনিয়নের নতুন পাড়ার কৃষক খোরশেদ শেখ বলেন, প্রায় তিন বিঘা জমিতে বেগুন সহ অন্যান্য সবজির আবাদ করেছিলাম। কিছু বিক্রি করতে পারলেও কয়েকদিনের ভারি বৃষ্টিতে সব খেত তলিয়ে যাওয়ায় অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃষ্টির পানি আটকে তলিয়ে যাওয়ায় অধিকাংশ সবজি গাছের গোড়া পচে গেছে। এখন পানি নেমে গেলে পুনরায় অন্য কিছু সবজির আবাদের চিন্তা করছি। কিন্তু আর কয়েকদিন পরই তো বর্ষা মৌসুম শুরু হবে।

গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মো. মোহায়মেন আক্তার বলেন, উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে তুলনামূলক ক্ষতিগ্রস্থ হয়েছে উজানচর, দৌলতদিয়া এবং দেবগ্রাম ইউনিয়নে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দৌলতদিয়ার দক্ষিণ দৌলতদিয়া এলাকায়। এসব এলাকার অন্তত ৩৬ লাখ ৩৭ হাজার টাকার ফসল ক্ষতি হয়েছে।