০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী পৌর নির্বাচনী সভায় মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের পাল্টা-পাল্টি অভিযোগ

রাজবাড়ীমেইল ডেস্কঃ আগামী ১৪ ফেব্রুয়ারী রাজবাড়ী পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মেয়র, সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের নিয়ে আচরণ বিধিমালা অবহিত করণ মতবিনিময় সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর অফিসার্স ক্লাব মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আহমেদ সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ উজ জ্জামান, জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, ডিআইও ওয়ান সাইদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এ সময় আওয়ামী লীগ মনোনীত জেলা আ.লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক মেয়র মো. তোফাজ্জেল হোসেন মিয়া (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক কেএ রাজ্জাক মেরিন (লাঙ্গন) ও স্বতন্ত্র প্রার্থী, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন তিতু (নারিকেল গাছ) সহ ১২ জন সংরক্ষিত কাউন্সিলর ও ৪৯ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের পাল্টা-পাল্টি অভিযোগ তোলেন। এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। একই সাথে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচন আচরণ বিধিমালা মেনে চলার জন্য নির্দেশ প্রদান করেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে ভোটারগণ যেন ভোট কেন্দ্রে ভোট দিতে পারেন। সেজন্য সরকারের সব সংস্থার সমন্বয়ে টিম ওয়ার্ক হিসাবে কাজ করবে।

জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে রাজবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আচরনবিধি ভঙ্গকারীদের ব্যাপারে মাঠে নির্বাহী ম্যাজিষ্ট্রটরা রয়েছেন। আইনানুগ পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি সকল প্রার্থীকে আচরণবিধি মেনে চলার পরামর্শ দেন।

নির্বাচনে রাজবাড়ী পৌরসভায় ৪ জন মেয়র, ১২ সংরক্ষিত কাউন্সিলর ও ৪৯ জন সাধারন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। পৌরসভার মোট ভোটার ৪৫ হাজার ২০জন এবং ভোট কেন্দ্র ১৮টি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ী পৌর নির্বাচনী সভায় মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের পাল্টা-পাল্টি অভিযোগ

পোস্ট হয়েছেঃ ১০:৪৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
রাজবাড়ীমেইল ডেস্কঃ আগামী ১৪ ফেব্রুয়ারী রাজবাড়ী পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মেয়র, সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের নিয়ে আচরণ বিধিমালা অবহিত করণ মতবিনিময় সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর অফিসার্স ক্লাব মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আহমেদ সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ উজ জ্জামান, জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, ডিআইও ওয়ান সাইদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এ সময় আওয়ামী লীগ মনোনীত জেলা আ.লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক মেয়র মো. তোফাজ্জেল হোসেন মিয়া (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক কেএ রাজ্জাক মেরিন (লাঙ্গন) ও স্বতন্ত্র প্রার্থী, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন তিতু (নারিকেল গাছ) সহ ১২ জন সংরক্ষিত কাউন্সিলর ও ৪৯ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের পাল্টা-পাল্টি অভিযোগ তোলেন। এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। একই সাথে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচন আচরণ বিধিমালা মেনে চলার জন্য নির্দেশ প্রদান করেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে ভোটারগণ যেন ভোট কেন্দ্রে ভোট দিতে পারেন। সেজন্য সরকারের সব সংস্থার সমন্বয়ে টিম ওয়ার্ক হিসাবে কাজ করবে।

জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে রাজবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আচরনবিধি ভঙ্গকারীদের ব্যাপারে মাঠে নির্বাহী ম্যাজিষ্ট্রটরা রয়েছেন। আইনানুগ পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি সকল প্রার্থীকে আচরণবিধি মেনে চলার পরামর্শ দেন।

নির্বাচনে রাজবাড়ী পৌরসভায় ৪ জন মেয়র, ১২ সংরক্ষিত কাউন্সিলর ও ৪৯ জন সাধারন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। পৌরসভার মোট ভোটার ৪৫ হাজার ২০জন এবং ভোট কেন্দ্র ১৮টি।