০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে রাজবাড়ীতে ২২ দিনে ৪৮ জেলের জেল

মইনুল হক, রাজবাড়ীঃ মা ইলিশ রক্ষায় পদ্মা ও যমুনা নদীতে সব ধরনের মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে রাজবাড়ী জেলায় ৪৮ জেলেকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে নিষেধাজ্ঞা শেষে শুক্রবার কর্মচাঞ্চল্য ফিরে আসে রাজবাড়ী জেলার বিভিন্ন মৎস্য মোকামে। সকাল থেকে মোকামে আসে প্রচুর ইলিশ।শনিবার সকালে রাজবাড়ীর উড়াকান্দা, দৌলতদিয়া ঘাট মোকামে গিয়ে দেখা গেছে, লোকে লোকারণ্য। নৌকা, ট্রলারে মাছ নিয়ে জেলে ভিড়ছে ঘাটে।

জেলা মৎস্য অধিদপ্তর কার্যালয়ের তথ্য মতে, রাজবাড়ী সদর, কালুখালি, পাংশা ও গোয়ালন্দে গত ২২ দিনে অভিযান করা হয়েছে ৩৭৫টি। এ সময়ের মধ্যে ইলিশ জব্দ করা হয়েছে ৪৭০ কেজি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে প্রায় ১৬.৭ লক্ষ মিটার, জেল দেওয়া হয়েছে ৪৮ জেলেকে এবং ভ্রাম্যমাণ আদালতে ২১ জনকে ১ লক্ষ ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত ইলিশগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মা ইলিশ নিরাপদ প্রজনন রক্ষায় আমাদের সার্বিক প্রচেষ্টা অব্যাহত ছিল। অভিযানে মৎস্য বিভাগকে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ সার্বিক সহযোগিতা করেছে। আমরা ইলিশ ধরা থেকে বিরত জেলেদের ২৫ কেজি করে চাল দিয়েছি। তাদের সচেনত করেছি। কারণ এসব ইলিশ ডিম ছাড়লে এবং বড় হলে তারাই লাভবান হবে। তারপরেও যারা আইন অমান্য করে মা ইলিশ ধরেছে তাদের আইনের আওতায় আনা হয়েছে। এছাড়াও আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে রাজবাড়ীতে ২২ দিনে ৪৮ জেলের জেল

পোস্ট হয়েছেঃ ১১:০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩

মইনুল হক, রাজবাড়ীঃ মা ইলিশ রক্ষায় পদ্মা ও যমুনা নদীতে সব ধরনের মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে রাজবাড়ী জেলায় ৪৮ জেলেকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে নিষেধাজ্ঞা শেষে শুক্রবার কর্মচাঞ্চল্য ফিরে আসে রাজবাড়ী জেলার বিভিন্ন মৎস্য মোকামে। সকাল থেকে মোকামে আসে প্রচুর ইলিশ।শনিবার সকালে রাজবাড়ীর উড়াকান্দা, দৌলতদিয়া ঘাট মোকামে গিয়ে দেখা গেছে, লোকে লোকারণ্য। নৌকা, ট্রলারে মাছ নিয়ে জেলে ভিড়ছে ঘাটে।

জেলা মৎস্য অধিদপ্তর কার্যালয়ের তথ্য মতে, রাজবাড়ী সদর, কালুখালি, পাংশা ও গোয়ালন্দে গত ২২ দিনে অভিযান করা হয়েছে ৩৭৫টি। এ সময়ের মধ্যে ইলিশ জব্দ করা হয়েছে ৪৭০ কেজি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে প্রায় ১৬.৭ লক্ষ মিটার, জেল দেওয়া হয়েছে ৪৮ জেলেকে এবং ভ্রাম্যমাণ আদালতে ২১ জনকে ১ লক্ষ ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত ইলিশগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মা ইলিশ নিরাপদ প্রজনন রক্ষায় আমাদের সার্বিক প্রচেষ্টা অব্যাহত ছিল। অভিযানে মৎস্য বিভাগকে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ সার্বিক সহযোগিতা করেছে। আমরা ইলিশ ধরা থেকে বিরত জেলেদের ২৫ কেজি করে চাল দিয়েছি। তাদের সচেনত করেছি। কারণ এসব ইলিশ ডিম ছাড়লে এবং বড় হলে তারাই লাভবান হবে। তারপরেও যারা আইন অমান্য করে মা ইলিশ ধরেছে তাদের আইনের আওতায় আনা হয়েছে। এছাড়াও আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।