Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. বিনোদন
  6. সাহিত্য ও সংস্কৃতি

রাজবাড়ী থিয়েটারের চার যুগ পূর্তিতে চারদিন ব্যাপী নাট্যোৎসব

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫০ অপরাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ “নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার” প্রতিপাদ্য নিয়ে রাজবাড়ী থিয়েটারের চার যুগ পূর্তিতে চারদিন ব্যাপি বর্ণাঢ্য আয়োজনে নাট্যোৎসব শুরু হয়ছে। সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে নাটক মঞ্চস্থ ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় নাটকের বিকল্প নেই। বৃহস্পতিবার ‘কবর’ নাটক দিয়ে শুরু হয় নাট্যোৎসব। শুক্রবার রাতে মঞ্চস্থ্য হয় ‘ঊর্ণাজাল’ ও ‘বৈতংসিক’ নাটক। নাট্যোৎসবটি আয়োজন হয়েছে শহরের আজাদী ময়দানে।

নাটক পারে মানুষের বিপথগামী পথ থেকে ফিরিয়ে আনতে ও সমাজকে পরিবর্তন করতে। সাংস্কৃতিক মূল্যবোধ কমে যাওয়ায় সমাজের সাধারন মানুষের অবক্ষয় হতে শুরু করেছে। নেশা, ব্যভিচার ও অপ-সংস্কৃতির প্রভাবে যুব সমাস ধ্বংসের দ্বারপ্রান্তে দাড়িয়েছে। এ আগ্রাসন থেকে সমাজকে রক্ষায় সব সময় নাট্য চর্চা ও নাটক প্রদর্শনী চালিয়ে যেত হবে। শুধু বড় আয়োজনই নয়, স্বল্প পরিসরে নাটক প্রদর্শনই এক সময় বড় আয়োজন তৈরী করবে। সমাজ ব্যাবস্থার অবক্ষয়ের কারন হল মঞ্চে আজ আমরা দাড়িয়ে নাটক মঞ্চস্থ্য করে প্রতিবাদ করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। নাট্যোৎসবটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত নাট্যকর্মি কমরেড রেজাউল করিম রেজা’র স্মরনে।

রাজবাড়ী থিয়েটারের চার যুগ পূর্তি উপলক্ষ্যে পাঁচজন সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্বকে সংবর্ধনা প্রদানের মাধ্যমে চারদিন ব্যাপি নাট্যোৎসব শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটার এর সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। প্রথম দিন রাতে প্রখ্যাত নাট্য ও চলচিত্র ব্যক্তিত্ব শহীদ মুনির চৌধুরী রচিত ভাষা আন্দোলনের উপর রচিত “কবর” নাটক মঞ্চস্থ্য হয়। নাটকটি মঞ্চস্থ্য করে রাজবাড়ী থিয়াটারের নাট্য কর্মিরা। শুক্রবার বাতিঘর ঢাকা পরিবেশনায় মঞ্চস্থ্য হয় ‘ঊর্ণাজাল’ ও পাংশা বহুবচন থিয়েটারের ‘বৈতংসি’। শনি ও রবিবার মাংকি ট্রায়াল, চন্দ্রগ্রহন, লংমার্চ ও সাইনে নাটক গুলো মঞ্চস্থ্য হবে।

নাটক দেখতে আসা তানজিনা আহম্মেদ বলেন, দুই যুগেরও বেশি সময় ধরে রাজবাড়ীতে মঞ্চ নাটক প্রদর্শন হচ্ছেনা। এতে ঝিমিয়ে পরেছে নাট্যাঙ্গন। পিছিয়ে পরেছে সমাজ ব্যবস্থা। ধ্বংস হচ্ছে আমাদের যুব সমাজ। এ থেকে বের হতে হলে নাট্য চর্চা ও নাটক প্রদর্শন নিয়মিত হওয়া প্রয়োজন। প্রতি বছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

রাজবাড়ী থিয়েটারের সভাপতি ও মাছরাঙ্গা টিভির নিউজ এডিটর রেজওয়ানুল হক রাজা বলেন, স্কুলে পড়াকালীন সময়ে তিনি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। থিয়েটারগুলো তখন বেশ সরব ছিল, সে সময়ে যে মঞ্চে তিনি অভিনয় করেছেন, দীর্ঘদিন পরে আবার সেখানে আসতে পেরে ও গুনি ব্যক্তিদের সাথে বসতে পেরে আনন্দ উপভোগ করছেন।

বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব ও নাট্য নির্দেশক প্রবির গুহ বলেন, বাংলাদেশে তিনি এ ধরনের আয়োজন হলে আসেন। তার ভালো লাগার একটি স্থান রাজবাড়ী জেলা। নাটক করাটা আমাদের একটা অধিকার। আমাদের চিন্তায় মননে একে অপরের কথাগুলো শুনতে পারি। দীর্ঘ চার যুগ পরে মানুষে মানুষে সংযোগ হল।

প্রধান অতিথি বাংলাদেশ গ্রাম থিয়েটার এর সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, নাটকসহ বিনোদনের বিভিন্ন স্থানগুলো নষ্ট হয়ে যাওয়ায় সমাজ ব্যাবস্থা আজ বিপথে চলে যাচ্ছে। আসলে এভাবে তা চলতে পারেনা। এ অপসংস্কৃতি বন্ধ করতে হবে, মঞ্চে দাড়িয়ে কথা বলতে হবে, তাহলে বন্ধ হবে অপ-সংস্কৃতি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পাংশায় শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে মামলা

নানা আয়োজনে শেষ হলো গোয়ালন্দের তিনদিন ব্যাপী ১৫৩ তম ফকিরী মেলা

রাজবাড়ীতে শেষ হলো লোকজ ও সাংস্কৃতিক মেলা, ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা

গোয়ালন্দে পুলিশের পৃথক অভিযানে হেরোইন সহ দুই যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে ইউসিবি ব্যাংক বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগের উদ্বোধন

রাজবাড়ীতে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন, তদন্তপূর্বক মামলা প্রত্যাহারের দাবি

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মামলায় ইউপি চেয়ারম্যান সহ আ.লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে

গোয়ালন্দে নানান আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রাজবাড়ীতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দেলনের মামলায় আ.লীগের ২০ নেতা কর্মী কারাগারে

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার