০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ার পদ্মায় জালে ধরা পড়েছে ১৬ কেজির বিগহেড

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাটের উজানে পদ্মা নদীতে আজ শুক্রবার সকালে ১৬ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পড়েছে। এতবড় বিগহেড মাছ সহজে ধরা পড়ার খবর পাওয়া যায়না। দৌলতদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জেলে আলাল হালদারের জালে ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বিগহেড মাছ ধরা পড়েছে।

দৌলতদিয়া ঘাট এলাকার কয়েকজন মৎস্য ব্যবসায়ী জানান, শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে মাছটি ধরা পড়ার পর জেলে আলাল হালদার বিক্রির জন্য ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন দৌলতদিয়া বিকল্প সড়কের পাশে মাছ বাজারে আসেন। মাছটি স্থানীয় বাবু সরদারের আড়ৎ এ বিক্রির জন্য আনলে উৎসুক মানুষের ভিড় পড়ে যায়। সাধারণত বিগহেড বা সিলভারকাপ জাতীয় মাছ ৪-৫ কেজির বেশি দেখা যায়না। অথচ সেখানে ১৬ কেজি ওজনের এতবড় বিশাল বিগহেড মাছটি সবার নজর কাড়ে। পরে বিক্রির জন্য সেখানে উন্মুক্ত নিলামে উঠালে অন্যান্য মৎস্য ব্যবসায়ীদের সাথে ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা অংশ নেন। পরে চান্দু মোল্লা ৭৫০ টাকা কেজি দরে ১২ হাজার টাকায় মাছটি ক্রয় করেন। এসময় মাছটি দেখতে উৎসুক জনতা মাছের আড়ৎ এ ভিড় জমায়।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, এ ধরনের মাছ এতবড় বিগহেড মাছ আকারে সাধারণত পদ্মা নদীতে খুব একটা দেখা যায় না। তাই একটু বেশী লাভের আশায় বাবু সরদারের আড়ৎ থেকে ১২ হাজার টাকা দিয়ে মাছটি কিনেছি। মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন স্থানে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করি। পরে দুপুরের দিকে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৮০০ টাকা কেজি দরে মাছটি ১২ হাজার ৮০০ টাকায় বিক্রি করে দেই।

চান্দু মোল্লা জেলে আলাল হালদারের বরাত দিয়ে আরো বলেন, দৌলতদিয়ার অব্যবহৃত ১নম্বর ফেরি ঘাটের অদূরে জেলেদের ফেলা বের জালে মাছটি শুক্রবার ভোররাতের দিকে ধরা পড়ে। এতবড় বিগহেড মাছ পেয়ে জেলেরা মহাখুশি। দ্রুত বিক্রির জন্য সাত সকালেই নিয়ে আসে বাজারে। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমিই কিনে নেই। এর আগে গত বছর পদ্মা নদীর একটি ১২ কেজি ওজনের বিগহেড মাছ ধরা পড়েছিল। যেটিও আমি কিনেছিলাম। আর এ বছর এতবড় মাছ প্রথম ধরা পড়েছে। শুধু এ বছরই নয়, আমার ব্যবসায়ী বয়সে এতবড় বিগহেড মাছ আগে কখনোই দেখিনি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ার পদ্মায় জালে ধরা পড়েছে ১৬ কেজির বিগহেড

পোস্ট হয়েছেঃ ০৯:১৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাটের উজানে পদ্মা নদীতে আজ শুক্রবার সকালে ১৬ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পড়েছে। এতবড় বিগহেড মাছ সহজে ধরা পড়ার খবর পাওয়া যায়না। দৌলতদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জেলে আলাল হালদারের জালে ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বিগহেড মাছ ধরা পড়েছে।

দৌলতদিয়া ঘাট এলাকার কয়েকজন মৎস্য ব্যবসায়ী জানান, শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে মাছটি ধরা পড়ার পর জেলে আলাল হালদার বিক্রির জন্য ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন দৌলতদিয়া বিকল্প সড়কের পাশে মাছ বাজারে আসেন। মাছটি স্থানীয় বাবু সরদারের আড়ৎ এ বিক্রির জন্য আনলে উৎসুক মানুষের ভিড় পড়ে যায়। সাধারণত বিগহেড বা সিলভারকাপ জাতীয় মাছ ৪-৫ কেজির বেশি দেখা যায়না। অথচ সেখানে ১৬ কেজি ওজনের এতবড় বিশাল বিগহেড মাছটি সবার নজর কাড়ে। পরে বিক্রির জন্য সেখানে উন্মুক্ত নিলামে উঠালে অন্যান্য মৎস্য ব্যবসায়ীদের সাথে ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা অংশ নেন। পরে চান্দু মোল্লা ৭৫০ টাকা কেজি দরে ১২ হাজার টাকায় মাছটি ক্রয় করেন। এসময় মাছটি দেখতে উৎসুক জনতা মাছের আড়ৎ এ ভিড় জমায়।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, এ ধরনের মাছ এতবড় বিগহেড মাছ আকারে সাধারণত পদ্মা নদীতে খুব একটা দেখা যায় না। তাই একটু বেশী লাভের আশায় বাবু সরদারের আড়ৎ থেকে ১২ হাজার টাকা দিয়ে মাছটি কিনেছি। মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন স্থানে বিভিন্ন জনের সাথে যোগাযোগ করি। পরে দুপুরের দিকে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৮০০ টাকা কেজি দরে মাছটি ১২ হাজার ৮০০ টাকায় বিক্রি করে দেই।

চান্দু মোল্লা জেলে আলাল হালদারের বরাত দিয়ে আরো বলেন, দৌলতদিয়ার অব্যবহৃত ১নম্বর ফেরি ঘাটের অদূরে জেলেদের ফেলা বের জালে মাছটি শুক্রবার ভোররাতের দিকে ধরা পড়ে। এতবড় বিগহেড মাছ পেয়ে জেলেরা মহাখুশি। দ্রুত বিক্রির জন্য সাত সকালেই নিয়ে আসে বাজারে। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমিই কিনে নেই। এর আগে গত বছর পদ্মা নদীর একটি ১২ কেজি ওজনের বিগহেড মাছ ধরা পড়েছিল। যেটিও আমি কিনেছিলাম। আর এ বছর এতবড় মাছ প্রথম ধরা পড়েছে। শুধু এ বছরই নয়, আমার ব্যবসায়ী বয়সে এতবড় বিগহেড মাছ আগে কখনোই দেখিনি।