০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার, পরিবারের দাবী পরিকল্পিত হত্যা

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বুধবার দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হারুন শেখ (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। সে টাঙ্গাইল সদর উপজেলার জুগিরবয়ড়া গ্রামের মৃত ওয়াহেদ আলী শেখ এর ছেলে। হারুন দৌলতদিয়া যৌনপল্লির দবিরের বাড়ির ভাড়াটিয়া এবং তত্বাবধায়ক হিসেবে কাজ করতো।

হারুনের পরিবারের দাবী, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় অপমৃত্যু মামলা (নং-৬) দায়ের হয়েছে। হারুনের গ্রামের বাড়ির প্রতিবেশী আরান আলী বাদী হয়ে বুধবার রাতেই থানায় অপমৃত্যু মামলা করেন।

আরান আলী জানান, হারুন ও তিনি দূর সর্ম্পকের চাচা-ভাতিজা। গ্রামের রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। করোনায় রোজগার অনেকটা বন্ধ হয়ে গেলে ৬ মাস আগে তারা দুইজনে দৌলতদিয়ায় আসেন কাজের সন্ধানে। যৌনপল্লির জিয়ার বাড়িতে ভাড়া থেকে দোকানে কর্মচারী হিসেবে কাজ নেন আরান আলী। হারুন শেখপল্লির দবিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থেকে বাড়ি দেখাশুনার তত্বাবধায়কের কাজ নেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ চাচা হারুনের অসুস্থ্যতার খবর পান। খবর পেয়ে দবিরের বাড়ির শরিফা ও নিলু মন্ডল নামের দুজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ধারণা, নেশা জাতীয় কিছু সেবনের ফলে অজ্ঞাত কারণে বেশি অসুস্থ্য হওয়ায় অস্বাভাবিকভাবে মৃত্যু হতে পারে। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে।

খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত হারুন শেখ এর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে। আজ বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য পুলিশ লাশটি রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করেছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিতাই কুমার ঘোষ জানান, বুধবার বিকেল ৫.২০ মিনিটে হারুন নামের ওই ব্যক্তিকে শরীফা নামের তার স্ত্রী পরিচয়ে এক নারী ও নিলু মন্ডল নামের এক ব্যক্তি মিলে মৃত অবস্থায় হাসপাতালে আনেন। বিষয়টি থানাকে অবগত করলে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়।

এদিকে হারুনের শ্যালক সোনা মিয়া বলেন, আমরা খবর পেয়ে বৃহস্পতিবার খুব ভোরে টাঙ্গাইল থেকে রওয়ানা করে সকালে গোয়ালন্দ এসে পৌছি। এখানে সবকিছু জানার পর মনে হয়েছে আমার বোন জামাই হারুন শেখকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আমরা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠনো হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে খতিয়ে দেখে এবং ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার, পরিবারের দাবী পরিকল্পিত হত্যা

পোস্ট হয়েছেঃ ১১:৫৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বুধবার দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হারুন শেখ (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। সে টাঙ্গাইল সদর উপজেলার জুগিরবয়ড়া গ্রামের মৃত ওয়াহেদ আলী শেখ এর ছেলে। হারুন দৌলতদিয়া যৌনপল্লির দবিরের বাড়ির ভাড়াটিয়া এবং তত্বাবধায়ক হিসেবে কাজ করতো।

হারুনের পরিবারের দাবী, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় অপমৃত্যু মামলা (নং-৬) দায়ের হয়েছে। হারুনের গ্রামের বাড়ির প্রতিবেশী আরান আলী বাদী হয়ে বুধবার রাতেই থানায় অপমৃত্যু মামলা করেন।

আরান আলী জানান, হারুন ও তিনি দূর সর্ম্পকের চাচা-ভাতিজা। গ্রামের রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। করোনায় রোজগার অনেকটা বন্ধ হয়ে গেলে ৬ মাস আগে তারা দুইজনে দৌলতদিয়ায় আসেন কাজের সন্ধানে। যৌনপল্লির জিয়ার বাড়িতে ভাড়া থেকে দোকানে কর্মচারী হিসেবে কাজ নেন আরান আলী। হারুন শেখপল্লির দবিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থেকে বাড়ি দেখাশুনার তত্বাবধায়কের কাজ নেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ চাচা হারুনের অসুস্থ্যতার খবর পান। খবর পেয়ে দবিরের বাড়ির শরিফা ও নিলু মন্ডল নামের দুজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ধারণা, নেশা জাতীয় কিছু সেবনের ফলে অজ্ঞাত কারণে বেশি অসুস্থ্য হওয়ায় অস্বাভাবিকভাবে মৃত্যু হতে পারে। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে।

খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত হারুন শেখ এর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে। আজ বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য পুলিশ লাশটি রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করেছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিতাই কুমার ঘোষ জানান, বুধবার বিকেল ৫.২০ মিনিটে হারুন নামের ওই ব্যক্তিকে শরীফা নামের তার স্ত্রী পরিচয়ে এক নারী ও নিলু মন্ডল নামের এক ব্যক্তি মিলে মৃত অবস্থায় হাসপাতালে আনেন। বিষয়টি থানাকে অবগত করলে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়।

এদিকে হারুনের শ্যালক সোনা মিয়া বলেন, আমরা খবর পেয়ে বৃহস্পতিবার খুব ভোরে টাঙ্গাইল থেকে রওয়ানা করে সকালে গোয়ালন্দ এসে পৌছি। এখানে সবকিছু জানার পর মনে হয়েছে আমার বোন জামাই হারুন শেখকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আমরা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠনো হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে খতিয়ে দেখে এবং ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।