০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দিন দুপুরে গোয়ালন্দে ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে দিন দুপুরে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে মারধর করে ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ওয়াজেদ শেখ (৪৫)। তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কদমতলী গ্রামের বাসিন্দা ও স্থানীয় মৌলভী বাজারের একজন মুদি ব্যবসায়ী। শুক্রবার দুপুর বারোটার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে স্থানীয় মসজিদে নামাজ আদায়ের জন্য যাচ্ছিল।

অভিযুক্তদের নাম স্থানীয় ভাগলপুর গ্রামের নিকবার খার ছেলে মো. সোহেল খা (৩০), সিদ্দিক শেখের ছেলে সুমন শেখ (২৬) ও অপর এক সহযোগী মিলে তাকে মারধর করে পাঞ্জাবি ছিড়ে পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়।

ব্যবসায়ী ওয়াজেদ শেখ অভিযোগে বলেন, শুক্রবার দুপুর সোয়া বারোটার দিকে মৌলভী বাজার থেকে দোকান বন্ধ করে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরের উদ্দেশ্যে বের হন। খানখানপুর সাপ্তাহিক হাটে মহাজনকে টাকা দিতেই তিনি প্রস্তুতি নিয়ে বের হন। পথিমধ্যে ভাগলপুর তিন রাস্তার মোড় বটতলা এলাকায় রিক্সায় পৌছা মাত্র রাস্তার গতিরোধ করে সোহেল ও সুমন সহ অপর সহকারী তাকে রিক্সা থেকে টেনে হিঁচরে নামিয়ে কাছে থাকা টাকা দিতে বলেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে কাঠের চলা দিয়ে মারপিট ও কিলঘুষি মেরে ফেলে দেয়। পড়নের পাঞ্জাবি ছিড়ে ফেলে পকেটে থাকা নগদ ৪৫ হাজার ৩০০ টাকা কেড়ে নেয়। চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ী ওয়াজেদ শেখ বলেন, তিনি আহত অবস্থায় অভিযোগ দিতে গোয়ালন্দ ঘাট থানায় যান। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা তাকে আগে চিকিৎসা নিয়ে সুস্থ্য হওয়ার পরামর্শ দিয়েছেন। তাই তিনি বর্তমানে মৌখিকভাবে অভিযোগ জানিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হামলাকারী সোহেল স্থানীয়ভাবে খুবই খারাপ ছেলে হিসেবে পরিচিত। সে অটোরিক্সা চালায়। মাঝে মধ্যে তার অটোরিক্সায় করে রাজবাড়ী থেকে দোকানের জন্য মালামালও আনতো। কিছুদিন ধরে তার অটোরিক্সায় কোন মালামাল আনেনা বলে জানান। এছাড়া তার সাথে কোন ধরনের বিরোধ নেই বলে দাবী করেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল মিয়া বলেন, এ ধরনের অভিযোগ নিয়ে ওয়াজেদ শেখ থানায় আসলে তিনি অসুস্থ্য হয়ে পড়ে। তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসা নিতে বলা হয়েছে। সেই সাথে তার মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের ধরতে এলাকায় অভিযান চালিয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি। লিখিত অভিযোগ পাওয়ার পর নিয়মিত মামলা রুজু করা হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দিন দুপুরে গোয়ালন্দে ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

পোস্ট হয়েছেঃ ১০:২১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে দিন দুপুরে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে মারধর করে ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ওয়াজেদ শেখ (৪৫)। তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কদমতলী গ্রামের বাসিন্দা ও স্থানীয় মৌলভী বাজারের একজন মুদি ব্যবসায়ী। শুক্রবার দুপুর বারোটার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে স্থানীয় মসজিদে নামাজ আদায়ের জন্য যাচ্ছিল।

অভিযুক্তদের নাম স্থানীয় ভাগলপুর গ্রামের নিকবার খার ছেলে মো. সোহেল খা (৩০), সিদ্দিক শেখের ছেলে সুমন শেখ (২৬) ও অপর এক সহযোগী মিলে তাকে মারধর করে পাঞ্জাবি ছিড়ে পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়।

ব্যবসায়ী ওয়াজেদ শেখ অভিযোগে বলেন, শুক্রবার দুপুর সোয়া বারোটার দিকে মৌলভী বাজার থেকে দোকান বন্ধ করে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরের উদ্দেশ্যে বের হন। খানখানপুর সাপ্তাহিক হাটে মহাজনকে টাকা দিতেই তিনি প্রস্তুতি নিয়ে বের হন। পথিমধ্যে ভাগলপুর তিন রাস্তার মোড় বটতলা এলাকায় রিক্সায় পৌছা মাত্র রাস্তার গতিরোধ করে সোহেল ও সুমন সহ অপর সহকারী তাকে রিক্সা থেকে টেনে হিঁচরে নামিয়ে কাছে থাকা টাকা দিতে বলেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে কাঠের চলা দিয়ে মারপিট ও কিলঘুষি মেরে ফেলে দেয়। পড়নের পাঞ্জাবি ছিড়ে ফেলে পকেটে থাকা নগদ ৪৫ হাজার ৩০০ টাকা কেড়ে নেয়। চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ী ওয়াজেদ শেখ বলেন, তিনি আহত অবস্থায় অভিযোগ দিতে গোয়ালন্দ ঘাট থানায় যান। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা তাকে আগে চিকিৎসা নিয়ে সুস্থ্য হওয়ার পরামর্শ দিয়েছেন। তাই তিনি বর্তমানে মৌখিকভাবে অভিযোগ জানিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হামলাকারী সোহেল স্থানীয়ভাবে খুবই খারাপ ছেলে হিসেবে পরিচিত। সে অটোরিক্সা চালায়। মাঝে মধ্যে তার অটোরিক্সায় করে রাজবাড়ী থেকে দোকানের জন্য মালামালও আনতো। কিছুদিন ধরে তার অটোরিক্সায় কোন মালামাল আনেনা বলে জানান। এছাড়া তার সাথে কোন ধরনের বিরোধ নেই বলে দাবী করেন।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল মিয়া বলেন, এ ধরনের অভিযোগ নিয়ে ওয়াজেদ শেখ থানায় আসলে তিনি অসুস্থ্য হয়ে পড়ে। তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসা নিতে বলা হয়েছে। সেই সাথে তার মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের ধরতে এলাকায় অভিযান চালিয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি। লিখিত অভিযোগ পাওয়ার পর নিয়মিত মামলা রুজু করা হবে।