মাহবুব পিয়াল, ফরিদপুরঃ নানা আয়োজনে ফরিদপুর সাহিত্য পরিষদের ৪০ তম প্রতিষ্টা বার্ষিকী ও কবি সুফি মোতাহার হোসেন এর ৪৮ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ, সংগীতানুষ্টান,পুরস্কার বিতরনসহ নানা অনুষ্টানের আয়োজন করা হয়।
রোববার(২০আগষ্ট) বিকেলে দৈনিক ফতেহাবাদ কার্যালয়ে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্টাতা সভাপতি অধ্যাপক এম এ সামাদ।
ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পি কে সরকার, প্রবীন সাংবাদিক লেখক ও প্রাবান্ধিক মফিজ ইমাম মিলন, মৃণাল সেণ চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক মৃর্ধা রেজাউল করীম, নাট্য নির্দেশক ম. নিজামসহ অন্যান্যরা।
অনুষ্টানে কবিতা পাঠ করেন কবি আব্দুর রাজ্জাক রাজা, মো: রোকন উদ্দিন, নামিরা কবীর, রাশি বিশ্বাস ও সৌরভ দুর্জয়, কবি সুফি মোতাহার হোসেন এর লেখা সংগীত পরিবেশন করেন শিল্পী শরিফ মাহমুদ সোহান।
এ ছাড়া দেশের গান পরিবেশন করেন অধ্যাপক শ্যামলি আক্তার ও মো. লিয়াকত হোসেন। অনুষ্টানে শিশুদের মাঝে পুরস্কার বিতবন করা হয়।