০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালীতে আ.লীগ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন, সন্ত্রাস ও মাদকবিরোধী মানববন্ধন

মোক্তার হোসেনঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সে লক্ষে সর্বস্তরের জনগণকে উদ্ধুদ্ধ ও গণআন্দোলন গড়ে তুলতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের নির্দেশনায় কালুখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার একযোগে সাতটি ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এমপির জ্যেষ্ঠ পুত্র ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুলের সহযোগিতায় কালুখালী উপজেলার রতনদিয়া, কালিকাপুর, বোয়ালিয়া, মদাপুর, মাঝবাড়ী, মৃগী, সাওরাইল ইউনিয়নে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। কালুখালীর ৭টি ইউনিয়নে প্রায় ১৪হাজার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে।

পরে কালুখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলিউজ্জামান (টিটো চৌধুরী), পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), আ.লীগের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ.এফ.এম শফিউদ্দীন (পাতা), উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম টেলি কনফারেন্সে বক্তব্যে বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা একটি কর্মসূচির আয়োজন করি। কিন্তু প্রশাসন সেই কর্মসূচিতে নগ্ন হস্তক্ষেপ করেছে। পুলিশ জনগণের বন্ধু, কিন্তু এই কর্মসূচি বানচালের জন্য কিছু পুলিশ সদস্য ষড়যন্ত্র করছে। কাদের স্বার্থ হাসিলে পুলিশ কাজ করছে তা খতিয়ে দেখতে হবে। কিছু দুর্নীতিবাজ পুলিশ সদস্য পুরো বাহিনীকে প্রশ্নবিদ্ধ করছে। তারা জামাত-শিবির ও বিএনপির সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে।

বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি বলেন, মাঝবাড়ী ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান যুবলীগের সদস্য রবিউল ইসলাম হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করতে হবে। তবে এই হত্যাকান্ড নিয়ে পুলিশ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেই দিকটা গুরুত্বের সাথে দেখতে হবে।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে কালুখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিউর রহমান নবাব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনগনকে উদ্বুদ্ধ করে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন। সন্ত্রাস ও মাদকমুক্ত তথা ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর আহবানে সাড়া দিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান করেছেন। নির্বাচনী এলাকা সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনগণকে সম্পৃক্ত করে গণআন্দোলন গড়তে দলীয় কর্মীদের নির্দেশ প্রদান করেন। জেলা আ.লীগ নেতা আশিক মাহমুদ মিতুলের সহযোগীতায় কালুখালী আ.লীগ সন্ত্রাস ও মাদক বিরোধী মানববন্ধন করতে সোমবার উপজেলা সদরে শান্তিপূর্ণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে। কিন্তু স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে কর্মসূচি স্থগিত করতে বাধ্য হই। প্রশাসনের হস্তক্ষেপের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং ভবিষ্যতে জনবিরোধী কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য যে, করোনাকালীন জিল্লুল হাকিম এমপি এবং জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল পাংশা, কালুখালী এবং বালিয়াকান্দি তথা রাজবাড়ী জেলার প্রত্যন্ত অঞ্চলে জনগণের পাশে সার্বক্ষণিকভাবে অবস্থান গ্রহণ করে অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ, শিশু খাদ্য বিতরণ, অসুস্থ্য মানুষের জন্য ভ্রাম্যমান মেডিকেল টিম গঠন করে সেবা প্রদান এবং করোনা সংক্রমন প্রতিরোধের জন্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ বাহিনীর সদস্য, সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের করোনা যোদ্ধাদের জন্য সুরক্ষা সামগ্রী পিপিই, মাকস, গ্লাভসসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন। করোনা রোগীদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে অক্সিজেন যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করেছেন।

কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান যুবলীগের সক্রিয় সদস্য রবিউল ইসলামের হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানী না করতে প্রশাসনের নিকট আহবান জানাচ্ছি।

মানববন্ধনে কালুখালী উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গ সংগঠন, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, শিল্প ও বণিক সমিতি, মুক্তিযোদ্ধা সংসদসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

কালুখালীতে আ.লীগ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন, সন্ত্রাস ও মাদকবিরোধী মানববন্ধন

পোস্ট হয়েছেঃ ০৮:৪৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০

মোক্তার হোসেনঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সে লক্ষে সর্বস্তরের জনগণকে উদ্ধুদ্ধ ও গণআন্দোলন গড়ে তুলতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের নির্দেশনায় কালুখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার একযোগে সাতটি ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এমপির জ্যেষ্ঠ পুত্র ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুলের সহযোগিতায় কালুখালী উপজেলার রতনদিয়া, কালিকাপুর, বোয়ালিয়া, মদাপুর, মাঝবাড়ী, মৃগী, সাওরাইল ইউনিয়নে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। কালুখালীর ৭টি ইউনিয়নে প্রায় ১৪হাজার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে।

পরে কালুখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলিউজ্জামান (টিটো চৌধুরী), পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), আ.লীগের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ.এফ.এম শফিউদ্দীন (পাতা), উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম টেলি কনফারেন্সে বক্তব্যে বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা একটি কর্মসূচির আয়োজন করি। কিন্তু প্রশাসন সেই কর্মসূচিতে নগ্ন হস্তক্ষেপ করেছে। পুলিশ জনগণের বন্ধু, কিন্তু এই কর্মসূচি বানচালের জন্য কিছু পুলিশ সদস্য ষড়যন্ত্র করছে। কাদের স্বার্থ হাসিলে পুলিশ কাজ করছে তা খতিয়ে দেখতে হবে। কিছু দুর্নীতিবাজ পুলিশ সদস্য পুরো বাহিনীকে প্রশ্নবিদ্ধ করছে। তারা জামাত-শিবির ও বিএনপির সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে।

বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি বলেন, মাঝবাড়ী ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান যুবলীগের সদস্য রবিউল ইসলাম হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা করতে হবে। তবে এই হত্যাকান্ড নিয়ে পুলিশ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেই দিকটা গুরুত্বের সাথে দেখতে হবে।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে কালুখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিউর রহমান নবাব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনগনকে উদ্বুদ্ধ করে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন। সন্ত্রাস ও মাদকমুক্ত তথা ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর আহবানে সাড়া দিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান করেছেন। নির্বাচনী এলাকা সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনগণকে সম্পৃক্ত করে গণআন্দোলন গড়তে দলীয় কর্মীদের নির্দেশ প্রদান করেন। জেলা আ.লীগ নেতা আশিক মাহমুদ মিতুলের সহযোগীতায় কালুখালী আ.লীগ সন্ত্রাস ও মাদক বিরোধী মানববন্ধন করতে সোমবার উপজেলা সদরে শান্তিপূর্ণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে। কিন্তু স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে কর্মসূচি স্থগিত করতে বাধ্য হই। প্রশাসনের হস্তক্ষেপের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং ভবিষ্যতে জনবিরোধী কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য যে, করোনাকালীন জিল্লুল হাকিম এমপি এবং জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আশিক মাহমুদ মিতুল পাংশা, কালুখালী এবং বালিয়াকান্দি তথা রাজবাড়ী জেলার প্রত্যন্ত অঞ্চলে জনগণের পাশে সার্বক্ষণিকভাবে অবস্থান গ্রহণ করে অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ, শিশু খাদ্য বিতরণ, অসুস্থ্য মানুষের জন্য ভ্রাম্যমান মেডিকেল টিম গঠন করে সেবা প্রদান এবং করোনা সংক্রমন প্রতিরোধের জন্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ বাহিনীর সদস্য, সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের করোনা যোদ্ধাদের জন্য সুরক্ষা সামগ্রী পিপিই, মাকস, গ্লাভসসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন। করোনা রোগীদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে অক্সিজেন যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ করেছেন।

কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান যুবলীগের সক্রিয় সদস্য রবিউল ইসলামের হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানী না করতে প্রশাসনের নিকট আহবান জানাচ্ছি।

মানববন্ধনে কালুখালী উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গ সংগঠন, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, শিল্প ও বণিক সমিতি, মুক্তিযোদ্ধা সংসদসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।