০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের বিশেষ উদ্যোগঃ মাদক ব্যবসা না করতে ছয় নারীর অঙ্গিকার

নিজস্ব প্রতিবেদকঃ মাদক ব্যবসা বন্ধে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। উপজেলার দৌলতদিয়া ঘাট যৌনপল্লি সংলগ্ন মাদক পল্লি হিসেবে পরিচিত পোড়াভিটা এলাকার চিহিৃত ৬ নারী মাদক ব্যবসা না করার অঙ্গিকার করেছেন। বুধবার পুলিশের কাছে ৬ জন নারী মাদক ব্যবসায়ী আত্মসমর্পন করেন। যাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এরা সবাই মাদক মামলায় জামিনে ছিলেন।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন পোড়াভিটা এলাকায় স্থানীয় ছাড়া বহিরাগত অনেকে ভাড়া বাড়িতে বসবাস করেন। যাদের অধিকাংশই স্থানীয় বিভিন্ন হোটেল-দোকান পাটে কর্মচারীর কাজ করতো। আবার কেউ কেউ কাজের পাশাপাশি মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। যে কারণে পোড়াভিটা এলাকা এক প্রকার মাদকের বেচাকেনার পল্লি হিসেবে পরিচিতি পায়। পুলিশের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত অভিযান চালিয়ে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। আদালত থেকে জামিনে বের হয়ে এসে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। মাঝেমধ্যে অভিযানের গতি কমে আসলে সক্রিয় হয়ে উঠে স্থানীয় মাদক ব্যবসায়ীরা। যাদের অধিকাংশ ব্যবসায়ী নারী।

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম এর নির্দেশক্রমে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবী দায়িত্ব গ্রহনের পর থেকে দৌলতদিয়া ঘাট এলাকার অপরাধ নিয়ন্ত্রণে অভিযান কার্যক্রম জোড়ালো করে। তার ধারাবাহিকতায় গোয়ালন্দঘাট থানার ওসি পোড়াভিটা এলাকার মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পনের আহ্বান করেন। গত বুধবার (২ ডিসেম্বর) বিকেলে পোড়াভিটা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী হিসেবে সোবহান শেখ এর স্ত্রী শাহানাজ বেগম (৩৮), ইব্রাহিম প্রামানিকের স্ত্রী লাইলি বেগম (২৮), জামাল বিশ্বাসের স্ত্রী সাথী আক্তার (৪০), কাজী আরিফের স্ত্রী রোজিনা বেগম (৫০), আজমাত শেখ এর স্ত্রী বেবি বেগম (৫৫) ও মিজানুর রহমানের স্ত্রী রাহিমা খাতুন (৬৫) নামের ৬জন নারী মাদক ব্যবসায়ী আত্মসমর্পন করেন। যাদের সবার বসবাস দৌলতদিয়া পোড়াভিটা এলাকায়। অধিকাংশ ভাড়া বাড়িতে থেকে হেরোইন, ইয়াবা, গাঁজার মতো মাদক ব্যবসা করতো। তবে গ্রামের বাড়ি দেশের বিভিন্ন অঞ্চলে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর রাজবাড়ীমেইলকে বলেন, দৌলতদিয়া পোড়াভিটা নিয়ে অনেক বদনাম রয়েছে। অধিকাংশ বাসিন্দা মাদক ব্যবসার সাথে জড়িত। আমি ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম স্যারের নির্দেশক্রমে পোড়াভিটা এলাকাকে মাদকমুক্ত করতে কয়েকদিন অভিযান চালানো হয়। বুধবার বিকেলে ফের অভিযানকালে তাদেরকে আত্মসমর্পনের সুযোগ দেয়া হয়। পরে ৬জন চিহিৃত মাদক ব্যবসায়ী আর মাদক ব্যবসা করবে না মর্মে মুচলেকা দিয়ে অঙ্গিকার করে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বিভিন্ন মামলায় জামিনে রয়েছেন। তবে এসময় কোন মাদকদ্রব্য উদ্ধার হয়নি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পুলিশের বিশেষ উদ্যোগঃ মাদক ব্যবসা না করতে ছয় নারীর অঙ্গিকার

পোস্ট হয়েছেঃ ০৫:৫০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ মাদক ব্যবসা বন্ধে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। উপজেলার দৌলতদিয়া ঘাট যৌনপল্লি সংলগ্ন মাদক পল্লি হিসেবে পরিচিত পোড়াভিটা এলাকার চিহিৃত ৬ নারী মাদক ব্যবসা না করার অঙ্গিকার করেছেন। বুধবার পুলিশের কাছে ৬ জন নারী মাদক ব্যবসায়ী আত্মসমর্পন করেন। যাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এরা সবাই মাদক মামলায় জামিনে ছিলেন।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন পোড়াভিটা এলাকায় স্থানীয় ছাড়া বহিরাগত অনেকে ভাড়া বাড়িতে বসবাস করেন। যাদের অধিকাংশই স্থানীয় বিভিন্ন হোটেল-দোকান পাটে কর্মচারীর কাজ করতো। আবার কেউ কেউ কাজের পাশাপাশি মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। যে কারণে পোড়াভিটা এলাকা এক প্রকার মাদকের বেচাকেনার পল্লি হিসেবে পরিচিতি পায়। পুলিশের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত অভিযান চালিয়ে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। আদালত থেকে জামিনে বের হয়ে এসে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। মাঝেমধ্যে অভিযানের গতি কমে আসলে সক্রিয় হয়ে উঠে স্থানীয় মাদক ব্যবসায়ীরা। যাদের অধিকাংশ ব্যবসায়ী নারী।

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম এর নির্দেশক্রমে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবী দায়িত্ব গ্রহনের পর থেকে দৌলতদিয়া ঘাট এলাকার অপরাধ নিয়ন্ত্রণে অভিযান কার্যক্রম জোড়ালো করে। তার ধারাবাহিকতায় গোয়ালন্দঘাট থানার ওসি পোড়াভিটা এলাকার মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পনের আহ্বান করেন। গত বুধবার (২ ডিসেম্বর) বিকেলে পোড়াভিটা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী হিসেবে সোবহান শেখ এর স্ত্রী শাহানাজ বেগম (৩৮), ইব্রাহিম প্রামানিকের স্ত্রী লাইলি বেগম (২৮), জামাল বিশ্বাসের স্ত্রী সাথী আক্তার (৪০), কাজী আরিফের স্ত্রী রোজিনা বেগম (৫০), আজমাত শেখ এর স্ত্রী বেবি বেগম (৫৫) ও মিজানুর রহমানের স্ত্রী রাহিমা খাতুন (৬৫) নামের ৬জন নারী মাদক ব্যবসায়ী আত্মসমর্পন করেন। যাদের সবার বসবাস দৌলতদিয়া পোড়াভিটা এলাকায়। অধিকাংশ ভাড়া বাড়িতে থেকে হেরোইন, ইয়াবা, গাঁজার মতো মাদক ব্যবসা করতো। তবে গ্রামের বাড়ি দেশের বিভিন্ন অঞ্চলে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর রাজবাড়ীমেইলকে বলেন, দৌলতদিয়া পোড়াভিটা নিয়ে অনেক বদনাম রয়েছে। অধিকাংশ বাসিন্দা মাদক ব্যবসার সাথে জড়িত। আমি ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম স্যারের নির্দেশক্রমে পোড়াভিটা এলাকাকে মাদকমুক্ত করতে কয়েকদিন অভিযান চালানো হয়। বুধবার বিকেলে ফের অভিযানকালে তাদেরকে আত্মসমর্পনের সুযোগ দেয়া হয়। পরে ৬জন চিহিৃত মাদক ব্যবসায়ী আর মাদক ব্যবসা করবে না মর্মে মুচলেকা দিয়ে অঙ্গিকার করে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বিভিন্ন মামলায় জামিনে রয়েছেন। তবে এসময় কোন মাদকদ্রব্য উদ্ধার হয়নি।